ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৭ পৃষ্ঠা ১-২
  • প্রহরীদুর্গ পত্রিকায় রোমাঞ্চকর পরিবর্তনগুলো!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রহরীদুর্গ পত্রিকায় রোমাঞ্চকর পরিবর্তনগুলো!
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের পাঠক-পাঠিকাদের প্রতি
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • হ্যাঁ, এটাই অধ্যয়ন সংস্করণ!
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সহজ ইংরেজি সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৭ পৃষ্ঠা ১-২

প্রহরীদুর্গ পত্রিকায় রোমাঞ্চকর পরিবর্তনগুলো!

১ এই বছরের শুরুর দিকে, মণ্ডলীগুলোতে এক রোমাঞ্চকর ঘোষণা করা হয়েছিল: ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে প্রহরীদুর্গ পত্রিকা দুটো ভিন্ন সংস্করণে বের হবে, একটা জনসাধারণের জন্য এবং অন্যটা আমাদের খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের জন্য! সম্ভবত আপনি ভাবছেন: ‘দুটো পত্রিকা কীভাবে ভিন্ন হবে? আলাদা আলাদা সংস্করণ করার সুবিধাগুলোই বা কী? নতুন সংস্করণগুলোতে কি কোনো নতুন বৈশিষ্ট্য রয়েছে? ভারতের বিভিন্ন ভাষায় কোন সংস্করণগুলো ছাপানো হবে?’

২ ভিন্নতাগুলো: ইংরেজি ভাষায়, মাসের এক তারিখের সংখ্যাটি জনসাধারণের সংস্করণ বলে পরিচিত হবে। এই সংখ্যার সমস্ত প্রবন্ধই জনসাধারণের কথা মাথায় রেখে প্রস্তুত করা হবে। মাসের ১৫ তারিখের সংখ্যাটি অধ্যয়ন সংস্করণ বলে পরিচিত হবে এবং সেটি ক্ষেত্রের পরিচর্যায় অর্পণ করা হবে না। এই সংখ্যাটিতে এক মাসের জন্য প্রয়োজনীয় সমস্ত অধ্যয়ন প্রবন্ধ থাকবে ও সেইসঙ্গে আরও কিছু প্রবন্ধ থাকবে, যেগুলোর প্রতি উৎসর্গীকৃত খ্রিস্টানরা বিশেষভাবে আগ্রহী। প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণটি শুধু যে সাক্ষিদের কাছেই আবেদন রাখবে তা নয়, কিন্তু সেটি সেই ন-সাক্ষিদের কাছেও আবেদন রাখবে, যারা বাইবেলকে সম্মান করে থাকে। অন্যদিকে, সচেতন থাক! পত্রিকা এখনও এক বিরাট সংখ্যক পাঠকের উদ্দেশেই প্রস্তুত করা হবে, যাদের অন্তর্ভুক্ত সন্দেহবাদীরা এবং সেই লোকেরা, যারা এক ন-খ্রিস্টীয় ধর্ম পালন করে বলে দাবি করে।

৩ সুবিধাগুলো: অধ্যয়ন সংস্করণে, “অগ্রগামী” শব্দটির মতো শব্দগুলোকে আর এমনভাবে ব্যাখ্যা করতে হবে না, যাতে ন-সাক্ষিরা বুঝতে পারে। এ ছাড়া, এই সংস্করণে সেই সম্পর্কযুক্ত তথ্যও থাকতে পারে, যা বিশেষ করে যিহোবার সাক্ষি এবং আধ্যাত্মিক অগ্রগতি করছে এমন বাইবেল ছাত্রদের জন্য প্রস্তুত করা হয়েছে। জনসাধারণের সংস্করণ সম্বন্ধে কী বলা যায়? যেহেতু এর বিষয়বস্তু এবং রচনাশৈলী জনসাধারণের উদ্দেশে হবে, তাই একজন ন-সাক্ষি পুরো পত্রিকা পড়া উপভোগ করবেন। অবশ্য, যিহোবার প্রত্যেক সাক্ষি এই পত্রিকার প্রতিটি সংখ্যা পড়ে উপকৃত হবেন।

৪ নতুন বৈশিষ্ট্যগুলো: প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণে কিছু রোমাঞ্চকর নতুন বৈশিষ্ট্য তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। একটা বৈশিষ্ট্য হল, এতে মৌলিক শাস্ত্রীয় শিক্ষাগুলোকে খুব সহজ ভাষায় আলোচনা করা হবে। অন্যটা হল, বাইবেল কীভাবে পরিবারগুলোকে সাহায্য করতে পারে, তা দেখানো হবে। অল্পবয়সিদের জন্য বাইবেল অধ্যয়ন অনুশীলনী উপস্থাপন করা হবে। প্রতিটি সংখ্যায় এমন একটা প্রবন্ধ থাকবে, যেটা নির্দিষ্ট বাইবেলের পদগুলো তুলে ধরবে, যেগুলো যিহোবার ব্যক্তিত্ব সম্বন্ধে আমাদের শিক্ষা দেয়।

৫ ভারতীয় ভাষাগুলো: প্রহরীদুর্গ পত্রিকার মাসিক অধ্যয়ন সংস্করণ এবং ত্রৈমাসিক জনসাধারণের সংস্করণ এই ভাষাগুলোতে ছাপানো হবে: কান্নাড়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম এবং হিন্দি। তবে, গুজরাটি, নেপালি এবং মিজো ভাষায় শুধুমাত্র একটা মাসিক সংযুক্ত সংস্করণই ছাপানো হবে। এটা মাসের এক তারিখে বের হবে এবং এর মধ্যে অধ্যয়ন সংস্করণ থেকে নেওয়া সমস্ত অধ্যয়ন প্রবন্ধ থাকবে ও সেইসঙ্গে জনসাধারণের সংস্করণ থেকে বাছাই করা প্রবন্ধগুলো থাকবে। ইংরেজি সংস্করণের ২০০৭ সালের ১৫ই ডিসেম্বর সংখ্যা থেকে যে-অধ্যয়ন প্রবন্ধগুলো বাদ যাচ্ছে, সেগুলো একটা ব্রোশারের আকারে নির্ধারিত ভাষাগুলোতে ছাপানো হবে।

৬ আমরা প্রার্থনা করি যে, প্রহরীদুর্গ পত্রিকার এই নতুন ব্যবস্থার ওপর যেন যিহোবার আশীর্বাদ থাকে। এই পত্রিকা ও সেইসঙ্গে সচেতন থাক! পত্রিকা যেন আরও অনেক যোগ্য ব্যক্তির কাছে সুসমাচার পৌঁছে দিতে পারে।​—⁠মথি ১০:⁠১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার