ঘোষনা—গভার্নিং বডি কমিটির প্রতি সহযোগিতা
যিহোবার সাক্ষীদের গভার্নিং বডির সদস্যরা, বর্তমানে যাদের সংখ্যা ১২, তাদের কাজে বিশ্বস্তভাবে সেবা করা বজায় রেখেছেন। বর্ধিষ্ণু “বিরাট জনতার” বিশ্বস্ত সদস্যদের উদ্যোগপূর্ণ সাহায্যের জন্য তারা সর্বদাই কৃতজ্ঞ। (প্রকাশিত বাক্য ৭:৯, ১৫) বিশ্বব্যাপী বিস্তৃতআকারে বৃদ্ধির জন্য, গভার্নিং বডির সাথে কিছু বাড়তি সহযোগিতা করা এখন সময়োপযোগী। সুতরাং স্থির করা হয়েছে কয়েকজন সাহায্যকারী ব্যক্তিকে ডাকা হবে, বিশেষত বিরাট জনতার মধ্যে থেকে, গভার্নিং বডির প্রত্যেকটি কমিটির আলোচনাসভায় অংশ নিতে, যেমন পারসোনেল, পাবলিশিং, সার্ভিস, টিচিং, এবং রাইটিং কমিটি। তাই, এই সভায় যারা উপস্থিত থাকবে তাদের সংখ্যা বেড়ে সাত থেকে আট জন মত হবে। গভার্নিং বডি কমিটির সদস্যদের নির্দেশাধীনে, এই সাহায্যকারীরা আলোচনায় অংশ নেবে এবং কমিটি দ্বারা তাদের দত্ত বিভিন্ন কাজ দেখাশোনা করবে। এই নতুন ব্যবস্থা শুরু হবে মে ১, ১৯৯২ থেকে।
বহু বছর ধরে, অভিষিক্ত সাক্ষীদের অবশিষ্টাংশদের সংখ্যা কমে আসছে, এবং বিরাট জনতার সংখ্যা আমাদের কল্পনাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। (যিশাইয় ৬০:২২) এই অপূর্ব বৃদ্ধির জন্য আমরা যিহোবার প্রতি কত কৃতজ্ঞ! যখন ১৯৩১ সালে কৃতজ্ঞতাসহকারে নতুন নাম যিহোবার সাক্ষী গ্রহণ করা হয়, রাজ্যের প্রকাশকদের সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৯,৩৭২, যাদের অধিকাংশই খ্রীষ্টের অভিষিক্ত ভাই বলে পরিচিত ছিল। (যিশাইয় ৪৩:১০-১২; ইব্রীয় ২:১১) ৬০ বছর পরে, ১৯৯১ সালে, বিশ্বব্যাপী প্রকাশকদের সর্বোচ্চ সংখ্যা ছিল ৪,২৭৮,৮২০, যার মধ্যে শুধুমাত্র ৮,৮৫০ জন অভিষিক্ত অবশিষ্টাংশ ছিল। শাস্ত্রের পরিপ্রেক্ষিতে, যেমন আশা করা হয়, “বিরাট জনতার” ৪৮০ জনের জন্য এখন “ক্ষুদ্র মেষপালের” অবশিষ্টাংশের ১ জন রয়েছে। (লূক ১২:৩২; প্রকাশিত বাক্য ৭:৪-৯) রাজ্যের বৃদ্ধিরত কাজের দায়িত্ব নেওয়ার জন্য, বিরাট জনতার সাহায্য এবং সহযোগিতা অবশিষ্টাংশদের অবশ্যই প্রয়োজন এবং তারা তা উপলব্ধি করেন।
প্রহরীদুর্গের এই সংখ্যায় যেমন ব্যাখ্যা করা হয়েছে, আত্মিক ইস্রায়েলের সাথে আজ একটি দল কাজ করছে যাদের তুলনা করা যায় নথীনীয় এবং শলোমনের দাসদের সন্তানদের সাথে যারা বাবিলনীয় বন্দিত্ব থেকে ফিরে আসে যিহূদী অবশিষ্টাংশদের সাথে; এই ইস্রায়েলীয় নয় এমন লোকেরা এমনকি লেবীয়দের থেকে সংখ্যায় অধিক ছিল। (ইষ্রা ২:৪০-৫৮; ৮:১৫-২০) বর্তমানের বিরাট জনতার মধ্যে থেকে যাদের “দত্ত হয়েছে” তারা পরিপক্ক খ্রীষ্টীয় ব্যক্তি এবং যাদের প্রচুর অভিজ্ঞতা আছে বিভিন্ন শাখায় পরিচালনার ভার দেখাশোনা করার জন্য, ভ্রমণকাজে, এবং এখন সারা পৃথিবীতে অবস্থিত ৬৬,০০০ মণ্ডলীতে।
সম্প্রতি, অধ্যক্ষরা এবং তাদের সাহায্যকারী পরিচারক দাসদের নির্দেশের জন্য বিশ্বব্যাপী কিংডম মিনিস্ট্রী স্কুল রাখা হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে, ৫৯,৪২০ অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এই “প্রাচীণবর্গকে” এইভাবে আরও কার্যকরী ভাবে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত করা হয়।—১ পিতর ৫:১-৩; তুলনা করুন ইফিষীয় ৪:৮, ১১.
যিহোবার সাক্ষীদের ব্রুকলীন হেডকোয়ার্টারে, যাদের “দত্ত হয়েছে” তাদের মধ্যে কয়েকজন বহু বছর ধরে সেবা করেছেন। এদের মধ্যে অন্তর্ভুক্ত বিরাট জনতার মধ্যে থেকে পরিপক্ক অধ্যক্ষরা যারা অতি মূল্যবান দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করেছেন। সুতরাং, গভার্নিং বডির কমিটিগুলির সভায় সাহায্য করার জন্য গভার্নিং বডি এই অধ্যক্ষদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়েছে। কাজ করার সর্বাধিক সময়ের রেকর্ড আছে এরা যে এমন ব্যক্তি তা নয়। বরঞ্চ, তারা পরিপক্ক, অভিজ্ঞ লোক যাদের কোন বিশেষ ক্ষেত্রে সাহায্য করার জন্য যোগ্যতা রয়েছে। একটি কমিটির সাথে কাজ করার ভার তাদের কোন বিশেষ পদমর্যাদা দেয় না। যেমন যীশু তার শিষ্যদের সম্বন্ধে বলেছিলেন, “তোমরা সকলে ভ্রাতা।” (মথি ২৩:৮) যাইহোক, এই ব্যক্তিদের প্রতি অনেক দায়িত্ব দেওয়া হবে, এবং ফলত “তাহাদের নিকট অধিক চাওয়া যাইবে।”—লূক ১২:৪৮.
বর্তমানে যিহোবার সংগঠনের অগ্রগতি দেখে আমরা আনন্দিত। গত দশ বছরে, যারা ক্ষেত্রে পরিচর্য্যা করছেন তাদের সংখ্যায় প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা মহান দায়ূদ, যীশু খ্রীষ্ট সম্বন্ধে এই ভবিষ্যদ্বানীর সাথে সমতা রাখে: “তার সরকারবৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না।” (যিশাইয় ৯:৭; কিং জেমস্ ভারশন) যেভাবে নথীনীয়রা যাজকদের সাথে যিরূশালেমের প্রাচীর পুনর্নিমাণ করতে কাজ করেছিল, সেই একইভাবে যিহোবার সংগঠন সম্বন্ধে ভবিষ্যদ্বানী আজ পূর্ণ হচ্ছে: “আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে।” (যিশাইয় ৬০:১০; নহিমিয় ৩:২২, ২৬) বর্তমান নথীনীয়দের প্রশংসা করা উচিৎ সত্য উপাসনা গড়ে তুলতে তাদের উদ্যোগের জন্য, যারা “যিহোবার যাজকদের” সাহায্য করছেন, যিহোবার বিশ্বব্যাপী সংগঠনে যে কোন কাজ অথবা পরিচর্য্যা তাদের দেওয়া হোক না কেন।—যিশাইয় ৬১:৫, ৬. (w92 4⁄15)