ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৪ ৮/১ পৃষ্ঠা ২৮
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আত্মিক স্তরের শাসকেরা
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জেগে থাকুন​—শয়তান আপনাকে গ্রাস করতে চায়!
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঐশিক শিক্ষা বনাম মন্দ আত্মাদের শিক্ষা
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৪ ৮/১ পৃষ্ঠা ২৮

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

যিশু কী বুঝিয়েছিলেন, যখন তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম”?

যিশু সবেমাত্র ৭০ জন শিষ্যকে বাছাই করেছিলেন এবং তিনি “আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন।” ৭০ জন যখন ফিরে এসেছিল, তখন তাদের কাজে পাওয়া সাফল্যের জন্য তারা আনন্দ করছিল। “প্রভু, আপনার নামে ভূতগণও” বা মন্দ দূতেরাও “আমাদের বশীভূত হয়,” তারা বলেছিল। সেই সময়ে, যিশু বলেছিলেন: “আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম।”—লূক ১০:১, ১৭, ১৮.

একবারে পড়লে মনে হবে যেন যিশু এমন এক ঘটনার বিষয় উল্লেখ করছিলেন, যা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। কিন্তু, যিশুর উপরোক্ত কথাগুলো বলার ৬০ বছর পর, বৃদ্ধ প্রেরিত যোহন একই ধরনের ভাষা ব্যবহার করে লিখেছিলেন: “সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল।”—প্রকাশিত বাক্য ১২:৯.

যোহন যখন এই কথাগুলো লিখেছিলেন শয়তান তখনও স্বর্গেই বাস করছিল। আমরা কীভাবে তা জানি? কারণ প্রকাশিত বাক্য ইতিহাসের বই নয় কিন্তু ভবিষ্যদ্বাণীর এক বই। (প্রকাশিত বাক্য ১:১) তাই, যোহনের দিন পর্যন্ত শয়তানকে তখনও পৃথিবীতে নিক্ষেপ করা হয়নি। বস্তুতপক্ষে, সাক্ষ্যপ্রমাণগুলো দেখায় যে, ১৯১৪ সালে যিশু ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ঘটনা ঘটেনি।a—প্রকাশিত বাক্য ১২:১-১০.

তা হলে, কেন যিশু স্বর্গ থেকে শয়তানের নিক্ষেপ করার ঘটনাটা এমনভাবে বলেছিলেন, যেন ইতিমধ্যে তা ঘটে গিয়েছে? কিছু পণ্ডিত ব্যক্তি ব্যাখ্যা দেয় যে, যিশু তাঁর শিষ্যদের অনুচিত গর্ব দেখানোর কারণে তিরস্কার করছিলেন। তারা মনে করে যে, তিনি আসলে বলছিলেন: ‘তোমরা মন্দ দূতগণের ওপর জয় লাভ করেছ, কিন্তু গর্বিত হোয়ো না। শয়তান গর্বিত হয়েছিল আর সেটাই তার দ্রুত পতন ঘটিয়েছিল।’

এই ব্যাপারে আমরা গোঁড়া হতে পারি না। তবে, খুব সম্ভবত যিশু তাঁর শিষ্যদের সঙ্গে আনন্দ করছিলেন এবং ভবিষ্যতে শয়তানের পতন সম্বন্ধে উল্লেখ করছিলেন বলেই মনে হয়। তাঁর যেকোনো শিষ্যের চেয়ে, দিয়াবলের হিংস্র শত্রুতা সম্বন্ধে যিশু খুব ভালভাবে জানতেন। শক্তিশালী মন্দ দূতেরা তাঁর অসিদ্ধ মানব শিষ্যদের বশীভূত হয়েছিল, তা শুনে যিশু কতই না আনন্দিত হয়েছিলেন, তা কল্পনা করুন! মন্দ দূতদের এই বশীকরণ ছিল কেবলমাত্র ভবিষ্যতের একটা পূর্বাভাস, যখন প্রধান স্বর্গদূত মীখায়েল হিসেবে যিশু, শয়তানের সঙ্গে যুদ্ধ করবেন ও স্বর্গ থেকে তাকে পৃথিবীতে নিক্ষেপ করবেন।

যিশু যখন বলেছিলেন যে, তিনি শয়তানকে “পতিত” হতে দেখেছিলেন, তখন তিনি স্পষ্টভাবে শয়তানের নিশ্চিত পতন সম্বন্ধে জোর দিচ্ছিলেন। এটা বাইবেলের অন্যান্য ভবিষ্যদ্বাণীর অনুরূপ, যেগুলো ভবিষ্যতের বিভিন্ন ঘটনাকে অতীত কালের মতো বর্ণনা করে। উদাহরণ হিসেবে, যিশাইয় ৫২:১৩–৫৩:১২ পদে অতীত ও ভবিষ্যৎ কালের মিশ্রণে লেখা মশীহ সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণীটি লক্ষ করুন। তাই, সম্ভবত যিশু এই আস্থা প্রকাশ করছিলেন যে, তাঁর পিতার উদ্দেশ্য অনুযায়ী স্বর্গ থেকে শয়তানকে নিক্ষেপ করা হবে। এ ছাড়া, যিশু এই বিষয়ও নিশ্চিত ছিলেন যে, ঈশ্বরের নির্দিষ্ট সময়ে শয়তান ও তার মন্দ দূতদের অগাধলোকে ফেলে দেওয়া হবে এবং পরে চিরকালের জন্য তাদের ধ্বংস করা হবে।—রোমীয় ১৬:২০; ইব্রীয় ২:১৪; প্রকাশিত বাক্য ২০:১-৩, ৭-১০.

[পাদটীকা]

a যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে, বইয়ের ১০ অধ্যায় দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার