ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w15 ১০/১৫ পৃষ্ঠা ৩
  • “এই প্রকার লোকদিগকে সমাদর করিও”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “এই প্রকার লোকদিগকে সমাদর করিও”
  • ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী কী?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • যেভাবে পরিচালক গোষ্ঠী সংগঠিত হয়
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঘোষনা—গভার্নিং বডি কমিটির প্রতি সহযোগিতা
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আজকের দিনে কীভাবে পরিচালকগোষ্ঠী কাজ করে?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
আরও দেখুন
২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w15 ১০/১৫ পৃষ্ঠা ৩
পরিচালকগোষ্ঠীর একটা কমিটির সভার ছায়াচিত্র

“এই প্রকার লোকদিগকে সমাদর করিও”

পরিচালকগোষ্ঠী ১৯৯২ সাল থেকে তাদের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন কমিটিতে অভিজ্ঞ ও পরিপক্ব খ্রিস্টান প্রাচীনদের নিযুক্ত করেছে।a “আরও মেষ” থেকে আসা এই সাহায্যকারীরা পরিচালকগোষ্ঠীর বিভিন্ন কাজে অনেক সাহায্য করেন। (যোহন ১০:১৬) তারা যে-কমিটিতে কাজ করেন, সেই কমিটির সাপ্তাহিক সভায় তারা যোগ দেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন ও সেইসঙ্গে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরিচালকগোষ্ঠীর সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর এই সাহায্যকারী ভাইয়েরা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন এবং তাদের যে-সমস্ত কার্যভার দেওয়া হয়, সেগুলো সম্পন্ন করেন। এই ভাইয়েরা পরিচালকগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিশেষ ও আন্তর্জাতিক সম্মেলনগুলোতে যোগ দেন। এ ছাড়া, এই ভাইদের প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসেবে শাখা অফিস পরিদর্শন করার জন্যও নিযুক্ত করা হয়।

এই ব্যবস্থা শুরু হওয়ার সময় থেকে সাহায্যকারী হিসেবে সেবা করছেন এমন একজন ভাই বলেন: “আমি যে-সময়ে আমার দায়িত্ব পালন করি, সেই সময়ে পরিচালকগোষ্ঠী আধ্যাত্মিক বিষয়গুলোতে আরও পূর্ণরূপে মনোযোগ দিতে পারে।” বিগত ২০ বছর ধরে সাহায্যকারী হিসেবে সেবা করছেন এমন একজন ভাই তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন: “আমি এমন এক বিশেষ সুযোগ পেয়েছি, যা কখনো কল্পনাও করিনি।”

পরিচালকগোষ্ঠী তাদের সাহায্যকারীদের আস্থা সহকারে অনেক দায়িত্ব দেয় এবং এই অনুগত ও কঠোর পরিশ্রমী ভাইদের চমৎকার সেবার জন্য তাদের প্রতি উপলব্ধি প্রকাশ করে। আসুন আমরা সকলে ‘এই প্রকার লোকদিগকে সমাদর করি।’—ফিলি. ২:২৯.

a ঈশ্বরের রাজ্য শাসন করছে! (ইংরেজি) বইয়ের ১৩১ পৃষ্ঠা এবং ২০০৮ সালের ১৫ মে প্রহরীদুর্গ পত্রিকার ২৯ পৃষ্ঠা দেখুন, যেখানে পরিচালকগোষ্ঠীর ছয়টা কমিটি যে-সমস্ত দায়িত্ব পালন করে, তার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে।

পরিচালকগোষ্ঠীর বিভিন্ন কমিটির সাহায্যকারী ভাইয়েরা

কোঅর্ডিনেটরস্‌ (সমন্বয়কারী) কমিটি

  • জন একরান

  • ববার্ট ওঅলেন

পারসোনেল (কর্মী সংক্রান্ত) কমিটি

  • জেরাল্ড গ্রিজেল

  • প্যাট্রিক লাফ্রাঙ্কা

  • ড্যানিয়েল মলচ্যান

  • রাল্ফ ওয়ালস্‌

পাবলিশিং (প্রকাশনা সংক্রান্ত) কমিটি

  • ডন আ্যডামস্‌

  • রবার্ট বাটলার

  • হ্যারল্ড করকার্ন

  • ডোনাল্ড গর্ডন

  • রবার্ট লুচোনায়

  • আ্যলেক্স রাইনমুলার

  • ডেভিট সিনক্লেয়ার

সার্ভিস (পরিচর্যা সংক্রান্ত) কমিটি

  • গ্যারি ব্রো

  • জোয়েল ডেলিংগার

  • সেথ হায়েত

  • ক্রিস্টোফার মেভার

  • বাল্টাজার পের্লা, জুনিয়র.

  • উইলিয়াম টার্নার, জুনিয়র

  • ববার্ট ওঅলেন

  • লিয়ন উইভার, জুনিয়র

টিচিং (শিক্ষাদান সংক্রান্ত) কমিটি

  • রোনাল্ড কারজেন

  • কেনেথ ফ্লোডিন

  • উইলিয়াম ম্যালেনফন্ট

  • মার্ক নুমার

  • ডেভিড শেফার

রাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি

  • রবার্ট সিরানকো

  • জেমস্‌ ম্যান্টস্‌

  • ইসাক মারে

  • জিন স্ম্যালি

  • জন উইসচুক

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার