রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
লোকেদের কর্মস্থলে তাদের খোঁজ করা
প্রেরিত মথি, পিতর, আন্দ্রিয়, যাকোব এবং যোহনের ক্ষেত্রে কোন বিষয়টায় মিল রয়েছে? তাদের সকলকে যিশু ডেকেছিলেন, যখন তারা তাদের কর্মস্থলে ছিল। পিতর, আন্দ্রিয়, যাকোব এবং যোহন তাদের মাছ ধরার ব্যাবসা নিয়ে ব্যস্ত ছিল, যখন যিশু তাদের এই বলে আমন্ত্রণ জানিয়েছিলেন: “আমার পশ্চাৎ আইস।” মথি করগ্রহণ-স্থানে ছিলেন, যখন তাকে যিশুর শিষ্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।—মথি ৪:১৮-২১; ৯:৯.
লোকেদের কাছে তাদের কর্মস্থলে সাক্ষ্য দেওয়া উত্তম ফল নিয়ে আসতে পারে। এই বিষয়টা উপলব্ধি করে জাপানের যিহোবার সাক্ষিরা সম্প্রতি পরিচর্যার এই ক্ষেত্রে রত হওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা করেছিল। ফলাফল কী হয়েছিল? অল্প কয়েক মাসের মধ্যে, হাজার হাজার পুনর্সাক্ষাৎ করা হয়েছিল এবং প্রায় ২৫০টা বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। নিচের অভিজ্ঞতাগুলো বিবেচনা করুন।
টোকিওতে পূর্ণ-সময়ের একজন পরিচারক একটা রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি প্রায় ৩০ বছর আগে স্কুল ছাত্র থাকতে একজন সাক্ষির সঙ্গে কথা বলেছিলেন। সেই সময়ে যা বলা হয়েছিল, তার অধিকাংশই তিনি যদিও বুঝতে পারেননি কিন্তু তিনি বাইবেলের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। এখন তার আগ্রহ পুনরুজ্জীবিত হওয়ায় তিনি জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করেa বইটি দিয়ে সঙ্গে সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন। এ ছাড়া, তিনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যক্তিগতভাবে বাইবেল পাঠের এক কার্যক্রম শুরু করেছিলেন।
একজন বিশেষ অগ্রগামী পরিচারক বোন একটা অফিসে গিয়েছিলেন। যদিও ম্যানেজার সেখানে ছিলেন না কিন্তু যে-অল্পবয়সী ভদ্রমহিলা ম্যানেজারের ফোনের উত্তর দিয়েছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, “আপনি কি আমার সঙ্গে কথা বলতে চান?” টেলিফোনে সংক্ষিপ্ত আলোচনার পর, সেই ভদ্রমহিলা অফিসের অভ্যর্থনা স্থানে এসেছিলেন এবং বলেছিলেন যে, তিনি বাইবেল পড়তে আগ্রহী। সেই বিশেষ অগ্রগামী তার কাছে একটি বাইবেল নিয়ে ফিরে আসার ব্যবস্থা করেছিলেন ও তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন, যা সেই ভদ্রমহিলা কাজে যাওয়ার আগে সকালবেলা কাছাকাছি একটা পার্কে করা হতো।
আরেকটা অফিসে একজন ব্যক্তি দেখেছিলেন যে, তার এক মহিলা সহকর্মী প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা গ্রহণ করেন কিন্তু সাক্ষি চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেগুলো ফেলে দেন। সেই ব্যক্তি যখন বাড়িতে যান তখন তিনি তার স্ত্রীকে, যিনি একজন সাক্ষি ছিলেন, ঘটনাটা বলেন এবং মন্তব্য করেন যে, তাকে যদি পত্রিকাগুলো দেওয়া হতো তা হলে তিনি অন্তত শুনতেন। তার মেয়ে, যে আড়ি পেতে তার কথাগুলো শুনেছিল, সে একজন সাক্ষি ভাইকে এই বিষয়টা জানায়, যিনি সেই ব্যবসায়িক এলাকায় প্রচার করতেন। সাক্ষি ভাইটি দেরি না করে সেই স্বামীর সঙ্গে অফিসে দেখা করেন ও তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেন। সেই ব্যক্তি শীঘ্রই নিয়মিতভাবে রবিরারের সভাগুলোতে যোগ দিতে শুরু করেন।
কর্মস্থলে লোকেদের কাছে সাক্ষ্য দেওয়া আরও অন্যান্য উপকার নিয়ে এসেছে। জাপানের অনেক প্রকাশক বাজার, কারখানা ও অফিস এলাকাগুলোতে পুনর্সাক্ষাৎ করায় দক্ষ হয়ে উঠেছে। এ ছাড়া, সাক্ষ্যদানের এই উপায়ের মাধ্যমে অনেক নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা এবং অধ্যয়ন শুরু করা হয়েছে। উল্লেখযোগ্য ফলাফল লক্ষ করা গেছে। মধ্য টোকিওর একটা মণ্ডলী সম্প্রতি ১০৮টি গৃহ বাইবেল অধ্যয়নের রিপোর্ট করেছে, যা এক বছর আগের রিপোর্টের দ্বিগুণের চেয়েও বেশি।
[পাদটীকা]
a যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।