ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w09 ১০/১৫ পৃষ্ঠা ৩২
  • আপনি কি বাইবেল অধ্যয়নের জন্য সময় আলাদা করে রেখেছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি বাইবেল অধ্যয়নের জন্য সময় আলাদা করে রেখেছেন?
  • ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিবারগুলোর জন্য সাহায্য
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আগের ও পরের জীবন ঈশ্বরের বাক্য কার্যরত
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ!
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w09 ১০/১৫ পৃষ্ঠা ৩২

আপনি কি বাইবেল অধ্যয়নের জন্য সময় আলাদা করে রেখেছেন?

গত বছর পরিচালকগোষ্ঠী মণ্ডলীর সভার তালিকায় একটা রদবদলের বিষয়ে ঘোষণা করেছিল, যা পরিবারগতভাবে বাইবেল অধ্যয়ন এবং আলোচনার জন্য আরও বেশি সময় করে দেয়। আপনি যদি পরিবারের একজন মস্তক হয়ে থাকেন, তাহলে এই বিষয়ে নিশ্চিত হোন যে, আপনার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে এক অর্থপূর্ণ, নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হচ্ছে। সন্তান নেই এমন বিবাহিত দম্পতিরা এই সময়কে একসঙ্গে বাইবেল অধ্যয়ন করার জন্য ব্যবহার করতে চাইবে। অবিবাহিত ভাইবোনেরা, যাদের কোনো পারিবারিক দায়িত্ব নেই, তারা ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করার জন্য এই সময়ের সদ্‌ব্যবহার করতে পারবে।

পারিবারিক উপাসনার জন্য এক সন্ধ্যা রাখার এই ব্যবস্থার প্রতি অনেকে তাদের উপলব্ধিবোধ প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, কেভিন নামে একজন প্রাচীন লিখেছিলেন: “এই ব্যাপারে আমরা মণ্ডলীর সদস্যরা কেমন বোধ করি, তা প্রকাশ করার জন্য ‘ধন্যবাদ’ শব্দটি যথেষ্ট নয়। আমরা প্রাচীনরা আলোচনা করেছি যে, কীভাবে আমরা যে-রাতে সভা নেই সেই রাতে পরিচালকগোষ্ঠী আমাদেরকে যা করতে বলেছে, ঠিক তা-ই—আমাদের পরিবারের সঙ্গে অধ্যয়ন—করতে পারি।”

জোডি, যার স্বামী একজন প্রাচীন, তিনি লিখেছিলেন, “আমাদের তিন মেয়ে রয়েছে, যাদের বয়স ১৫, ১১ এবং ২ বছর। সম্প্রতি আমরা সাংকেতিক ভাষার একটা মণ্ডলীতে যোগ দিয়েছি। সমস্ত সভার জন্য প্রস্তুতি নিতে অনেক সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়। এখন এই রদবদলের ফলে, আমরা একটা বাড়তি সন্ধ্যা পেয়েছি, যেটা আমাদেরকে পারিবারিক উপাসনার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার সুযোগ করে দেয়!”

জন এবং জোয়েন নামে এক বিবাহিত দম্পতি যারা নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করছে, তারা লিখেছে: “আমাদের পারিবারিক বাইবেল অধ্যয়ন প্রায়ই বাদ পড়ত কারণ মণ্ডলীর বিভিন্ন কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদেরকে এটার জন্য সময় করে নিতে হতো। এই নতুন ব্যবস্থাটা হচ্ছে যিহোবার কাছ থেকে এক উপহার, যা আমাদের আধ্যাত্মিকভাবে সতেজ করে—যদি আমরা সেই সময়কে সেভাবে ব্যবহার করি, যেভাবে আমরা করব বলে আশা করা হয়েছে।”

টোনি নামে একজন অবিবাহিত ভাই, যার বয়স ২০-এর কোঠার মাঝামাঝি, তিনি মঙ্গলবারের সন্ধ্যাকে তার ব্যক্তিগত অধ্যয়নের রাত হিসেবে আলাদা করে রাখেন। তিনি সপ্তাহের অন্যান্য সময়কে মণ্ডলীর সভাগুলোর জন্য প্রস্তুতি নিতে ব্যবহার করে থাকেন। কিন্তু, টোনি বলেন, “আমি বিশেষভাবে মঙ্গলবারের জন্য সানন্দে অপেক্ষা করে থাকি।” কেন? “সেই সন্ধ্যায় আমি যিহোবার সঙ্গে এক বিশেষ সময় উপভোগ করি।” টোনি ব্যাখ্যা করেন: “প্রায় দু-ঘন্টা আমি এমন বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করি, যেগুলো যিহোবার সঙ্গে আমার সম্পর্ককে আরও শক্তিশালী করে। অধ্যয়নের জন্য আরেকটু বেশি সময় থাকায়, আমি বাইবেলের সেই পদগুলো নিয়ে ধ্যান করার সুযোগ পাই, যেগুলো আমি পড়েছি।” এর ফল কী হয়েছে? “যিহোবার পরামর্শ আগের চেয়ে আমার হৃদয়ের আরও গভীরে পৌঁছাচ্ছে।” তিনি কি এই বিষয়ে কোনো উদাহরণ বলতে পারেন? “অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ে আমি দায়ূদ এবং যোনাথনের বন্ধুত্বের বিষয়ে পড়েছি। আমি যোনাথনের নিঃস্বার্থ মনোভাব থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তার উদাহরণ আমাকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করেছে যে, প্রকৃত বন্ধু হওয়ার অর্থ কী। সত্যিই, মঙ্গলবারের রাতগুলোতে এইরকম আরও অনেক রত্ন আবিষ্কার করার জন্য আমি সানন্দে অপেক্ষা করে থাকি!”

কোনো সন্দেহ নেই যে, যিহোবার সমস্ত দাস অর্থপূর্ণ বাইবেল অধ্যয়ন এবং পারিবারিক উপাসনার জন্য এখন প্রাপ্তিসাধ্য বাড়তি সময়কে সদ্‌ব্যবহার করার দ্বারা প্রচুররূপে উপকৃত হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার