ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ৪/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রহরীর সঙ্গে সেবা করা
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি মনে করতে পারেন?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার কি মনে আছে?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি মনে করতে পারেন?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ৪/১৫ পৃষ্ঠা ৩০

আপনার কি স্মরণে আছে?

আপনি কি নতুন প্রহরীদুর্গ-গুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন নিচের প্রশ্নগুলোর উত্তর আপনি মনে করতে পারেন কিনা:

• কীভাবে কোরিয়াতে বড়দিন পালন করা শুরু হয়?

প্রাচীন কোরিয়া ও অন্যান্য কিছু দেশের লোকেরা এক দেবতাকে বিশ্বাস করত যিনি রান্নাঘরের দেখাশোনা করেন। তারা এও বিশ্বাস করত যে তিনি ডিসেম্বর মাসে চিমনির মধ্যে দিয়ে আসেন এবং উপহার নিয়ে আসেন। এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার যে সৈন্যরা কোরিয়ায় ছিল তারাও উপহার দিত আর গির্জা ছিল এই দেওয়া নেওয়ার জায়গা।—১২/১৫, পৃষ্ঠা ৪, ৫.

• যিশাইয় ২১:৮ পদের পরিপূর্ণতা হিসেবে ঈশ্বর আমাদের দিনে কোন্‌ “প্রহরী” নিযুক্ত করেছেন?

তারা হলেন আত্মায় অভিষিক্ত খ্রীষ্টানেরা, যারা প্রহরী শ্রেণীর কাজ করছেন, লোকেদেরকে জগতের ঘটনাগুলোর অর্থ বুঝিয়ে দিয়ে সাবধান করছেন, যা বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোকে পূর্ণ করে। এছাড়া তারা বাইবেল ছাত্রদের অশাস্ত্রীয় মতবাদ ও অভ্যাসগুলোকে চিনে নিতে ও সেগুলোকে এড়িয়ে চলতে সাহায্য করেছেন।—১/১, পৃষ্ঠা ৮, ৯.

• ‘পোলিশ ভাইরা’ কারা ছিলেন?

ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে পোল্যান্ডে একটা ছোট্ট ধর্মীয় দল ছিল। তারা বাইবেল মেনে চলতে চেয়েছিলেন আর তাই ত্রিত্ব, শিশু বাপ্তিস্ম এবং নরকাগ্নি গির্জার এই সমস্ত শিক্ষাগুলোকে বাদ দিয়েছিলেন। পরে তাদের ওপর প্রচণ্ড তাড়না করা হয়েছিল এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।—১/১, পৃষ্ঠা ২১-৩.

• কেন ভবিষ্যদ্বক্তা অথবা জ্যোতিষীদের নয় কিন্তু বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোতে বিশ্বাস রাখা দরকার?

মানুষ ভবিষ্যদ্বক্তারা মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ তারা যিহোবা এবং তাঁর বাক্য বাইবেলকে অগ্রাহ্য করেছে। একমাত্র বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোই আপনাকে জানতে সাহায্য করে যে কীভাবে জগতের ঘটনাগুলো ঈশ্বরের উদ্দেশ্যের সঙ্গে মিলে যায় আর কীভাবে তা আপনার ও আপনার পরিবারের জন্য অনন্তকালীন মঙ্গল নিয়ে আসবে।—১/১৫, পৃষ্ঠা ৩.

• কয়েকটা প্রমাণ কী যা দেখায় যে আমরা শেষ কালে বাস করছি?

আমরা শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়ার ফলাফল দেখতে পাচ্ছি। (প্রকাশিত বাক্য ১২:৯) আমরা প্রকাশিত বাক্য ১৭:৯-১১ পদে যে শেষ ‘রাজার’ সম্বন্ধে বলা হয়েছিল সেটা পূর্ণ হতে দেখছি। যদিও প্রকৃত অভিষিক্ত খ্রীষ্টানদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তবুও মনে করা হয় যে মহাক্লেশ শুরু হওয়ার সময় তাদের কিছুজন পৃথিবীতে থাকবেন।—১/১৫, পৃষ্ঠা ১২, ১৩.

• কখন হবক্‌কূকের বই লেখা হয়েছিল এবং কেন আমরা এটা পড়ব?

প্রায় সা.কা. ৬২৮ সালে এই বই লেখা হয়েছিল। এই বইয়ে প্রাচীন যিহূদার বিরুদ্ধে এবং বাবিলনের বিরুদ্ধে যিহোবার বিচার সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া এটা আমাদের দিনের দুষ্ট জগতের ওপর ঈশ্বরের যে বিচার শীঘ্রিই আসবে সেটাও জানায়।—২/১, পৃষ্ঠা ৮.

• গুণবতী স্ত্রীদের জন্য বাইবেলে কোথায় আমরা একজন মায়ের বিজ্ঞ পরামর্শ দেখতে পাই?

হিতোপদেশ বইয়ের শেষ অধ্যায় অর্থাৎ ৩১ অধ্যায়ে আমরা এই বিজ্ঞ পরামর্শ পাই।—২/১, পৃষ্ঠা ৩০, ৩১.

• যিহোবা আমাদের কাছে “খ্রীষ্টের মন” প্রকাশ করেছেন বলে কেন আমরা কৃতজ্ঞ হব? (১ করিন্থীয় ২:১৬)

সুসমাচারের বইগুলোতে যিহোবা আমাদের জানিয়েছেন যে যীশু কীভাবে চিন্তা করতেন, কেমন অনুভব করতেন, কী কী কাজ তিনি করেছিলেন ও কোন্‌ বিষয়টা তাঁর জীবনে প্রথমে ছিল। এটা আমাদেরকে যীশুর মতো হতে সাহায্য করে, বিশেষ করে অন্যদের জীবন বাঁচানোর জন্য আমরা যে প্রচার কাজ করি সেই ব্যাপারে।—২/১৫, পৃষ্ঠা ২৫.

• আজকে কি ঈশ্বর প্রার্থনার উত্তর দেন?

হ্যাঁ দেন। যদিও বাইবেল জানায় যে ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর দেন না কিন্তু আমাদের দিনের অভিজ্ঞতাগুলো দেখায় যে যিহোবা সেই লোকেদের প্রার্থনার উত্তর দিয়েছেন, যারা তাঁর কাছে সান্ত্বনা চেয়ে ও বিবাহিত জীবনের সমস্যা সমাধানের জন্য সাহায্য চেয়ে প্রার্থনা করেছেন।—৩/১, পৃষ্ঠা ৩-৭.

• ঈশ্বরের শক্তি পাওয়ার জন্য আমরা কী করতে পারি?

ঈশ্বরের শক্তি চেয়ে আমরা প্রার্থনা করতে পারি, বাইবেল থেকে এবং খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গে মেলামেশা করেও আমরা শক্তি পেতে পারি।—৩/১, পৃষ্ঠা ১৫, ১৬.

• খ্রীষ্টীয় সভাগুলো থেকে আরও বেশি করে উপকার পাওয়ার জন্য বাবামারা কীভাবে তাদের ছেলেমেয়েদের সাহায্য করতে পারেন?

বাবামারা তাদের বাচ্চাদেরকে সভাতে নিয়ে আসার আগে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে বলতে পারেন, যাতে তারা সভায় এসে না ঘুমায়। এছাড়া তারা বাচ্চাদেরকে সভাতে “নোট” নেওয়ার জন্য উৎসাহ দিতে পারেন। যেমন চেনাজানা নাম বা শব্দগুলো যখন বলা হয় তখন তারা বাচ্চাদের তাদের কাগজে দাগ দিতে বলতে পারেন।—৩/১৫, পৃষ্ঠা ১৭, ১৮.

• ইয়োবের উদাহরণ থেকে আমরা কী কী বিষয় শিখতে পারি?

ইয়োব ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে প্রথমে রেখেছিলেন, লোকেদের সঙ্গে ভাল ব্যবহার করেছিলেন, তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন, পরিবারের আধ্যাত্মিক অবস্থা নিয়ে চিন্তা করেছিলেন এবং পরীক্ষার মধ্যে ধৈর্য ধরে বিশ্বস্ত ছিলেন।—৩/১৫, পৃষ্ঠা ২৫-৭.

• বাইবেলের অক্ষরগুলোতে কি কোন গুপ্ত বার্তা আছে, যা থেকে আরও গূঢ় সত্য জানা যায়?

না। কারণ অন্য যে কোন বই থেকেই এরকম বার্তা খুঁজে বের করা যায় বলে দাবি করা হয়। বাইবেলে কোন গুপ্ত বার্তা আছে একথা একেবারেই ভুল কারণ ইব্রীয় পাণ্ডুলিপিগুলোর বানান ও অক্ষর হুবহু এক নয়।—৪/১, পৃষ্ঠা ৩০, ৩১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার