ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ১১/১৫ পৃষ্ঠা ২৬
  • “ঈশ্বরের বাক্য সত্যিই কত কার্যকরী!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ঈশ্বরের বাক্য সত্যিই কত কার্যকরী!”
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ২০১১ সালের ক্যালেন্ডার পারিবারিক উপাসনার ওপর জোর দেয়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ১১/১৫ পৃষ্ঠা ২৬

“ঈশ্বরের বাক্য সত্যিই কত কার্যকরী!”

“ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” (ইব্রীয় ৪:১২) ঈশ্বরের বাক্যের অপ্রতিরোধ্য কার্যকারিতার প্রমাণ দিয়ে যিহোবার সাক্ষিদের ২০০৩ সালের ক্যালেন্ডার সারা পৃথিবী থেকে ছয়টা বাস্তব জীবন কাহিনী তুলে ধরেছে। “আগের ও পরের জীবন” শিরোনামের নিচে ক্যালেন্ডার দেখিয়েছে যে, যিহোবার সাক্ষিদের শিক্ষামূলক কাজ কীভাবে লোকেদের তাদের নৈতিকতায় উন্নতি আনতে, অধঃপতিত জীবনযাত্রা ত্যাগ করতে, তাদের পারিবারিক জীবনকে শক্তিশালী করতে এবং ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

২০০৩ সালের ক্যালেন্ডার সম্বন্ধে বেশ কিছু উপলব্ধিপূর্ণ চিঠি পাওয়া গিয়েছে। সেই মন্তব্যগুলোর কয়েকটা এখানে দেওয়া হল:

“এই ক্যালেন্ডার সত্য খ্রিস্টানদের কাছে এক সাক্ষ্যস্বরূপ যে, ঠিক তাদের মতোই অন্যেরা রয়েছে যাদের বিশ্বাসের পক্ষে প্রাণপণ যুদ্ধ করতে হয়েছে। তারা এখন কিছু ব্যক্তি যে-পরিবর্তনগুলো করেছে, সেগুলোর অনুস্মারক হিসেবে ছবিগুলো দেখতে পারেন।”—স্টিভেন, যুক্তরাষ্ট্র।

“২০০৩ সালের ক্যালেন্ডার যে আমার হৃদয়কে কতটা স্পর্শ করেছে, তা আপনাদের জানানোর জন্য কিছু কথা আমি সত্যিই লিখতে চাই। কোনো ক্যালেন্ডারই কখনোই আমার ওপর এতটা প্রভাব ফেলেনি। এই জীবন কাহিনীগুলো আমার সাক্ষ্য দেওয়ার ব্যাগে যে-বস্তুগুলো আমি নিয়ে যাই সেগুলোর এক অংশ হবে, যাতে ব্যক্তিবিশেষের ওপর বাইবেলের প্রভাব সম্বন্ধে জীবন্ত ও হৃদয়গ্রাহী প্রমাণ লোকেদের দেখাতে পারি।”—মার্ক, বেলজিয়াম।

“ক্যালেন্ডারের মাধ্যমে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। এই ব্যক্তিদের যিহোবা কীভাবে পরিবর্তন করেছেন, তা পড়ে এবং দেখে আমি অত্যন্ত আবেগে পরিপূর্ণ হয়েছি। এর ফলে আমি নিজের জীবনে ক্রমাগত পরিবর্তন করে যেতে অনুপ্রাণিত হয়েছি। এখন আমি আগের চেয়ে আরও বেশি করে বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের অংশ বলে অনুভব করি।”—মেরি, যুক্তরাষ্ট্র।

“যিশু লোকেদের আধ্যাত্মিক অবস্থা দেখে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। আমাদের ২০০৩ সালের ক্যালেন্ডারে যে-জীবন কাহিনীগুলো দেওয়া রয়েছে, সেগুলো প্রকাশ করে খ্রিস্টের উদাহরণ অনুকরণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার জীবনে আগে আর কখনও কোনো ক্যালেন্ডার দেখে আমি কাঁদিনি।”—ক্যাসান্ড্রা, যুক্তরাষ্ট্র।

“আমার বয়স যখন ১১ বছর, তখন থেকে আমি ধূমপান করতে শুরু করি; পরবর্তী সময়ে আমি মাদকদ্রব্য ব্যবহার করি। আমি প্রায়ই আত্মহত্যা করার বিষয়ে চিন্তা করতাম। আমি যখন যিহোবাকে জানতে পেরেছি, তখন আমি সেই অভ্যাসগুলো ত্যাগ করার জন্য সাহায্য পেয়েছি। এই ক্যালেন্ডার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীব্যাপী আমার ভাই ও বোনদের উদাহরণগুলো আমাকে দৃঢ় করে। এখন আমি জানি যে, এই যুদ্ধে আমি একা নই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যিহোবার জন্য ভালবাসা এবং তাঁর জন্য পূর্ণ হৃদয়ের সেবা।”—মার্গারেট, পোলেন্ড।

“ঈশ্বরের বাক্য সত্যিই কত কার্যকরী! আমি যখন ২০০৩ সালের ক্যালেন্ডারটা পাই, তখন আমি যা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম, তা হল আমি যেন না কাঁদি। এই অভিজ্ঞতাগুলো ও সেইসঙ্গে ছবিগুলো বিশ্বাসকে খুবই শক্তিশালী করে।”—ডারলিন, যুক্তরাষ্ট্র।

“এই লোকেদের মধ্যে কয়েকজনের আগের জীবনযাত্রা আমার পূর্বের জীবনযাত্রার মতো। যিহোবা আমাকে সেই দোষগুলো ছেড়ে দেওয়ার জন্য শক্তি দিয়েছেন, যেগুলো আপাতদৃষ্টিতে অজেয় বলে মনে হয়। এই সমস্ত বাস্তব জীবন কাহিনীর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।”—উইলিয়াম, যুক্তরাষ্ট্র।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার