ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০১ ৫/১ পৃষ্ঠা ৩
  • বৈধব্য যেভাবে দুজন মহিলার ওপর প্রভাব ফেলেছিল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বৈধব্য যেভাবে দুজন মহিলার ওপর প্রভাব ফেলেছিল
  • ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আগের ও পরের জীবন তিনি পরিবর্তিত হওয়ার শক্তি খুঁজে পেয়েছিলেন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমার কুকুরের জন্য বিস্কুট
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • চাপগুলোর সঙ্গে মোকাবিলা করতে বিধবাদের সাহায্য করা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিধবা ও বিপত্নীকরা তাদের কী প্রয়োজন? কীভাবে আপনি সাহায্য করতে পারেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০১ ৫/১ পৃষ্ঠা ৩

বৈধব্য যেভাবে দুজন মহিলার ওপর প্রভাব ফেলেছিল

স্যান্ড্রা একজন বিধবা, যিনি অস্ট্রেলিয়াতে থাকেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যুতে স্যান্ড্রা শোকে পাথর হয়ে গিয়েছিলেন। “হঠাৎ আমি আমার সাথি ও প্রিয় বন্ধুকে হারিয়েছি, এই কথা চিন্তা করলে নিজেকে খুব অসহায় বলে মনে হয়। হাসপাতাল থেকে কীভাবে যে আমি ঘরে ফিরেছিলাম বা সেই দিন কী করেছিলাম, তা আমার একেবারেই মনে নেই। পরের কয়েকটা সপ্তা আমি ভয়ে অনবরত শরীরে যন্ত্রণা অনুভব করতে থাকি।”

ইলেইন নামে স্যান্ড্রার একজন বন্ধু আছেন, যিনি তার থেকে বয়সে বড় আর তিনি ছবছর ধরে বিধবা। তার স্বামী ডেভিড ক্যানসারে মারা যাওয়ার আগে ইলেইন ছমাস তার সেবাযত্ন করেছিলেন। তিনি এতটাই দুঃখ পেয়েছিলেন যে তার স্বামী মারা যাওয়ার কিছু সময় পরেই তিনি অল্প দিনের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন। দুবছর পরে তিনি একবার লোকেদের সামনে পড়ে গিয়েছিলেন। তার ডাক্তার তার শরীরে কোন রোগ খুঁজে পাননি। কিন্তু, তিনি বুঝতে পেরেছিলেন যে ইলেইন তার দুঃখ মনে চেপে রেখেছিলেন, তাই তিনি তাকে ঘরে গিয়ে জোর করে কাঁদার পরামর্শ দিয়েছিলেন। ইলেইন স্বীকার করেছিলেন যে, “আমার দুঃখকে কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল।” তিনি আরও বলেছিলেন যে যখন আমি একা থাকতাম তখন “শোবার ঘরে গিয়ে আমি এমনকি ডেভিডের কাপড়চোপড় দিয়ে আমার মাথা ঢাকতাম।”

হ্যাঁ, প্রিয়জনের মৃত্যুতে অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, কারণ বৈধব্যের মানে শুধু স্বামী হারানোই নয় কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত আছে। স্যান্ড্রার কথাই ধরা যাক, যিনি কিছু সময়ের জন্য ভেবেছিলেন যে তিনি তার পরিচয় হারিয়ে ফেলেছেন। সম্প্রতি, বিধবা হয়ে যাওয়ায় অনেকের মতো তিনিও নিজেকে অসহায়, অরক্ষিত বলে মনে করেছিলেন। স্যান্ড্রা মনে করে বলেন: “আমার স্বামীকে শেষ সিদ্ধান্ত নিতে দেওয়াই আমার স্বভাব ছিল, তাই সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে হঠাৎ আমি একা পড়ে যাই। আমার ঘুম নষ্ট হয়েছিল। আমি ক্লান্ত ও শ্রান্ত হয়ে গিয়েছিলাম। কী করব না করব, তা বুঝে উঠতেও আমার খুব কষ্ট হতো।”

সারা পৃথিবীতে প্রতিদিন স্যান্ড্রা ও ইলেইনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মতো এমন অনেক ঘটনা ঘটছে। অসুস্থতা, দুর্ঘটনা, যুদ্ধ, নির্দিষ্ট জাতি বা ধর্মের লোকেদের হত্যা করা বা তাড়িয়ে দেওয়া এবং হিংসার কারণে বিধবাদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে।a এদের অনেকেই কী করতে হবে, তা বুঝতে না পেরে মনের দুঃখ মনে চেপে রেখে কষ্ট সহ্য করেন। এই বিধবারা যাতে নিজেদেরকে বৈধব্যের সঙ্গে মানিয়ে নিতে পারেন তার জন্য তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনেরা কী করে সাহায্য করতে পারেন? পরের প্রবন্ধে কিছু পরামর্শ দেওয়া আছে, যা হয়তো সাহায্য করতে পারে।

[পাদটীকা]

a অন্যান্য মহিলাদের অবস্থাও সেই বিধবাদের মতো, কারণ তাদের স্বামীরা তাদের ছেড়ে দিয়েছেন। আলাদা হওয়া ও বিবাহ বিচ্ছেদ যদিও নিজস্ব কিছু সমস্যা নিয়ে আসে, তবুও পরের প্রবন্ধে যে কয়েকটা নীতির কথা আলোচনা করা হয়েছে, তা এইধরনের অবস্থাতে আছেন এমন মহিলাদেরকে সাহায্য করতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার