ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০১ ৮/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনি কি মনে করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি মনে করতে পারেন?
  • ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কষ্টের সময় অনাথ
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খারাপ অনুভূতিগুলোর সঙ্গে যেভাবে মোকাবিলা করা যায়
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বয়স্ক ব্যক্তিদের সমাদর করুন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার কি স্মরণে আছে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০১ ৮/১৫ পৃষ্ঠা ৩০

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• ইয়োব ৩৮ অধ্যায়ে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেগুলো কেন আজকেও বিবেচনা করা উচিত?

ঈশ্বর যে আশ্চর্য কাজগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন, সেগুলোর অনেক বিষয়েই এমনকি আধুনিক দিনের বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝে উঠতে পারেন না। যেমন এর মধ্যে রয়েছে, মহাকর্ষীয় বল কীভাবে পৃথিবীকে এর কক্ষপথে রেখেছে, আলো আসলে কী, কেন বিভিন্ন ধরনের তুষারফলক রয়েছে, বৃষ্টির কণাগুলো কীভাবে গঠিত হয় এবং বজ্রপাতের সঙ্গে কীভাবে শক্তি জড়িত।—৪/১৫, পৃষ্ঠা ৪-১১.

• খারাপ অনুভূতিগুলোর সঙ্গে মোকাবিলা করতে বাইবেলের কোন্‌ উদাহরণগুলো আমাদেরকে সাহায্য করতে পারে?

আসফ, বারূক ও নয়মী নিরুৎসাহিত হয়েছিলেন বা তাদের মনে খারাপ অনুভূতি এসেছিল কিন্তু শাস্ত্রে বলা আছে যে তারা কীভাবে সেগুলোকে সফলভাবে মোকাবিলা করেছিলেন আর তা আমাদেরকে সাহায্য করতে পারে।—৪/১৫, পৃষ্ঠা ২২-৪.

• খ্রীষ্টান বিধবাদের সাহায্য করার কিছু ব্যবহারিক উপায় কী?

বন্ধুবান্ধবরা দয়ার সঙ্গে ও স্পষ্টভাবে সাহায্যের কথা বলতে পারেন। যেখানে সত্যিই দরকার সেখানে পরিবারের সদস্যরা বা অন্য কেউ হয়তো টাকাপয়সা বা অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করতে পারেন। সহ খ্রীষ্টানরাও ভালবেসে আধ্যাত্মিক দিক দিয়ে সাহায্য করে ও সান্ত্বনা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন।—৫/১, পৃষ্ঠা ৫-৭.

• ১ করিন্থীয় ৭:৩৯ পদের পরামর্শ অনুযায়ী কেন “কেবল প্রভুতেই” বিয়ে করা গুরুত্বপূর্ণ?

অবিশ্বাসীদের সঙ্গে বিয়ে করার পরিণতি বেশির ভাগ সময় খারাপই হয়। এছাড়াও, এই ঐশিক নির্দেশনা মেনে চলা যিহোবা ঈশ্বরের প্রতি আনুগত্যের প্রকাশ। আর আমরা যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল রেখে জীবনযাপন করি, তখন আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে না। (১ যোহন ৩:২১, ২২)—৫/১৫, পৃষ্ঠা ২০-১.

• যেহেতু একমাত্র যিহোবাই আমাদের পাপ ক্ষমা করতে পারেন, তাহলে খ্রীষ্টানদের কেন মণ্ডলীর প্রাচীনদের কাছে গুরুতর পাপগুলো স্বীকার করা দরকার?

হ্যাঁ, একজন খ্রীষ্টানকে তার পাপের জন্য যিহোবার কাছে ক্ষমা চাওয়া উচিত। (২ শমূয়েল ১২:১৩) তবে ভাববাদী নাথন যেমন দায়ূদকে সাহায্য করেছিলেন, ঠিক তেমনই মণ্ডলীর পরিপক্ব প্রাচীনরা অনুতপ্ত পাপীদেরকে সাহায্য করতে পারেন। সাহায্যের জন্য মণ্ডলীর প্রাচীনদের কাছে যাওয়ার বিষয়ে যাকোব ৫:১৪, ১৫ পদে নির্দেশনা দেওয়া আছে।—৬/১, পৃষ্ঠা ৩১.

• কী দেখায় যে, সাহায্যের দরকার আছে এমন অনাথ ও বিধবাদেরকে আমাদের যত্ন নেওয়া উচিত?

ঐতিহাসিক বিবরণ দেখায় যে, প্রাচীন কালের ইব্রীয়দের ও প্রাথমিক খ্রীষ্টানদের বেলায় এইধরনের যত্ন নেওয়া সত্য উপাসনার একটা চিহ্ন ছিল। (যাত্রাপুস্তক ২২:২২, ২৩; গালাতীয় ২:৯, ১০; যাকোব ১:২৭) অভাবী বিধবাদের সাহায্য করার বিষয়ে প্রেরিত পৌল খ্রীষ্টানদের জন্য শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। (১ তীমথিয় ৫:৩-১৬)—৬/১৫, পৃষ্ঠা ৯-১১.

• সুখী এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের চাবিকাঠি কী?

আমাদের স্বর্গীয় পিতা যিহোবার সঙ্গে আমাদের অবশ্যই এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে ও তা বজায় রাখতে হবে। আর তা করতে বাইবেল অধ্যয়ন আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।—৭/১, পৃষ্ঠা ৪-৫.

• প্রত্যেক মানুষের কি এক অমর আত্মা আছে, যা মৃত্যুর পরেও বেঁচে থাকে?

যদিও কেউ কেউ বিশ্বাস করেন যে, আত্মা অমর কিন্তু বাইবেল এই ধারণাকে সমর্থন করে না। বরং এটা দেখায় যে, একজন মানুষ মারা গেলে সে ধূলিতে মিশে যায় এবং তার কোন অস্তিত্বই থাকে না। কিন্তু, ওই ব্যক্তিকে আবার জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা শুধু ঈশ্বরেরই আছে। তাই, পুনরুত্থানের মাধ্যমে একজন ব্যক্তির ভবিষ্যৎ জীবনের আশা পুরোপুরি ঈশ্বরের হাতে রয়েছে। (উপদেশক ১২:৭)—৭/১৫, পৃষ্ঠা ৩-৬.

• দূরা সমস্থলীতে তিনজন ইব্রীয়কে যখন পরীক্ষা করা হয়েছিল, তখন দানিয়েল কোথায় ছিলেন?

বাইবেল এই সম্বন্ধে কিছু বলে না। হতে পারে দানিয়েলের পদমর্যাদা বড় থাকায় তার সেখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল না অথবা তিনি সরকারি কাজে অন্য কোথাও গিয়েছিলেন। কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার বিষয়ে তিনি কোন আপোশ করেননি।—৮/১, পৃষ্ঠা ৩১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার