ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০২ ১২/১ পৃষ্ঠা ৩০-৩১
  • আপনার হস্ত সবল করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার হস্ত সবল করুন
  • ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • হাত যেভাবে সবল হয়
  • যিহোবা আমাদের হাত সবল করবেন
  • “তোমার হস্ত শিথিল না হউক”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবা আপনাকে শক্তি দেবেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আপনি কি পূর্ণরূপে খ্রিস্টকে অনুসরণ করছেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • হাত ধুয়ে মুছতে ভুলবেন না যেন!
    ১৯৯৯ সচেতন থাক!
আরও দেখুন
২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০২ ১২/১ পৃষ্ঠা ৩০-৩১

আপনার হস্ত সবল করুন

বাইবেলে হস্ত শব্দটা হাজার বারেরও বেশি উল্লেখ করা হয়েছে। হস্ত বা হাতের সঙ্গে সম্পর্কযুক্ত বাগধারাগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, শুচি হাত নির্দোষ অবস্থাকে ইঙ্গিত করে। (২ শমূয়েল ২২:২১; গীতসংহিতা ২৪:৩, ৪) হাত খোলার অর্থ, অন্যদের প্রতি উদারতা দেখানো। (দ্বিতীয় বিবরণ ১৫:১১; গীতসংহিতা ১৪৫:১৬) একজন ব্যক্তি যে তার জীবনের ঝুঁকি নেয় সে তার প্রাণ হাতে করে রেখেছে বলা হয়। (১ শমূয়েল ১৯:৫) একজনের হাত শিথিল করা বলতে নিরুৎসাহিত হওয়াকে বোঝায়। (২ বংশাবলি ১৫:৭) আর একজনের হাত সবল করা মানে কাজ করার জন্য শক্তিশালী ও ক্ষমতা প্রদান করা।—১ শমূয়েল ২৩:১৬.

আজকে আমাদের হাতকে সবল করা খুবই জরুরি। আমরা ‘বিষম সময়ে’ বাস করছি। (২ তীমথিয় ৩:১) যখন আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি, তখন মানুষের প্রবণতা হল হাল ছেড়ে দেওয়া, হাতকে শিথিল করা। আজকে এই বিষয়গুলো দেখা খুবই সাধারণ—কিশোর-কিশোরীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, স্বামী পরিবার ছেড়ে এবং মা তার সন্তানদের ফেলে রেখে চলে যায়। খ্রীষ্টান হিসেবে, ঈশ্বরের সেবায় পরীক্ষা সহ্য করার জন্য আমাদের হস্ত সবল করা প্রয়োজন। (মথি ২৪:১৩) তা করে আমরা যিহোবার হৃদয়কে আনন্দিত করি।—হিতোপদেশ ২৭:১১.

হাত যেভাবে সবল হয়

ইষ্রার দিনের যিরূশালেমে যিহোবার মন্দির পুনর্নির্মাণ সম্পূর্ণ করার জন্য যিহুদিদের হাত সবল করার প্রয়োজন ছিল। তাদের হাত কীভাবে সবল হয়েছিল? বিবরণ বলে: “সাত দিন পর্য্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিল, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, গৃহের কার্য্যে তাহাদের হস্ত দৃঢ় করিবার জন্য অশূররাজের চিত্ত তাহাদের পক্ষে ফিরাইয়াছিলেন।” (ইষ্রা ৬:২২) এটা স্পষ্ট যে, যিহোবার সক্রিয় শক্তিই ‘অশূররাজকে’ জাগিয়ে তুলেছিল, যাতে তিনি ঈশ্বরের লোকেদের যেতে দেন এবং তিনি লোকেদের প্রেরণা জুগিয়েছিলেন, যাতে তারা যে-কাজ শুরু করেছে তা সম্পূর্ণ করে।

পরে, যখন যিরূশালেমের প্রাচীরগুলো মেরামত করার প্রয়োজন হয়ে পড়েছিল, তখন নহিমিয় ওই কাজের জন্য তার ভাইদের হাত সবল করেছিলেন। আমরা পড়ি: “আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা এবং আমার প্রতি কথিত রাজার বাক্য তাহাদিগকে জানাইলাম। তাহাতে তাহারা কহিল, চল, আমরা উঠিয়া গিয়া গাঁথি। এইরূপে তাহারা সেই সাধু কার্য্যের জন্য আপন আপন হস্ত সবল করিল।” সবল হাত দিয়ে নহিমিয় ও তার সহ যিহুদিরা যিরূশালেমের প্রাচীর মাত্র ৫২ দিনের মধ্যে পুনর্নির্মাণ করেছিল!—নহিমিয় ২:১৮; ৬:৯, ১৫.

একইভাবে, যিহোবা রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য আমাদের হাত সবল করেন। (মথি ২৪:১৪) তিনি ‘আপনার ইচ্ছা সাধনার্থে আমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করিতেছেন।’ (ইব্রীয় ১৩:২১) তিনি আমাদের হাতে সর্বোচ্চ গুণগত মানের হাতিয়ার জুগিয়েছেন। পৃথিবীর সব জায়গায় লোকেদের কাছে পৌঁছানোর জন্য আমাদের কাছে বাইবেল ও বাইবেল-ভিত্তিক বই, পত্রিকা, ব্রোশার, ট্র্যাক্ট এবং অডিও ও ভিডিও ক্যাসেট রয়েছে। সত্যি বলতে কী, আমাদের প্রকাশনাগুলো প্রায় ৩৮০টা ভাষায় পাওয়া যায়। এ ছাড়া, মণ্ডলীর সভা, অধিবেশন এবং সম্মেলনের মাধ্যমে যিহোবা ঈশতান্ত্রিক শিক্ষা ও প্রশিক্ষণ জোগান যে, কীভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করতে এই উত্তম সরঞ্জামটি ব্যবহার করতে হয়।

যদিও যিহোবা বিভিন্ন উপায়ে আমাদের হাত সবল করেন কিন্তু তিনি এও চান যে, আমরা যেন ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করি। মনে করে দেখুন যে, ভাববাদী ইলীশায় রাজা যিহোয়াশকে কী বলেছিলেন, যিনি অরামীয় আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইলীশায়ের কাছে সাহায্য চাইতে এসেছিলেন। ইলীশায় রাজাকে কয়েকটা বাণ নিয়ে ভূমিতে আঘাত করতে বলেছিলেন। বাইবেলের বিবরণ বলে: “রাজা তিন বার আঘাত করিয়া ক্ষান্ত হইলেন। তখন ঈশ্বরের লোক তাঁহার প্রতি ক্রুদ্ধ হইলেন, কহিলেন, পাঁচ ছয় বার আঘাত করিতে হইত, করিলে অরামকে নিঃশেষ করণ পর্য্যন্ত আঘাত করিতেন, কিন্তু এখন অরামকে তিন বার মাত্র আঘাত করিবেন।” (২ রাজাবলি ১৩:১৮, ১৯) উদ্যোগের সঙ্গে চেষ্টা করতে ব্যর্থ হওয়ায় যিহোয়াশ অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধে সীমিত সাফল্য লাভ করেছিলেন।

যিহোবা আমাদের যা সম্পাদন করার জন্য দায়িত্ব দিয়েছেন তা যদি আমরা সম্পন্ন করতে চাই, তা হলে সেই ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। আমাদের পথের যেকোন বাধা দেখে অথবা কার্যভার কতটা কঠিন সেই কারণে উদ্বিগ্ন না হয়ে আমাদের উচিত উদ্যোগের সঙ্গে ও সর্বান্তঃকরণে কাজ করে যাওয়া। আমাদের নিজেদের হাত সবল করা এবং সাহায্যের জন্য যিহোবার দিকে তাকানো দরকার।—যিশাইয় ৩৫:৩, ৪.

যিহোবা আমাদের হাত সবল করবেন

যিহোবা আমাদের সাহায্য করতে অথবা তাঁর ইচ্ছা পূর্ণ করার জন্য আমাদের হাত সবল করতে ব্যর্থ হবেন না। অবশ্যই ঈশ্বর কোন অলৌকিক কাজ সম্পন্ন করবেন না ও আমাদের হয়ে সব কাজ করবেন না। তিনি আশা করেন যে, আমরা আমাদের অংশটুকু করব—প্রতিদিন বাইবেল পড়ব, সভাগুলোর জন্য প্রস্তুত হব ও নিয়মিত উপস্থিত থাকব, যত বেশি সম্ভব পরিচর্যায় অংশ নেব এবং তাঁর কাছে অবিরত প্রার্থনা করব। আমাদের যখন সুযোগ থাকে, তখন যদি আমরা বিশ্বস্তভাবে ও অধ্যবসায়ের সঙ্গে আমাদের অংশটুকু করি, তা হলে যিহোবা আমাদের কাছ থেকে যা আশা করেন তা করার শক্তি তিনি দেবেন।—ফিলিপীয় ৪:১৩.

একজন খ্রীষ্টানের অবস্থা বিবেচনা করুন, যিনি এক বছরের মধ্যেই তার স্ত্রী ও মা দুজনকেই মৃত্যুতে হারিয়েছিলেন। তার শোক পুরোপুরি না কাটতেই তার ছেলের বউ তার ছেলেকে ও খ্রীষ্টীয় জীবনের পথ ছেড়ে চলে যায়। “আমি শিখেছিলাম যে, আমাদের পরীক্ষা আমরা নির্ধারণ করতে পারি না অর্থাৎ সেগুলো কখন আসবে বা কত বার আসবে,” এই ভাই বলেছিলেন। মোকাবিলা করার মতো শক্তি তিনি কীভাবে পেয়েছিলেন? “প্রার্থনা ও ব্যক্তিগত অধ্যয়নই আমার জন্য লাইফ জ্যাকেটের মতো ছিল, যা জলের ওপরে মাথা উঠিয়ে রাখতে সাহায্য করেছে। আর আধ্যাত্মিক ভাইবোনদের সমর্থন আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে। সর্বোপরি, কঠিন অবস্থা আসার আগে আমি যিহোবার সঙ্গে এক উত্তম ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করেছি।”

জীবনে আপনার অভিজ্ঞতা যাহোক না কেন, যিহোবার ওপর পূর্ণ আস্থা রাখার ও আপনার হাতকে সবল করার জন্য তিনি যেসমস্ত উপায়গুলো জুগিয়েছেন, সেগুলো ভালভাবে ব্যবহার করুন। তা হলেই আপনি যিহোবাকে সর্বোচ্চ মানের সেবা দিতে পারবেন ও এর মাধ্যমে তাঁর মহামূল্য নামের প্রশংসা ও সম্মান নিয়ে আসবেন।—ইব্রীয় ১৩:১৫.

[৩১ পৃষ্ঠার চিত্র]

উদ্যোগের সঙ্গে প্রচেষ্টা দেখাতে ব্যর্থ হওয়ায় যিহোয়াশ অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধে সীমিত সাফল্য লাভ করেছিলেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার