ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ৭/১৫ পৃষ্ঠা ৩
  • সহজ ইংরেজি সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সহজ ইংরেজি সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রহরীদুর্গ পত্রিকার সহজ সংস্করণ কেন শুরু করা হয়েছিল?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রহরীদুর্গ পত্রিকায় রোমাঞ্চকর পরিবর্তনগুলো!
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • হ্যাঁ, এটাই অধ্যয়ন সংস্করণ!
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ৭/১৫ পৃষ্ঠা ৩

সহজ ইংরেজি সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া

আমরা এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণের এই সংখ্যা থেকে শুরু করে আমরা পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য প্রতি মাসে একইসঙ্গে একটি সহজ ইংরেজি সংস্করণও প্রকাশ করব। এই পত্রিকায় অধ্যয়ন প্রবন্ধগুলো থাকবে আর জায়গা থাকলে বাছাইকৃত কিছু প্রবন্ধ থাকবে। আমরা বিশ্বাস করি যে, এটা অনেক যিহোবার সাক্ষির অতীব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক চাহিদা মেটাবে। কেন তা বলা যায়?

ইংরেজি হচ্ছে এমন এক বহুল প্রচলিত ভাষা, যে-ভাষায় বিভিন্ন দেশে আমাদের ভাইবোনেরা যেমন, ফিজি, ঘানা, কেনিয়া, লাইবেরিয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি এবং সলোমন দ্বীপপুঞ্জের ভাইবোনেরা কথা বলে থাকে। যদিও এই দেশগুলোতে আমাদের ভাইবোনেরা হয়তো অন্যান্য স্থানীয় ভাষায় অথবা আদি ভাষায় কথা বলে থাকে, কিন্তু তারা মণ্ডলীর সভাগুলোতে এবং ক্ষেত্রের পরিচর্যায় তাদের রোজকার ভাববিনিময়ের জন্য প্রায়ই ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে। তবে, তারা যে-ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে, তা আমাদের প্রকাশনায় প্রকাশিত ইংরেজির তুলনায় আরও সহজ। এ ছাড়া, যিহোবার লোকেদের মধ্যে অন্যেরাও রয়েছে, যারা এমন দেশগুলোতে চলে গিয়েছে, যেখানে তাদেরকে ভাববিনিময় করার জন্য ইংরেজি ব্যবহার করতেই হয়, এমনকী যদিও সেই ভাষা সম্বন্ধে তাদের জ্ঞান খুবই সীমিত। অধিকন্তু, তারা তাদের মাতৃভাষায় পরিচালিত মণ্ডলীর সভাগুলোতে যোগদান করতে পারে না।

প্রতি সপ্তাহে প্রহরীদুর্গ অধ্যয়নে আমরা যে-প্রবন্ধগুলো আলোচনা করে থাকি, সেগুলো আমাদের জন্য উপযুক্ত সময়ে আধ্যাত্মিক খাদ্য সরবরাহ করার প্রধান মাধ্যম। তাই, অংশগ্রহণকারী সকলেই যেন এই বিষয়বস্তু থেকে পূর্ণরূপে উপকৃত হয়, সেই উদ্দেশ্যে সহজ ইংরেজি সংস্করণে আরও ছোটো শব্দভাণ্ডার ও সহজ ব্যাকরণ এবং বাক্যগঠন ব্যবহার করা হয়েছে। এই নতুন সংস্করণে ভিন্ন ধরনের প্রচ্ছদ থাকবে। উপশিরোনাম, অনুচ্ছেদ, পুনরালোচনার প্রশ্নগুলো এবং অধ্যয়ন প্রবন্ধের বিভিন্ন ছবি সাধারণ সংস্করণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। ফলে, সবাই যেকোনো সংস্করণ ব্যবহার করতে পারবে এবং প্রহরীদুর্গ অধ্যয়নে অংশগ্রহণ করতে পারবে। এই দুটো সংস্করণের মধ্যে শব্দগত পার্থক্যটা দেখার জন্য নীচের উদাহরণ লক্ষ করুন, যা এই সংখ্যার প্রথম অধ্যয়ন প্রবন্ধের ২ অনুচ্ছেদ থেকে নেওয়া হয়েছে।

আমরা এই প্রত্যাশা করি যে, এই নতুন ব্যবস্থা এমন অনেক ব্যক্তির প্রার্থনার উত্তর দেবে, যারা যিহোবাকে এই কথা বলেছিল: “আমাকে বিবেচনা দেও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি।” (গীত. ১১৯:৭৩) আমরা নিশ্চিত যে, ইংরেজি সম্বন্ধে সীমিত জ্ঞান রয়েছে এমন ব্যক্তিরা আর সেইসঙ্গে ইংরেজিভাষী অল্পবয়সি ছেলে-মেয়েরা প্রতি সপ্তাহের প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আমরা সমস্ত ধন্যবাদ যিহোবাকে দিই কারণ তিনি ‘ভ্রাতৃসমাজকে প্রেম করেন’ বলে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাদ্য প্রদান করার জন্য ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসকে’ ব্যবহার করে যাচ্ছেন।—১ পিতর ২:১৭; মথি ২৪:৪৫.

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার