ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০১ ৪/১ পৃষ্ঠা ৮
  • ভারত—“বৈচিত্র্যের মধ্যেও একতা”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভারত—“বৈচিত্র্যের মধ্যেও একতা”
  • ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এটা কি আপনার জন্য সবচেয়ে ভাল কাজ হতে পারে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক মুক্ত আমন্ত্রণ!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০১ ৪/১ পৃষ্ঠা ৮

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

ভারত—“বৈচিত্র্যের মধ্যেও একতা”

“বৈচিত্র্যের মধ্যেও একতা,” ভারতের জাতীয় একতাকে বোঝানোর জন্য এই স্লোগানটা অনেক ব্যবহার করা হয়। এই বিশাল দেশের সংস্কৃতি, ভাষা, ধর্ম, সম্প্রদায়, পোশাকআশাক এবং খাবারের মধ্যে যে বিরাট বৈচিত্র্য রয়েছে, তার মধ্যে একতা আনা সহজ কথা নয়। কিন্তু, ভারতের যিহোবার সাক্ষিদের প্রশাসনিক অফিসে এইধরনের একতা দেখা যায়। যদিও সেখানে বিভিন্ন রাজ্য ও ইউনিয়নভুক্ত এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা কাজ করেন এবং আলাদা আলাদা ভাষায় কথা বলেন কিন্তু তারপরও তাদের মধ্যে একতা দেখা যায়।

• আসুন আমরা ভারতের একেবারে উত্তরপশ্চিমে অবস্থিত পাঞ্জাব থেকে আসা এক যুবতী, রাজরানির সঙ্গে পরিচিত হই। রাজরানি যখন স্কুলে পড়ত তখন তার এক সহপাঠী, যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিল। এই অল্পবয়স্ক মেয়ে বাইবেলের প্রতি রাজরানির আগ্রহ জাগিয়ে তোলার চেষ্টা করত। যেহেতু তার সহপাঠী খুব বেশি ইংরেজি জানত না এবং সেই সময় পাঞ্জাবি ভাষায় প্রহরীদুর্গ পাওয়া যেত না, তাই পত্রিকার বিষয়বস্তু অনুবাদ করে দেওয়ার জন্য রাজরানির কাছে সে সাহায্য চাইত। প্রহরীদুর্গ থেকে রাজরানি যা পড়ত, তা তার ওপর এত গভীর ছাপ ফেলেছিল যে বাবামায়ের বিরোধিতা সত্ত্বেও সে যিহোবা ঈশ্বরের কাছে নিজের জীবন উৎসর্গ করার জন্য উন্নতি করতে থাকে। আজকে ভারতের বেথেলে সে সেই কাজই করছে, যা সত্যের প্রতি তার চোখকে খুলে দিয়েছিল। সে খ্রীষ্টীয় প্রকাশনাদি পাঞ্জাবি ভাষায় অনুবাদের কাজ করছে।

• বিজোর কথাও দেখুন, যিনি ভারতের আরেক অংশ অর্থাৎ দক্ষিণপশ্চিম কেরল রাজ্য থেকে এসেছেন। জাতীয় অনুষ্ঠানগুলোতে নিরপেক্ষতা বজায় রেখেছিলেন বলে তাকে হাইস্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। অনেকদিন আদালতে মামলা চলার পর সত্য উপাসনার উল্লেখযোগ্য জয় হয়েছিল এবং বিজো স্কুলে ফিরে গিয়েছিলেন।a এছাড়াও তিনি কলেজে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু, কলেজের অনৈতিক পরিবেশ তার বিবেককে দংশন করত আর তাই তিনি প্রথম বছরেই কলেজ ছেড়ে দেন। এখন দশ বছর বেথেলে থাকার পর তিনি মনে করেন যে উচ্চশিক্ষা লাভ করার চেয়ে বেথেল পরিবারের একজন সদস্য হতে পেরে তিনি আরও বেশি উপকার পেয়েছেন, যেখানে বৈচিত্র্যের মধ্যেও একতা রয়েছে।

• নরমা এবং লিলি দুজনের বয়সই এখন ৭০ এর ওপর এবং অনেক বছর ধরে তারা বিধবা। ৪০ বছরেরও বেশি সময় ধরে তারা পূর্ণ-সময়ের পরিচর্যা করছেন। লিলি প্রায় ২০ বছর ধরে তামিল অনুবাদক হিসেবে শাখাতে কাজ করছেন। নরমা প্রায় ১৩ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর বেথেলে এসেছেন। তারা দুজনেই অধ্যবসায়ী এবং মনোযোগী কর্মীর উত্তম উদাহরণ ও সেইসঙ্গে পুরো বেথেল পরিবারের একতার ওপর প্রভাব ফেলেন। যারা বেথেল দেখতে আসেন তাদেরকে তারা আতিথেয়তা দেখাতে ভালবাসেন এবং বেথেলের যুবক-যুবতীদের সঙ্গে মেলামেশা করে আনন্দ পান ও তাদের দীর্ঘ খ্রীষ্টীয় জীবনের যে আনন্দ তা অন্যদের কাছে বলতে পছন্দ করেন। আর যুবক-যুবতীরা মেলামেশা করার জন্য তাদেরকে নিজেদের রুমে নিমন্ত্রণ করে এবং যখন দরকার তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সত্যিই কত উত্তম উদাহরণ!

 যে কারণগুলোর জন্য অনেক জায়গায় লড়াই এবং মতভেদ দেখা যায়, সেগুলোকে কাটিয়ে উঠে এই স্বেচ্ছাসেবকরা অন্যদের সেবা করার জন্য ভারতের ঐক্যবদ্ধ বেথেল পরিবারের সদস্য হিসেবে আনন্দের সঙ্গে মিলেমিশে কাজ করছেন।—গীতসংহিতা ১৩৩:১.

[পাদটীকা]

a ১৯৮৭ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ (ইংরেজি) এর ২১ পৃষ্ঠা দেখুন।

[৮ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

পিছনের ছবি: Mountain High Maps® Copyright © ১৯৯৭ Digital Wisdom, Inc.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার