ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ৭/১ পৃষ্ঠা ২০
  • “এটি আমার হৃদয়ের এক শূন্যতাকে ভরিয়ে দিয়েছে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “এটি আমার হৃদয়ের এক শূন্যতাকে ভরিয়ে দিয়েছে”
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন বইটির কিছু বৈশিষ্ট্য
  • কেন প্রকাশিত হয়েছে?
  • যিহোবার নিকটবর্তী হোন বইটি অধ্যয়ন করে উপকার লাভ করুন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি সত্যিই ‘ঈশ্বরের নিকটবর্ত্তী হইতে’ পারেন?
    যিহোবার নিকটবর্তী হোন
  • নতুন বইটি ঈশ্বরবিষয়ক জ্ঞানকে আলোকপাত করে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন”
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ৭/১ পৃষ্ঠা ২০

“এটি আমার হৃদয়ের এক শূন্যতাকে ভরিয়ে দিয়েছে”

“যিহোবার নিকটবর্তী হোন (ইংরেজি), এই অপূর্ব উপহারের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এটি আমার হৃদয়ের এক শূন্যতাকে ভরিয়ে দিয়েছে, যেটা হল যিহোবা যে ভালবাসেন এবং যত্ন নেন, তা অনুভব করার প্রয়োজনীয়তা। আমি এখন যিহোবা এবং তাঁর প্রিয় পুত্রের আরও অনেক নিকটবর্তী অনুভব করি। এই বই সম্বন্ধে আমি সবাইকে বলতে চাই এবং আমার সমস্ত প্রিয়জনকে এর একটা করে কপি দিতে চাই।” ২০০২/০৩ সালে অনুষ্ঠিত “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনগুলোতে প্রকাশিত ৩২০ পৃষ্ঠার এই নতুন বইটি সম্বন্ধে যিহোবার সাক্ষিদের একজন এইরকমই অনুভব করেছিলেন। আসুন আমরা এই নতুন বইয়ের কিছু বৈশিষ্ট্য এবং কেন এটি প্রকাশিত হয়েছে, তা পরীক্ষা করে দেখি।

নতুন বইটির কিছু বৈশিষ্ট্য

এই নতুন বইয়ের মধ্যে কী রয়েছে? এই সংখ্যার দুটো অধ্যয়ন প্রবন্ধে যে-তথ্যগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর সমস্তই—এবং আরও অনেক কিছু! এই বইয়ে ৩১টা অধ্যায় রয়েছে, যেগুলোর প্রত্যেকটা একটা প্রহরীদুর্গ অধ্যয়ন প্রবন্ধের সমান। ভূমিকা ও প্রথম তিনটে অধ্যায়ের পর, বইটা চারটে বিভাগে বিভক্ত হয়েছে, যেগুলোর প্রত্যেকটাতে যিহোবার একেকটা মুখ্য গুণ রয়েছে। প্রতিটা বিভাগ গুণের ওপর সংক্ষেপে আলোচনা দিয়ে শুরু হয়। পরের কিছু অধ্যায় যিহোবা কীভাবে সেই গুণ প্রদর্শন করেন, তা আলোচনা করে। প্রতিটা বিভাগে যিশুর সম্বন্ধে একটা করে অধ্যায় রয়েছে। কেন? কারণ, যিশু বলেছিলেন: “যে আমাকে দেখিয়াছে, সে পিতাকে দেখিয়াছে।” (যোহন ১৪:৯) যিহোবার নিখুঁত প্রতিমূর্তি, যিশু আমাদের জন্য ঈশ্বরের গুণগুলো কীভাবে কাজে প্রয়োগ করা যায়, সেটার প্রাণবন্ত উদাহরণগুলো জোগান। প্রতিটা বিভাগ এমন একটা অধ্যায় দিয়ে শেষ হয়, যেটা সেই বিভাগে যে-গুণটা আলোচনা করা হয়েছে, তা প্রদর্শন করার ক্ষেত্রে কীভাবে যিহোবাকে অনুকরণ করা যায়, সেই বিষয়ে আমাদের শিক্ষা দেয়। যিহোবার গুণগুলো আলোচনা করার সময়, এই নতুন বইটি বাইবেলের প্রত্যেকটি বইয়ের উল্লেখ করে।

যিহোবার নিকটবর্তী হোন বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে। ২ অধ্যায় থেকে শুরু করে প্রতিটা অধ্যায়ে “ধ্যানের জন্য প্রশ্নগুলো” শিরোনামে একটা বাক্স রয়েছে। যে-শাস্ত্রপদ ও প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তা অধ্যায়কে পুনর্বিবেচনা করার উদ্দেশ্যে দেওয়া হয়নি। বরং, সেগুলো নির্দিষ্ট বিষয়ের ওপর গভীরভাবে ধ্যান করার জন্য বাইবেল ব্যবহার করতে আপনাকে সাহায্য করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সুপারিশ করা হচ্ছে যেন আপনি প্রতিটা শাস্ত্রপদের অংশ মনোযোগ দিয়ে পড়েন। এরপর প্রশ্নটা ভেবে দেখুন আর ব্যক্তিগতভাবে কাজে লাগানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন। এইরকম ধ্যান আপনাকে উদ্দীপিত করতে পারে, যিহোবার আরও নিকটবর্তী হতে সাহায্য করতে পারে।—গীতসংহিতা ১৯:১৪.

ছবিগুলো শিক্ষা ও প্রেরণা দেওয়ার জন্য খুব মনোযোগের সঙ্গে গবেষণা করে প্রস্তুত করা হয়েছে। সতেরোটা অধ্যায়ে পুরো পৃষ্ঠা জুড়ে বাইবেলে উল্লেখিত দৃশ্যগুলোর ছবি রয়েছে।

কেন প্রকাশিত হয়েছে?

যিহোবার নিকটবর্তী হোন বইটি কেন প্রকাশ করা হয়েছে? এই নতুন প্রকাশনার মুখ্য উদ্দেশ্য হল, যিহোবাকে আরও ভাল করে জানার জন্য আমাদের সাহায্য করা, যাতে আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে এক দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারি।

আপনি কি এমন কারও কথা মনে করতে পারেন, যিনি যিহোবার নিকটবর্তী হোন বইটি থেকে উপকার পেতে পারেন, হতে পারে তিনি বাইবেল ছাত্র অথবা এমনকি নিষ্ক্রিয় খ্রিস্টান ভাই বা বোন। আপনার সম্বন্ধে কী বলা যায়—আপনি কি এই নতুন বইটা পড়া শুরু করেছেন? যদি না করে থাকেন, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব তা পড়ার জন্য তালিকা তৈরি করুন না কেন? আপনি যা পড়ছেন, তা নিয়ে চিন্তা করার জন্য সময় করে নিন। এই প্রকাশনা যেন আপনাকে যিহোবা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে সাহায্য করে, যার ফলে আপনি তাঁর রাজ্যের সুসমাচার অত্যন্ত আনন্দ ও উদ্যোগের সঙ্গে ঘোষণা করবেন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার