যিহোবার নিকটবর্তী হোন বইটি অধ্যয়ন করে উপকার লাভ করুন
১ “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে, যিহোবার নিকটবর্তী হোন বইটি পেয়ে আমরা রোমাঞ্চিত হয়েছিলাম। অনেকেই সঙ্গে সঙ্গে বইটি পড়ে ফেলেছে। নিঃসন্দেহে আরও অনেকে, ২০০৩ সালের বার্ষিক শাস্ত্রপদের দ্বারা তা করতে অনুপ্রাণিত হয়েছিল: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।”—যাকোব ৪:৮.
২ মার্চ মাসে মণ্ডলীর বই অধ্যয়নে আমরা যিহোবার নিকটবর্তী হোন বইটি আলোচনা শুরু করব। আমাদের অধ্যয়ন থেকে আমরা কীভাবে সবচেয়ে বেশি উপকার পেতে পারি? প্রস্তুতি অত্যাবশ্যক। প্রতি সপ্তাহে অধ্যয়নের জন্য তুলনামূলকভাবে অল্প সংখ্যক অনুচ্ছেদ তালিকাবদ্ধ করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য দুসপ্তাহ দেওয়া হবে। এটা বিষয়বস্তুর ওপর আপনার অধ্যয়ন এবং ধ্যানের ওপর ভিত্তি করে আপনার আন্তরিক মন্তব্যগুলো করার জন্য যথেষ্ট সময় করে দেবে। এ ছাড়া, সেই সপ্তাহগুলোতে অল্প সংখ্যক অনুচ্ছেদ আলোচনা করা হবে যেখানে একটা অধ্যায়ের উপসংহারমূলক অংশটির পুনরালোচনা রয়েছে, যাতে বইটির বিশেষ একটা বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য সময় পাওয়া যায়।
৩ দুই অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের প্রায় শেষের দিকে “ধ্যানের জন্য প্রশ্নগুলো” নামক একটা বাক্স রয়েছে। অধ্যায়ের শেষ অনুচ্ছেদটা বিবেচনা করার পর, বই অধ্যয়ন অধ্যক্ষ দলের সঙ্গে বাক্সটা নিয়ে আলোচনা করবেন। তিনি দলের সদস্যদের তাদের চিন্তাধারাকে প্রকাশ করতে উৎসাহিত করবেন এবং শাস্ত্রের ওপর তাদের ধ্যানের উত্তম ফলগুলো জানাতে বলবেন। (হিতো. ২০:৫) বাক্সে দেওয়া প্রশ্নগুলো ছাড়াও, কখনও কখনও তিনি হয়তো এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন: “এই তথ্য যিহোবার সম্বন্ধে আপনাকে কী জানায়? এটা আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করে? অন্যদের সাহায্য করতে কীভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন?” তার লক্ষ হবে আন্তরিক মন্তব্যগুলো বের করে আনা, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে দলকে পরীক্ষা করা নয়।
৪ যিহোবার নিকটবর্তী হোন বইটি হল অদ্বিতীয়। যদিও ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ সমস্ত প্রকাশনা যিহোবার গৌরব করে, তবুও এই বইটি পুরোপুরিভাবে যিহোবার গুণগুলো নিয়ে আলোচনা করেছে। (মথি ২৪:৪৫-৪৭) আমাদের সামনে কী রোমাঞ্চকর সুযোগই না অপেক্ষা করছে! যিহোবার ব্যক্তিত্ব সম্বন্ধে গভীরভাবে অধ্যয়ন করে আমরা প্রচুররূপে উপকৃত হব। এই অধ্যয়ন যেন আমাদেরকে আমাদের স্বর্গীয় পিতার আরও নিকটবর্তী হতে সাহায্য করে এবং আমরা যেন অন্যদের একই বিষয় করতে সাহায্য করার জন্য আরও বেশি কার্যকারী হই।