ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৯/১ পৃষ্ঠা ৩
  • অনুগত থাকার কি কোনো মূল্য রয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনুগত থাকার কি কোনো মূল্য রয়েছে?
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অভ্যাসের চাইতে অধিক প্রশংসিত
  • এক নিষ্ঠাবান্‌ ব্যক্তিকে দেখুন!
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নিষ্ঠার চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “একমাত্র তুমিই অনুগত”
    যিহোবার নিকটবর্তী হোন
  • কার প্রতি আপনার অনুগত হওয়া উচিত?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৯/১ পৃষ্ঠা ৩

অনুগত থাকার কি কোনো মূল্য রয়েছে?

“স্বাস্থ্যবিমার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে,” কার্ল নামে একজন বিমা প্রতিনিধি বলেছিলেন।a “আপনি যদি আমার কোম্পানিতে স্বাস্থ্যবিমা করেন, তা হলে আপনি মাসে ২০ মার্কিন ডলার বাঁচাতে পারবেন, যেটা বেশ বড় অংকের টাকা।”

“তা হয়তো ঠিক,” ইয়েনস্‌ উত্তর দিয়েছিলেন। “কিন্তু বেশ কয়েক বছর ধরে এই কোম্পানিতেই আমার স্বাস্থ্যবিমা রয়েছে। অতীতে তারা খুবই সাহায্যকারী ছিল আর তাই আমি তাদের প্রতি অনুগত থাকতে চাই।”

“আনুগত্য একটা উত্তম গুণ,” কার্ল উত্তর দিয়েছিলেন। “তা সত্ত্বেও, অনুগত থাকার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে!”

কার্ল ঠিকই বলেছিলেন। প্রায়ই, কারো প্রতি অনুগত বা বিশ্বস্ত থাকার জন্য হয়তো অর্থ মূল্য দিতে হতে পারে।b এ ছাড়া, এর জন্য সময়, শক্তি এবং আবেগগত অঙ্গীকারেরও প্রয়োজন হয়। আনুগত্যের কি কোনো মূল্য রয়েছে?

অভ্যাসের চাইতে অধিক প্রশংসিত

জার্মানিতে আ্যলেন্সব্যাখ ওপিনিয়ন রিসার্চ ইন্সটিটিউট এর দ্বারা পরিচালিত এক সমীক্ষায়, ৯৬ শতাংশ লোক জানিয়েছিল যে, তারা বিশ্বস্ততাকে এক কাম্য গুণ হিসেবে দেখে। ১৮-২৪ বছর বয়সিদের মধ্যে পরিচালিত দ্বিতীয় আ্যলেন্সব্যাখ সমীক্ষা দেখিয়েছিল যে, ৩ জনের মধ্যে ২ জন উত্তরদাতা বিশ্বস্ততাকে “জনপ্রিয়” বলে দেখে অর্থাৎ তারা এটাকে গ্রহণযোগ্য বলে গণ্য করে।

যদিও আনুগত্য বা বিশ্বস্ততা অধিক প্রশংসিত হয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে অনুগত বা বিশ্বস্ত থাকা ভিন্ন বিষয়। উদাহরণস্বরূপ, বেশ কিছু ইউরোপীয় দেশে, বিবাহিত দম্পতি অথবা পরিবারের সদস্যরা একে অপরের প্রতি প্রায়ই সামান্য আনুগত্য দেখায়। বন্ধুবান্ধবেরা প্রায়ই একে অপরের প্রতি আনুগত্যহীন হয়ে থাকে। আর নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে অথবা কোনো ব্যাবসা ও এর ক্রেতাদের মধ্যে আগে আনুগত্যের যে-বন্ধন বিদ্যমান ছিল, তা বলতে গেলে উধাও হয়ে গিয়েছে। কেন?

আনুগত্যের জন্য অঙ্গীকারের প্রয়োজন অথচ কখনো কখনো জীবনের ব্যস্ততার কারণে সেটার জন্য খুব কম সময় বা আবেগগত শক্তি অবশিষ্ট থাকে। যে-লোকেরা মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হতাশ হয়েছে ও ভেঙে পড়েছে, তারা হয়তো এখন যেকারোর প্রতি বিশ্বস্ত থাকার ব্যাপারে ইতস্তত করে। অন্যেরা হয়তো আজ আছি কাল নেই এইরকম এক জীবন পছন্দ করে, যেটার জন্য আনুগত্যের দরকার নেই।

কারণ যা-ই হোক না কেন, আনুগত্য হল এমন এক সদ্‌গুণ যেটা অভ্যাসের চাইতে প্রায়ই অধিক প্রশংসিত হয়ে থাকে। তাই, প্রশ্ন হল: অনুগত থাকার কি কোনো মূল্য রয়েছে? যদি থাকে, তা হলে কার প্রতি আমরা অনুগত থাকার জন্য ঋণী এবং কোন কোন ভাবে? অনুগত থাকার উপকারগুলো কী?

[পাদটীকাগুলো]

a এই প্রবন্ধে এবং পরবর্তী প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

b যদিও “আনুগত্য” ও “বিশ্বস্ততা” শব্দগুলো সবসময় একই প্রসঙ্গে ব্যবহৃত হয়নি কিন্তু সেগুলো কখনো কখনো এই প্রবন্ধগুলোতে একটা অন্যটার বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

আনুগত্য হল এমন এক সদ্‌গুণ যেটা অভ্যাসের চাইতে প্রায়ই অধিক প্রশংসিত হয়ে থাকে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার