ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ১/১৫ পৃষ্ঠা ৪-৭
  • স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্বর্গদূতেরা শক্তিশালী করে এবং সুরক্ষা করে
  • স্বর্গদূতেরা ঈশ্বরের বার্তা প্রকাশ করে
  • স্বর্গদূতেরা ঈশ্বরের বিচার সম্পাদন করে
  • মন্দ দূতেরা—তারা কারা?
  • আপনার কী করা উচিত?
  • দূতেরা যেভাবে আপনাকে সাহায্য করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • স্বর্গদূতেরা তারা কারা
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ১/১৫ পৃষ্ঠা ৪-৭

স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে

ঈশ্বরের স্বর্গদূত পরিবার সম্বন্ধে যে-দর্শন দানিয়েল দেখেছিলেন, সেই বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছিলেন: “সহস্রের সহস্র [স্বর্গদূত ঈশ্বরের] পরিচর্য্যা করিতেছিল, এবং অযুতের অযুত তাঁহার সম্মুখে দণ্ডায়মান ছিল।” (দানিয়েল ৭:১০) এই পদ, স্বর্গদূতদের সৃষ্টি করার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে প্রকাশ করে। তাদের কাজ হল, তাঁর পরিচর্যা করা এবং তাঁর নির্দেশনা পালন করার জন্য প্রস্তুত থাকা।

মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত নির্দিষ্ট কাজগুলো করার জন্য ঈশ্বর স্বর্গদূতদের ব্যবহার করেন। আমরা বিবেচনা করব যে, তাঁর লোকেদের শক্তিশালী এবং সুরক্ষা করতে, মানুষের কাছে বার্তা প্রকাশ করতে এবং দুষ্টদের ওপর তাঁর বিচার সম্পাদন করতে কীভাবে তিনি তাদেরকে ব্যবহার করেন।

স্বর্গদূতেরা শক্তিশালী করে এবং সুরক্ষা করে

যখন থেকে আত্মিক প্রাণীরা পৃথিবী এবং প্রথম মানুষদের সৃষ্টি হতে দেখেছে, তখন থেকেই তারা মানবজাতির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে। মনুষ্যপূর্ব অস্তিত্বের সময়, যিশু খ্রিস্ট ব্যক্তিরূপে মূর্ত প্রজ্ঞা হিসেবে বলেছিলেন: “মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত।” (হিতোপদেশ ৮:৩১) আর বাইবেল আমাদের জানায় যে, “স্বর্গদূতেরা হেঁট হইয়া” খ্রিস্ট এবং ভবিষ্যৎ সম্বন্ধীয় সেই বিষয়গুলো “দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন,” যেগুলো ঈশ্বরের ভাববাদীদের কাছে প্রকাশ করা হয়েছে।—১ পিতর ১:১১, ১২.

সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গদূতেরা লক্ষ করেছে যে, মানবপরিবারের অধিকাংশ লোকই তাদের প্রেমময় সৃষ্টিকর্তাকে সেবা করেনি। এই বিষয়টা বিশ্বস্ত স্বর্গদূতদের নিশ্চয়ই কত দুঃখই না দিয়েছিল! অন্যদিকে, যখনই একজন পাপী অনুতপ্ত হয় এবং যিহোবার কাছে ফিরে আসে, তখনই “দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।” (লূক ১৫:১০) যারা যিহোবার সেবা করে, তাদের মঙ্গলের প্রতি স্বর্গদূতদের গভীর চিন্তা রয়েছে আর যিহোবা পৃথিবীতে তাঁর বিশ্বস্ত দাসদের শক্তিশালী ও সুরক্ষা করার জন্য স্বর্গদূতদের বার বার ব্যবহার করেছেন। (ইব্রীয় ১:১৪) কিছু উদাহরণ বিবেচনা করুন।

দুজন স্বর্গদূত ধার্মিক লোট এবং তার মেয়েদের দুষ্ট নগর সদোম ও ঘমোরার অঞ্চল থেকে বের করে নিয়ে আসার মাধ্যমে তাদেরকে সেই নগরের ধ্বংস থেকে রক্ষা পেতে সাহায্য করেছিল।a (আদিপুস্তক ১৯:১, ১৫-২৬) কয়েকশো বছর পর, ভাববাদী দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া সত্ত্বেও তার কোনো ক্ষতি হয়নি। কেন? “আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন,” দানিয়েল জানিয়েছিলেন। (দানিয়েল ৬:২২) যিশুর পার্থিব পরিচর্যার শুরুতে স্বর্গদূতেরা তাঁকে সমর্থন জুগিয়েছিল। (মার্ক ১:১৩) আর যিশুর মৃত্যুর কিছু সময় আগে, একজন স্বর্গদূত দেখা দিয়ে “তাঁহাকে সবল” বা শক্তিশালী ‘করিয়াছিলেন।’ (লূক ২২:৪৩) যিশুর জীবনের সেই কঠিন সময়গুলোতে স্বর্গদূতের কাছ থেকে পাওয়া সমর্থন তাঁর জন্য নিশ্চয়ই কত আশীর্বাদস্বরূপই না হয়েছিল! এ ছাড়া, একজন স্বর্গদূত প্রেরিত পিতরকে কারাগার থেকে মুক্ত করেছিলেন।—প্রেরিত ১২:৬-১১.

আজকে কি স্বর্গদূতেরা আমাদের সুরক্ষা করে? আমরা যদি যিহোবার বাক্য অনুযায়ী তাঁকে উপাসনা করি, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারি যে, তাঁর শক্তিশালী, অদৃশ্য স্বর্গদূতেরা আমাদের সুরক্ষা করবে। বাইবেল প্রতিজ্ঞা করে: “সদাপ্রভুর দূত, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন।”—গীতসংহিতা ৩৪:৭.

কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে যে, স্বর্গদূতেরা মূলত যিহোবার সেবায় নিয়োজিত, মানুষের সেবায় নয়। (গীতসংহিতা ১০৩:২০, ২১) তারা ঈশ্বরের নির্দেশনার প্রতি সাড়া দিয়ে থাকে, মানুষের ডাকে বা অনুরোধে নয়। তাই, সাহায্যের জন্য যাঁকে ডাকতে হবে, তিনি হলেন যিহোবা ঈশ্বর, স্বর্গদূতদের নয়। (মথি ২৬:৫৩) অবশ্য, আমরা যেহেতু স্বর্গদূতদের দেখতে পাই না, তাই আমরা নির্ধারণ করতে পারি না যে, বিভিন্ন বিষয়ে মানুষকে সাহায্য করার জন্য যিহোবা কতদূর পর্যন্ত স্বর্গদূতদের ব্যবহার করেন। কিন্তু আমরা জানি যে, যিহোবার “প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে” তিনি ‘আপনাকে বলবান দেখান।’ (২ বংশাবলি ১৬:৯; গীতসংহিতা ৯১:১১) আর আমাদের এই নিশ্চয়তাও রয়েছে যে, “যদি তাঁহার ইচ্ছানুসারে কিছু যাচ্ঞা করি, তবে তিনি [ঈশ্বর] আমাদের যাচ্ঞা শুনেন।”—১ যোহন ৫:১৪.

এ ছাড়া শাস্ত্র আমাদের বলে যে, আমাদের কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করা ও তাঁকে উপাসনা করা উচিত। (যাত্রাপুস্তক ২০:৩-৫; গীতসংহিতা ৫:১, ২; মথি ৬:৯) বিশ্বস্ত স্বর্গদূতেরা আমাদের তা করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, প্রেরিত যোহন যখন একজন স্বর্গদূতকে ভজনা বা উপাসনা করার চেষ্টা করেছিলেন, তখন সেই স্বর্গদূত তাকে তিরস্কার করে বলেছিলেন: “দেখিও, এমন কর্ম্ম করিও না; . . . ঈশ্বরেরই ভজনা কর।”—প্রকাশিত বাক্য ১৯:১০.

স্বর্গদূতেরা ঈশ্বরের বার্তা প্রকাশ করে

“দূত” শব্দটির অর্থ হল “বার্তাবাহক” আর এটা হল আরেকটা উপায়, যে-উপায়ে স্বর্গদূতেরা ঈশ্বরের সেবা করে—মানুষের জন্য তাঁর বার্তাবাহক হিসেবে সেবা করে। উদাহরণস্বরূপ, “গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালীল দেশের নাসরৎ নামক নগরে . . . প্রেরিত হইলেন।” কেন? মরিয়ম নামে এক যুবতীকে এই সংবাদ জানানোর জন্য যে, যদিও তিনি কুমারি কিন্তু তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তান প্রসব করবেন, যাঁর নাম হবে যিশু। (লূক ১:২৬-৩১) এ ছাড়া, মাঠের মেষপালকদের এই সংবাদ জানানোর জন্য একজন স্বর্গদূতকে পাঠানো হয়েছিল যে, “খ্রীষ্ট প্রভু” জন্মেছেন। (লূক ২:৮-১১) একইভাবে, স্বর্গদূতেরা অব্রাহাম, মোশি, যিশু এবং বাইবেলে বর্ণিত অন্যান্য ব্যক্তির কাছে ঈশ্বরের বার্তা প্রকাশ করেছিল।—আদিপুস্তক ১৮:১-৫, ১০; যাত্রাপুস্তক ৩:১, ২; লূক ২২:৩৯-৪৩.

আজকে কীভাবে স্বর্গদূতেরা ঈশ্বরের বার্তাবাহক হিসেবে কাজ করে? এই বিধিব্যবস্থা শেষ হওয়ার আগে তাঁর অনুসারীরা যে-কাজ করবে বলে যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই সম্বন্ধে বিবেচনা করুন। তিনি বলেছিলেন: “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” (মথি ২৪:৩, ১৪) যিহোবার সাক্ষিরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য বছরে কোটি কোটি ঘন্টা ব্যয় করে। কিন্তু আপনি কি জানেন যে, এই কাজের সঙ্গে স্বর্গদূতেরাও যুক্ত রয়েছে? প্রেরিত যোহন যে-দর্শন দেখেছিলেন, সেই সম্বন্ধে উল্লেখ করে বলেছিলেন: “আমি আর এক দূতকে দেখিলাম . . . তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী-নিবাসীদিগকে, প্রত্যক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে, সুসমাচার জানান।” (প্রকাশিত বাক্য ১৪:৬, ৭) এই শাস্ত্রপদ, আজকে মানুষের জন্য স্বর্গদূতেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-কাজ করছে, তা তুলে ধরে।

যিহোবার সাক্ষিরা যখন ঘরে ঘরে প্রচার করে, তখন তারা স্বর্গদূতদের পরিচালনার প্রমাণ দেখতে পায়। প্রায়ই তাদের এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা ঠিক সেই সময়ে এমন কারো জন্য প্রার্থনা করছিল, যিনি তাদেরকে ঈশ্বরের উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে পারেন। স্বর্গদূতদের নির্দেশনার এবং সাক্ষিদের নিজেদের পদক্ষেপের ফলে প্রতি বছর হাজার হাজার ব্যক্তি যিহোবাকে জানতে পারছে। স্বর্গদূতদের দ্বারা পরিচালিত এই জীবনরক্ষাকারী কাজ থেকে আপনিও যেন উপকার লাভ করেন।

স্বর্গদূতেরা ঈশ্বরের বিচার সম্পাদন করে

যদিও মানুষের বিচার করার অধিকার স্বর্গদূতদের দেওয়া হয়নি কিন্তু তাই বলে তারা কেবল নীরব দর্শক নয়। (যোহন ৫:২২; ইব্রীয় ১২:২২, ২৩) বিনাশক হিসেবে কাজ করায়, তারা অতীতে ঈশ্বরের বিচারগুলো সম্পাদন করেছিল। উদাহরণস্বরূপ, ঈশ্বর স্বর্গদূতদেরকে সেই প্রাচীন মিশরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহার করেছিলেন, যারা ইস্রায়েলীয়দের দাসত্বে বন্দি করে রেখেছিল। (গীতসংহিতা ৭৮:৪৯) আবার, কেবল এক রাতের মধ্যেই “সদাপ্রভুর দূত” ঈশ্বরের লোকেদের এক শত্রু শিবিরের এক লক্ষ পঁচাশি হাজার সৈন্যকে বধ করেছিল।—২ রাজাবলি ১৯:৩৫.

ভবিষ্যতেও, স্বর্গদূতেরা যিহোবার প্রতিকূল বিচার সম্পাদন করবে। যিশু “আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে” আসবেন “এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।” (২ থিষলনীকীয় ১:৭, ৮) তবে, সেই ধ্বংস শুধু তাদের ওপরই নিয়ে আসা হবে, যারা স্বর্গদূতদের সাহায্যে পৃথিবীব্যাপী প্রচারিত বার্তার প্রতি সাড়া দেয় না। যারা ঈশ্বরের অন্বেষণ করে এবং শাস্ত্রীয় শিক্ষাগুলো পালন করে, তাদের কোনো ক্ষতি হবে না।—সফনিয় ২:৩.

সেইসমস্ত বিশ্বস্ত স্বর্গদূতের প্রতি আমরা কতই না কৃতজ্ঞ হতে পারি, যারা সবসময় ঈশ্বরের নির্দেশনা পালন করে চলে! যিহোবা তাদেরকে পৃথিবীতে তাঁর অনুগত দাসদের সাহায্য ও সুরক্ষা করার জন্য ব্যবহার করেন। বিশেষ করে এই বিষয়টা আমাদের সান্ত্বনা দেয় কারণ মন্দ দূত নামে এমন মারাত্মক আত্মিক প্রাণীরা রয়েছে, যারা আমাদের ক্ষতি করতে চায়।

মন্দ দূতেরা—তারা কারা?

শয়তান এদনে হবাকে প্রতারিত করার পর, ১৫ শতাব্দী ধরে ঈশ্বরের স্বর্গদূত পরিবার দেখেছে যে, কয়েক জন বিশ্বস্ত ব্যক্তি যেমন হেবল, হনোক এবং নোহ ছাড়া বাকি সমস্ত মানুষকেই শয়তান দিয়াবল ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে সফল হয়েছিল। (আদিপুস্তক ৩:১-৭; ইব্রীয় ১১:৪, ৫, ৭) কিছু স্বর্গদূতও শয়তানকে অনুসরণ করেছিল। বাইবেল তাদেরকে এমন আত্মা হিসেবে উল্লেখ করে, যারা “নোহের সময়ে” অবাধ্য হয়েছিল। (১ পিতর ৩:১৯, ২০) কীভাবে তাদের অবাধ্যতা প্রকাশ পেয়েছিল?

নোহের সময়ে অনির্দিষ্ট সংখ্যক বিদ্রোহী স্বর্গদূত, ঈশ্বরের স্বর্গীয় পরিবারে তাদের আবাস ত্যাগ করে পৃথিবীতে নেমে এসেছিল এবং মাংসিক দেহ ধারণ করেছিল। কেন? তারা মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার আকাঙ্ক্ষা গড়ে তুলেছিল। এর ফলে তারা নেফিলিম নামে সেই বংশধরের পিতা হয়েছিল, যারা দৌরাত্ম্যপূর্ণ দৈত্য হয়ে উঠেছিল। অধিকন্তু, “পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ” ছিল। কিন্তু, যিহোবা ঈশ্বর মানবজাতির এই কলুষতাকে চলতে দেননি। তিনি এক জলপ্লাবন নিয়ে এসেছিলেন, যা নেফিলিমসহ সমস্ত দুষ্ট মানুষকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। একমাত্র যে-মানুষরা রক্ষা পেয়েছিল, তারা হল ঈশ্বরের বিশ্বস্ত দাসেরা।—আদিপুস্তক ৬:১-৭, ১৭; ৭:২৩.

জলপ্লাবনের সময় বিদ্রোহী স্বর্গদূতেরা ধ্বংস থেকে রেহাই পেয়েছিল। তারা মাংসিক দেহ ত্যাগ করে আত্মিক প্রাণী হিসেবে আত্মিক রাজ্যে ফিরে গিয়েছিল। এর পর থেকে, তাদেরকে বলা হয় মন্দ দূত। তারা শয়তান দিয়াবলের পক্ষ নিয়েছিল, যাকে বলা হয় “ভূতগণের” বা মন্দ দূতদের “অধিপতি।” (মথি ১২:২৪-২৭) তাদের শাসকের মতো মন্দ দূতেরাও মানুষের কাছ থেকে উপাসনা কামনা করে।

মন্দ দূতেরা খুবই মারাত্মক কিন্তু তাদেরকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই। তাদের শক্তি সীমিত। অবাধ্য দূতেরা যখন স্বর্গে ফিরে গিয়েছিল, তখন তাদেরকে আর ঈশ্বরের বিশ্বস্ত স্বর্গদূত পরিবারের মধ্যে ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি। এর পরিবর্তে, তাদেরকে ঈশ্বরের কাছ থেকে আসা যেকোনো আধ্যাত্মিক জ্ঞানালোক থেকে বঞ্চিত করা হয়েছিল, যার ফলে তাদের জন্য কেবল অন্ধকার ভবিষ্যৎই সঞ্চিত রয়েছে। যিহোবা তাদেরকে “অনন্তকালীয় শৃঙ্খলে” আটকে রেখেছেন, যেন তারা আধ্যাত্মিক অন্ধকারে থাকে। অধিকন্তু, তারা এখন আর মনুষ্য দেহ ধারণ করতে পারে না।—যিহূদা ৬.

