২০১১ সালের ক্যালেন্ডার পারিবারিক উপাসনার ওপর জোর দেয়
যিহোবার সাক্ষিদের ২০১১ সালের ক্যালেন্ডার-এর (ইংরেজি) মূলভাব হল পারিবারিক উপাসনা। ক্যালেন্ডারটি আধুনিক দিনের ও বাইবেলের সময়ের পরিবারগুলোকে তুলে ধরে। এ ছাড়া, এটি এও দেখায় যে, যিহোবার দাসেরা, বিবাহিত দম্পতি ও অবিবাহিত, উভয়েই তাঁর বাক্য অধ্যয়ন করছে।
ক্যালেন্ডারে যে-বাইবেল চরিত্রগুলোকে দেখানো হয়েছে তারা যিহোবার ব্যবস্থায় আনন্দিত হতো আর তা তারা যে-কঠিন সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিল, সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। (গীত. ১:২, ৩) প্রতিটা ছবি পরীক্ষা করার সময়, আমাদেরকে পারিবারিক উপাসনার গুরুত্ব সম্বন্ধে মনে করিয়ে দেওয়া হবে, তা সে আমরা আধ্যাত্মিকভাবে একতাবদ্ধ বা বিভক্ত, বড়ো অথবা ছোটো যে-ধরনের পরিবারের সদস্যই হই না কেন। পারিবারিক উপাসনার জন্য আপনার পরিবার যে-দিন নির্ধারণ করেছে, তা নির্দেশ করার জন্য ক্যালেন্ডারে খালি জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। আপনি কি এটা পূরণ করেছেন?