২৭ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২৭ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ১৮৮ (উপশিরোনাম) - ১৯১
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ বংশাবলি ২৫-২৮
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। “২০১১ সালের ক্যালেন্ডার পারিবারিক উপাসনার ওপর জোর দেয়।” বক্তৃতা।
১০ মিনিট: একটা আউটলাইন যেভাবে পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ১৬৭ থেকে ১৬৮ পৃষ্ঠার ১ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা। পরের মাসের অর্পণটি ব্যবহার করে একজন প্রকাশকের একটা স্বগতোক্তি অন্তর্ভুক্ত করুন, যিনি পরিচর্যায় যাওয়ার আগে, তিনি যা বলবেন সেই বিষয়ে চিন্তা করার জন্য কয়েক মিনিট সময় নেন।
১৫ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—কতখানি বিষয়বস্তু আলোচনা করবেন তা নির্ধারণ করা।” ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে প্রশ্নোত্তর। একজন অভিজ্ঞ প্রকাশকের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যিনি ৪-৫ অনুচ্ছেদে উল্লেখিত ফাঁদগুলোকে কীভাবে এড়ানো যায়, সেই বিষয়ে একজন নতুন প্রকাশকের সঙ্গে আলোচনা করছেন।