আপনার কী করা উচিত?

মন্দ দূতেরা কি এখনও মানুষের ওপর প্রভাব বিস্তার করে থাকে? হ্যাঁ, তারা সেই ‘নানাবিধ চাতুরী’ কাজে লাগিয়ে তা করে থাকে, যেগুলো তাদের শাসক শয়তান ব্যবহার করেছিল। (ইফিষীয় ৬:১১, ১২) কিন্তু, ঈশ্বরের বাক্যের পরামর্শ কাজে লাগিয়ে আমরা মন্দ দূতদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। অধিকন্তু, যারা ঈশ্বরকে প্রেম করে, তারা শক্তিশালী স্বর্গদূতদের সুরক্ষার অধীনে থাকে।

শাস্ত্রে বর্ণিত ঈশ্বরের চাহিদাগুলো শেখা এবং আপনি যা শেখেন, সেই অনুযায়ী কাজ করা কতই না গুরুত্বপূর্ণ! আপনার এলাকার যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে অথবা এই পত্রিকার প্রকাশকদের কাছে চিঠি লেখার দ্বারা আপনি বাইবেলের শিক্ষাগুলো সম্বন্ধে আরও জানতে পারেন। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে বিনামূল্যে এবং আপনার সুবিধামতো সময়ে বাইবেল অধ্যয়ন করতে পেরে খুশি হবে।

[পাদটীকা]

a বাইবেলে, স্বর্গদূতদের প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। মানুষের সামনে তারা সবসময় পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিল।

[৬ পৃষ্ঠার বাক্স]

স্বর্গদূতেরা—তারা যেভাবে সংগঠিত

যিহোবার বিশাল স্বর্গদূত পরিবার রয়েছে, যারা নীচে বর্ণিত উপায়ে সংগঠিত:

যে-স্বর্গদূত সবচেয়ে বেশি শক্তিশালী এবং ক্ষমতার অধিকারী, তিনি হলেন প্রধান স্বর্গদূত মীখায়েল বা যিশু খ্রিস্ট। (১ থিষলনীকীয় ৪:১৬; যিহূদা ৯) সরাফ, করূব এবং অন্যান্য স্বর্গদূত তাঁর অধীনে রয়েছে।

সরাফরা ঈশ্বরের ব্যবস্থার মধ্যে সবেচেয়ে উচ্চ অবস্থানে রয়েছে। তারা ঈশ্বরের সিংহাসনের সামনে পরিচারক হিসেবে সেবা করে। তাদের কার্যভারের অন্তর্ভুক্ত হল, ঈশ্বরের পবিত্রতা ঘোষণা করা এবং তাঁর লোকেদের আধ্যাত্মিক দিক দিয়ে শুচি রাখা।—যিশাইয় ৬:১-৩, ৬, ৭.

করূবরা ঈশ্বরের সিংহাসনের পাশে থেকে যিহোবার মহিমাকে উচ্চীকৃত করে।—গীতসংহিতা ৮০:১; ৯৯:১; যিহিষ্কেল ১০:১, ২.

অন্যান্য স্বর্গদূত হল যিহোবার প্রতিনিধি আর তারা ঐশিক ইচ্ছা পালন করে থাকে।

[৪ পৃষ্ঠার চিত্র]

স্বর্গদূতেরা লোট এবং তার মেয়েদের নিরাপদ স্থানে বের করে নিয়ে এসেছিল

[৫ পৃষ্ঠার চিত্র]

প্রেরিত যোহন যখন একজন স্বর্গদূতকে উপাসনা করার চেষ্টা করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল: “এমন কর্ম্ম করিও না”

[৬ পৃষ্ঠার চিত্র]

স্বর্গদূতেরা ঈশ্বরের বিচার সম্পাদন করে

[৭ পৃষ্ঠার চিত্র]

আপনি কি স্বর্গদূতদের পরিচালনায় সম্পাদিত প্রচার কাজ থেকে উপকার লাভ করছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার