“ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন”
আগের ও পরের জীবন তিনি পরিবর্তিত হওয়ার শক্তি খুঁজে পেয়েছিলেন
স্যান্ড্রা নামে মেক্সিকোর একজন মহিলা, নিজেকে তার পরিবারের এক কুলাঙ্গার হিসেবে বর্ণনা করেন। প্রত্যাখ্যান এবং স্নেহের অভাব তার কৈশোরের বছরগুলোকে বিভীষিকাময় করে তুলেছিল। তিনি বলেন: “এক স্থায়ী শূন্যতা এবং আমার অস্তিত্ব ও জীবন সম্বন্ধে অনেক সন্দেহের মধ্যে দিয়ে আমার কৈশোরের দিনগুলো কেটেছে।”
উচ্চবিদ্যালয়ে পড়ার সময় স্যান্ড্রা তাদের ঘরে তার বাবার যে-মদ ছিল, তা খাওয়া শুরু করেন। পরবর্তী সময়ে, তিনি নিজেই মদের বোতল কিনতে শুরু করেন এবং একজন মদ্যপায়ী ব্যক্তিতে পরিণত হন। তিনি স্বীকার করেন, “বেঁচে থাকার কোনো উদ্দীপনাই আমার ছিল না।” হতাশ হয়ে স্যান্ড্রা মাদকদ্রব্য সেবন করতে শুরু করেন। “একমাত্র যে-বিষয়টা আমাকে আমার সমস্যাগুলো ভুলে যেতে সাহায্য করত,” তিনি বলেন, “সেটা ছিল, আমার ব্যাগের মধ্যে আমি যা নিয়ে ঘুরতাম: একটা বোতল, কিছু নেশাকর ওষুধ অথবা সামান্য মারিজুয়ানা।”
মেডিক্যাল স্কুল শেষ করার পর স্যান্ড্রা মদের নেশায় আরও বেশি ডুবে থাকতেন। তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, তিনি বেঁচে গিয়েছিলেন।
স্যান্ড্রা বিভিন্ন ধর্মের মধ্যে আধ্যাত্মিক সাহায্য এবং মানসিক সমর্থন চেয়েও পাননি। আশা হারিয়ে এবং হতাশ হয়ে তিনি বার বার কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে বলতেন: “তুমি কোথায়? কেন তুমি আমাকে সাহায্য করছ না?” তার আত্ম-সম্মানবোধ একেবারে নিচে নেমে গিয়েছিল, যখন যিহোবার একজন সাক্ষি তার সঙ্গে কথা বলেন। এর ফলে একটা ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। স্যান্ড্রা যখন জানতে পেরেছিলেন যে, “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী,” তখন সেটা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।—গীতসংহিতা ৩৪:১৮.
স্যান্ড্রার বাইবেল শিক্ষক তাকে বুঝতে সাহায্য করেছিলেন যে, যিহোবা ঈশ্বর জানেন, আদমের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে আমরা যে-পাপ এবং অসিদ্ধতা পেয়েছি, সেটার জন্যই আমরা দুর্বল। স্যান্ড্রা উপলব্ধি করেছিলেন যে, ঈশ্বর বোঝেন যে ধার্মিক মানগুলো আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি না। (গীতসংহিতা ৫১:৫; রোমীয় ৩:২৩; ৫:১২, ১৮) তিনি এটা জেনে খুশি হয়েছিলেন যে, যিহোবা আমাদের দুর্বলতাগুলো নিয়ে অতিরিক্ত মাথা ঘামান না এবং আমাদের কাছ থেকে আমাদের সাধ্যের অতিরিক্ত কিছু আশা করেন না। গীতরচক জিজ্ঞেস করেছিলেন: “হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর, তবে, হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে?”—গীতসংহিতা ১৩০:৩.
বাইবেলের যে-গুরুত্বপূর্ণ সত্যটি স্যান্ড্রার হৃদয়কে প্রভাবিত করেছিল, সেটা হল যিশু খ্রিস্টের মুক্তির মূল্যরূপ বলিদান। এর মাধ্যমে যিহোবা করুণার সঙ্গে বাধ্য মানবজাতির জন্য তাদের অসিদ্ধতা সত্ত্বেও এক ন্যায্য অবস্থান অনুমোদন করেছেন। (১ যোহন ২:২; ৪:৯, ১০) হ্যাঁ, আমরা আমাদের “অপরাধ সকলের মোচন” পেতে পারি আর এভাবে নিজেকে অযোগ্য মনে করার যেকোনো অনুভূতি কাটিয়ে উঠতে পারি।—ইফিষীয় ১:৭.
স্যান্ড্রা প্রেরিত পৌলের উদাহরণ থেকে এক মূল্যবান শিক্ষা পেয়েছিলেন। ঈশ্বর সদয়ভাবে তার অতীতের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বার বার আসা দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার কঠিন লড়াইয়ে তাকে সাহায্য করছিলেন বলে তিনি ঈশ্বরের দয়াকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। (রোমীয় ৭:১৫-২৫; ১ করিন্থীয় ১৫:৯, ১০) পৌল তার জীবনকে সংশোধন করেছিলেন এবং ঈশ্বরের অনুমোদিত পথে থাকার জন্য ‘নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিয়াছিলেন।’ (১ করিন্থীয় ৯:২৭) তিনি তার পাপপূর্ণ প্রবণতাগুলোকে তাকে দাসে পরিণত হতে দেননি।
স্যান্ড্রার দুর্বলতাগুলো তাকে কষ্ট দিয়েছিল কিন্তু তিনি সেগুলোর বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। সেগুলো কাটিয়ে ওঠার জন্য তিনি আন্তরিকভাবে যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন এবং তাঁর করুণা খুঁজেছিলেন। (গীতসংহিতা ৫৫:২২: যাকোব ৪:৮) তার প্রতি ঈশ্বরের ব্যক্তিগত আগ্রহ আছে, তা বুঝতে পেরে স্যান্ড্রা তার জীবনকে বদলাতে পেরেছিলেন। তিনি বলেন, “পূর্ণ-সময় অন্যদের বাইবেলের সত্য শেখাতে পেরে আমি আনন্দিত।” স্যান্ড্রার তার বড় ও ছোট বোনকে যিহোবা সম্বন্ধে জানাতে সাহায্য করার সুযোগ হয়েছিল। ‘সৎকর্ম্ম করিবার’ সঙ্গে সঙ্গে তিনি যিহোবার সাক্ষিদের সম্মেলনগুলোতে তার মেডিক্যাল দক্ষতাকেও স্বেচ্ছায় কাজে লাগান।—গালাতীয় ৬:১০.
স্যান্ড্রার আসক্তি সম্বন্ধে কী বলা যায়? তিনি আস্থার সঙ্গে বলেন: “আমার মন পরিষ্কার। আমি আর মদ খাই না, ধূমপান করি না বা মাদকদ্রব্যও গ্রহণ করি না। আমার সেগুলোর দরকার নেই। আমি যা খুঁজছিলাম, তা পেয়ে গিয়েছি।”
“আমি যা খুঁজছিলাম, তা পেয়ে গিয়েছি”
[৯ পৃষ্ঠার বাক্স]
বাইবেলের নীতিগুলো কার্যরত
নিচে বাইবেলের কিছু নীতি রয়েছে, যা অনেককে কলুষিত আসক্তিগুলো থেকে মুক্ত হতে সাহায্য করেছে:
“আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।” (২ করিন্থীয় ৭:১) ঈশ্বর তাদের আশীর্বাদ করেন, যারা নিজেদেরকে কলুষতা থেকে শুচি করেছে এবং অশুচি অভ্যাসগুলো ত্যাগ করেছে।
“সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা।” (হিতোপদেশ ৮:১৩) ঈশ্বরের প্রতি সশ্রদ্ধ ভয় একজন ব্যক্তিকে খারাপ অভ্যাস ও সেইসঙ্গে নেশাকর ওষুধের অপব্যবহার থেকে স্বাধীন করে। যিহোবাকে খুশি করা ছাড়াও, পরিবর্তিত ব্যক্তি মারাত্মক রোগব্যাধিগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারেন।
‘আধিপত্যের ও কর্ত্তৃত্বের বশীভূত হও, বাধ্য হও।’ (তীত ৩:১) অনেক জায়গায় নির্দিষ্ট কিছু ওষুধপত্র রাখা বা ব্যবহার করা মানে আইন লঙ্ঘন করা। সত্য খ্রিস্টানরা সেই সমস্ত অবৈধ ওষুধ রাখে না বা ব্যবহার করে না।