পাঠকদের থেকে প্রশ্নসকল
ইয়োব কত সময় ধরে কষ্ট ভোগ করেছিলেন?
কেউ কেউ মনে করেন যে, ইয়োব অনেক বছর ধরে পরীক্ষা সহ্য করেছিলেন কিন্তু ইয়োবের বই এতটা দীর্ঘ সময় সম্বন্ধে কিছু বলে না।
ইয়োবের পরীক্ষার প্রথম পর্যায় অর্থাৎ পরিবারের সদস্য এবং সমস্ত ধনসম্পত্তি হারানোর বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে ঘটেছিল বলে মনে হয়। আমরা পড়ি: “পরে কোন এক দিন ইয়োবের পুত্ত্রকন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) আর এর মধ্যে ইয়োব একটার পর একটা দুঃসংবাদ শুনতে পেয়েছিলেন, যার মধ্যে ছিল তার সমস্ত বলদ, গর্দভী, মেষপাল, উটের পাল ও যে দাসেরা এগুলোর দেখাশোনা করছিল, এরা সকলে মারা গেছে। আর মনে হয়, এর ঠিক পরপরই ইয়োব তার ছেলেমেয়েদের মারা যাওয়ার খবর শুনেছিলেন, যারা “তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল।” তাই মনে হয় যে, এই সমস্ত ঘটনা একদিনেই ঘটেছিল।—ইয়োব ১:১৩-১৯.
কিন্তু, ইয়োবের পরবর্তী পরীক্ষা নিশ্চয়ই অনেক সময় ধরে চলেছিল। শয়তান যিহোবার কাছে যায় এবং দাবি করে যে, ইয়োবের শরীরে আঘাত করা হলে সে আর আনুগত্য বজায় রাখবে না। আর এর পরেই শয়তান ইয়োবের “আপাদমস্তকে” আঘাত করে “দুষ্ট স্ফোটক জন্মাইল।” তার সমস্ত শরীরে এই রোগ ছড়িয়ে পড়তে হয়তো কিছুটা সময় লেগেছিল। তার “ঐ সকল বিপদের” কথা মিথ্যা সান্ত্বনাকারীদের কাছে পৌঁছানোর জন্য কিছুটা সময় লেগেছিল, যারা পরে তার কাছে এসেছিলেন।—ইয়োব ২:৩-১১.
ইলীফস এসেছিলেন ইদোমের তৈমন থেকে আর সোফর থাকতেন উত্তর-পশ্চিম আরবের একটা এলাকায়। তাই, তাদের এলাকা ইয়োবের এলাকা ঊষ থেকে খুব একটা দূরে ছিল না, যেটা সম্ভবত উত্তর আরবে অবস্থিত ছিল। কিন্তু বিল্দদ ছিলেন একজন শূহীয় আর এর থেকে বোঝা যায় যে, তার লোকেরা ইউফ্রেটিস নদীর ধারে কাছে থাকতেন। সেই সময় বিল্দদ যদি তার নিজের এলাকায় থেকে থাকেন, তাহলে ইয়োবের পরিস্থিতির খবর শুনতে এবং ঊষে রওনা দিতে তার হয়তো কয়েক সপ্তা বা মাস লেগে গিয়েছিল। তাই, মনে হয় ইয়োবের কষ্ট যখন শুরু হয়েছিল সেই সময় এই তিনজন কাছাকাছি এলাকাতেই ছিলেন। যাই হোক, ইয়োবের এই তিন বন্ধু সেখানে পৌঁছে কোন কথা না বলে “সাত দিন ও সাত রাত্রি তাঁহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন।”—ইয়োব ২:১২, ১৩.
এরপর ইয়োবের ওপর এসেছিল চূড়ান্ত পরীক্ষা, যার বিস্তারিত বিবরণ এই বইয়ের অনেক অধ্যায়ে রয়েছে। সেখানে সেই মিথ্যা সান্ত্বনাকারীদের তর্কবিতর্ক বা বক্তৃতা ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এবং বেশির ভাগ সময়েই ইয়োব সেগুলোর উত্তর দিয়েছেন। সবশেষে, সেখানে উপস্থিত সবচেয়ে কম বয়সী ব্যক্তি ইলীহূ সকলকে তিরস্কার করেছিলেন এবং স্বর্গ থেকে যিহোবা ইয়োবকে শুধরে দিয়েছিলেন।—ইয়োব ৩২:১-৬; ৩৮:১; ৪০:১-৬; ৪২:১.
সুতরাং, ইয়োবের কষ্টভোগ এবং তা কাটিয়ে ওঠার জন্য হয়তো কয়েক মাস লেগেছিল, হতে পারে এক বছরের চেয়ে কিছু কম সময়। আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি হয়তো জানেন যে, কঠিন পরীক্ষার সময়গুলো যেন কখনোই শেষ হতে চায় না। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এগুলো একসময় শেষ হবেই, ঠিক যেমন ইয়োবের বেলায় হয়েছিল। তাই যত সময় ধরেই আমরা পরীক্ষা সহ্য করি না কেন, আমরা সবসময় মনে রাখব যে, ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। এই বিষয়ে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য বলে: “আপাততঃ আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্তকালস্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে।” (২ করিন্থীয় ৪:১৭) প্রেরিত পিতর লিখেছিলেন: “সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রীষ্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন।”—১ পিতর ৫:১০.