ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w08 ৫/১৫ পৃষ্ঠা ২৯
  • যেভাবে পরিচালক গোষ্ঠী সংগঠিত হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে পরিচালক গোষ্ঠী সংগঠিত হয়
  • ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী কী?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • “আমরা একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি”
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • প্রেমে একতাবদ্ধ বার্ষিক সভার রিপোর্ট
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “এই প্রকার লোকদিগকে সমাদর করিও”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w08 ৫/১৫ পৃষ্ঠা ২৯

যেভাবে পরিচালক গোষ্ঠী সংগঠিত হয়

যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী এমন উৎসর্গীকৃত পুরুষদের নিয়ে গঠিত, যারা ঈশ্বরের অভিষিক্ত দাস। তারা বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর প্রতিনিধি হিসেবে কাজ করে, যে-দাস শ্রেণীর আধ্যাত্মিক খাদ্য জোগানোর, নির্দেশনা প্রদান করার এবং বিশ্বব্যাপী রাজ্য প্রচার কাজে প্রেরণা দেওয়ার দায়িত্ব রয়েছে।—মথি ২৪:১৪, ৪৫-৪৭.

প্রত্যেক সপ্তাহে, সাধারণত বুধবারে পরিচালক গোষ্ঠীর সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সভা এই ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সমর্থ করে। (গীত. ১৩৩:১) পরিচালক গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন কমিটিতেও সেবা করে থাকে। রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য প্রত্যেকটা কমিটির তত্ত্বাবধান করার নিজ নিজ ক্ষেত্র রয়েছে, যেমনটা নীচে সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

◼ কোঅর্ডিনেটরস্‌ (সমন্বয়কারী) কমিটি: এই কমিটি পরিচালক গোষ্ঠীর অন্যান্য প্রত্যেকটা কমিটির সমন্বয়কারী এবং একজন সচিব যিনি নিজেও পরিচালক গোষ্ঠীর একজন সদস্য, তাকে নিয়ে গঠিত। এই কমিটি নিশ্চিত করে যে, সবগুলো কমিটি নির্বিঘ্নে এবং কার্যকারীভাবে কাজ করছে। এ ছাড়া, এই কমিটি বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের প্রভাবিত করে এমন গুরুতর জরুরি অবস্থা, তাড়না, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি বিষয়ের যত্ন নিয়ে থাকে।

◼ পারসোনেল (কর্মী সংক্রান্ত) কমিটি: এই কমিটির ভাইদেরকে আস্থা সহকারে পৃথিবীব্যাপী বেথেল পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও আধ্যাত্মিক মঙ্গলের এবং সহযোগিতা করার বিভিন্ন ব্যবস্থা তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি বেথেল পরিবারের নতুন সদস্যদের বাছাই করা ও আমন্ত্রণ জানানোর বিষয় এবং তাদের বেথেল সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পর্যালোচনা করে থাকে।

◼ পাবলিশিং (প্রকাশনা সংক্রান্ত) কমিটি: এই কমিটি বিশ্বব্যাপী বাইবেল সাহিত্যাদি ছাপানো, প্রকাশনা এবং পাঠানোর কাজ দেখাশোনা করে থাকে। এই কমিটি যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন সংস্থার অধিকারভুক্ত এবং পরিচালিত ছাপাখানা এবং সম্পত্তির তত্ত্বাবধান করে থাকে। এই কমিটি শিক্ষামূলক কাজের জন্য দানকৃত অর্থ তহবিলকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার ব্যবস্থা করে থাকে।

◼ সার্ভিস (পরিচর্যা সংক্রান্ত) কমিটি: এই কমিটিতে যারা রয়েছে, তারা প্রচার কাজ এবং মণ্ডলী, অগ্রগামী, প্রাচীন ও ভ্রমণ অধ্যক্ষদের প্রভাবিত করে এমন বিষয়গুলোর তত্ত্বাবধান করে থাকে। এই কমিটি আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রস্তুতির ক্ষেত্রে দেখাশোনা করে এবং গিলিয়েড স্কুল ও মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করে। পরে তাদেরকে পোস্টগ্র্যাজুয়েট কার্যভার দেওয়া হয়।

◼ টচিং কমিটি (শিক্ষাদান সংক্রান্ত) কমিটি: এই কমিটি সম্মেলন এবং মণ্ডলীর সভাগুলোতে তুলে ধরা নির্দেশাবলির তত্ত্বাবধান করে থাকে। এই কমিটি বেথেল পরিবারের সদস্যদের জন্য আধ্যাত্মিক কার্যক্রমের ব্যবস্থা করে এবং বিভিন্ন স্কুল যেমন, গিলিয়েড স্কুল এবং অগ্রগামী পরিচর্যা বিদ্যালয় এর ও সেইসঙ্গে অডিও, ভিডিও কার্যক্রম প্রস্তুতির ক্ষেত্রে তত্ত্বাবধান করে থাকে।

◼ বাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি: এই কমিটির দায়িত্ব হল, সহবিশ্বাসী ও জনসাধারণের কাছে প্রকাশ ও বিতরণ করার জন্য আধ্যাত্মিক খাদ্যকে লিখিত আকারে তুলে ধরার কাজ দেখাশোনা করা। এই কমিটি বাইবেল সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে এবং বিভিন্ন বিষয়বস্তু যেমন, নাটকের পাণ্ডুলিপি ও বক্তৃতার আউটলাইন অনুমোদন করে থাকে। এ ছাড়া, এই কমিটি বিশ্বব্যাপী অনুবাদ কাজেরও তত্ত্বাবধান করে থাকে।

প্রেরিত পৌল অভিষিক্ত ব্যক্তিদের মণ্ডলীকে এক মানবদেহের সঙ্গে তুলনা করেছেন এবং ঈশ্বরদত্ত কাজ করার ক্ষেত্রে সমস্ত সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সেইসঙ্গে তাদের পারস্পরিক নির্ভরশীলতা, প্রেম ও সহযোগিতার বিষয়ে জোর দিয়েছেন। (রোমীয় ১২:৪, ৫; ১ করি. ১২:১২-৩১) মস্তক যিশু খ্রিস্ট সেই দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে উত্তম সহযোগিতা, সমন্বয়সাধন এবং আধ্যাত্মিক পুষ্টির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জুগিয়ে থাকেন। (ইফি. ৪:১৫, ১৬; কল. ২:১৯) এভাবে পরিচালক গোষ্ঠী ঠিক সেই উপায়ে নেতৃত্ব নেওয়ার জন্য সংগঠিত হয়, যে-উপায়ে যিহোবা পবিত্র আত্মার মাধ্যমে তাদের পরিচালনা দেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার