যিহোবার নিকটবর্তী হোন বইটির জন্য কিছু প্রস্তাবিত উপস্থাপনা
▪ বাইবেল খোলার জন্য তৈরি হয়ে বলুন: “ঈশ্বরে বিশ্বাস করে এমন অনেক লোকই তাঁর আরও নিকটবর্তী বোধ করতে চায়। আপনি কি জানেন যে, ঈশ্বর আমাদের তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানান? [যাকোব ৪:৮ পদ পড়ুন।] এই প্রকাশনাটি তৈরি করা হয়েছে লোকেদের সাহায্য করার জন্য, যাতে তারা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তাদের নিজস্ব বাইবেল ব্যবহার করে।” ১৬ পৃষ্ঠার ১ম অনুচ্ছেদটা পড়ুন।
▪ বাইবেল খোলার জন্য তৈরি হয়ে বলুন: “আজকে চারিদিকে অবিচার ছেয়ে গেছে। এখানে ঠিক সেই বিষয়টাই বর্ণনা করা হয়েছে। [উপদেশক ৮:৯খ পদ পড়ুন।] অনেকে ভেবে থাকে যে, ঈশ্বর আদৌ চিন্তা করেন কি না। [১১৯ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদের প্রথম দুটো বাক্য পড়ুন।] এই অধ্যায়টা ব্যাখ্যা করে যে, কেন ঈশ্বর কিছু সময়ের জন্য অবিচার থাকতে দিয়েছেন।”