ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০১ ১/১৫ পৃষ্ঠা ৩
  • কেন সদ্‌গুণ গড়ে তুলবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন সদ্‌গুণ গড়ে তুলবেন?
  • ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যেভাবে আমরা সদ্‌গুণ গড়ে তুলতে পারি
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি সদ্‌গুণ অনুধাবন করছেন?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাস প্রদর্শন করে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি সাড়া দিন
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক কলুষতা-পূর্ণ জগতে সদ্‌গুণ রক্ষা করা
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০১ ১/১৫ পৃষ্ঠা ৩

কেন সদ্‌গুণ গড়ে তুলবেন?

কুনিহিতো নামে একজন মধ্যবয়সী জাপানি ভদ্রলোক কিছুদিন আগে নিজের দেশ ছেড়ে আমেরিকায় গিয়েছেন।a সেখানে যাওয়ার কয়েক সপ্তার মধ্যে তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা তার উন্নতিকে প্রায় ধ্বংস করে দিতে পারত। কুনিহিতো বলেন: “আমার সুপারভাইজার যখন আমাকে একটা কাজ দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমি সেটা করতে পারব কি না, তখন আমার পুরো আস্থা ছিল যে কাজটা আমি করতে পারব। কিন্তু, আমি শিখেছি যে নম্রতা হল একটা সদ্‌গুণ তাই আমি তাকে বলেছিলাম: ‘কাজটা আমি ঠিকমতো করতে পারব কি না জানি না, তবে যথাসাধ্য চেষ্টা করব।’ আমার এই কথা শুনে আমেরিকার সুপারভাইজার মনে করেছিলেন, কাজটা আমি করতে পারব না এবং আমার আস্থার অভাব আছে। বিষয়টা জানতে পেরে আমি বুঝতে পারলাম যে কিছু বিষয়ে আমাকে পরিবর্তন করতে হবে।”

নিউ ইয়র্কের মারিয়া অনেক ভাল ছাত্রী ছিলেন এবং সবসময় তিনি খুশি মনে তার সহপাঠীদের সাহায্য করতেন। ওয়ান নামে মারিয়ার এক সহপাঠী প্রায়ই তার কাছ থেকে সাহায্য নিতেন। কিন্তু, সাহায্য নেওয়া ছাড়াও তিনি মারিয়ার প্রেমে পড়ে যান এবং মারিয়াও যাতে তার প্রেমে পড়ে তাই তিনি সবসময় তাকে আকৃষ্ট করার চেষ্টা করতেন। যদিও মারিয়া নৈতিক দিক দিয়ে বিশুদ্ধ থাকতে চেয়েছিলেন কিন্তু একসময় ওয়ানের অনৈতিক প্রস্তাবে রাজি হয়ে তিনি তার সঙ্গে ব্যভিচার করেন।

আজকে, নানা সংস্কৃতিতে এবং নৈতিক দিক দিয়ে কলুষিত এই জগতে সদ্‌গুণ দেখানো সত্যিই খুব কঠিন। তাহলে, কেন সদ্‌গুণ গড়ে তোলা দরকার? কারণ আমরা যদি আমাদের আচরণে সদ্‌গুণ দেখাই, তাহলে ঈশ্বর খুশি হন আর আমরা সবাই-ই তাঁর অনুগ্রহ পেতে চাই।

যারা ঈশ্বরের বাক্য বাইবেল পড়েন তাদেরকে সদ্‌গুণ গড়ে তোলার জন্য পরামর্শ দেওয়া হয়। উদাহরণ হিসেবে, প্রেরিত পৌল লেখেন: “যে কোন সদ্‌গুণ ও যে কোন কীর্ত্তি হউক, সেই সকল আলোচনা কর।” (ফিলিপীয় ৪:৮) আর প্রেরিত পিতর আমাদেরকে ‘সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া নিজেদের বিশ্বাসে সদ্‌গুণ’ দেখাতে পরামর্শ দিয়েছেন। (২ পিতর ১:৫) কিন্তু সদ্‌গুণ কী? এটা কি স্কুলে গিয়ে শেখা যায়? আর কীভাবে আমরা তা গড়ে তুলতে পারি?

[পাদটীকা]

a কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার