ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৪/১ পৃষ্ঠা ৩
  • ঈশ্বর কি আমাদেরকে শাস্তি দিচ্ছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কি আমাদেরকে শাস্তি দিচ্ছেন?
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রাকৃতিক দুর্যোগ কেন এত বেশি?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রাকৃতিক দুর্যোগগুলো কি ঈশ্বরের কাছ থেকে শাস্তিস্বরূপ?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সবচেয়ে কঠিন প্রশ্ন
    ২০০৭ সচেতন থাক!
  • যখন প্রাকৃতিক বিপর্যয় আঘাত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৪/১ পৃষ্ঠা ৩

ঈশ্বর কি আমাদেরকে শাস্তি দিচ্ছেন?

“দুর্যোগের শিকার ব্যক্তিদের জন্য যদিও আমি কষ্ট পাই, কিন্তু আমি মনে করি [এটা] হল টেমবাতসু (ঐশিক শাস্তি),” জাপানের একজন প্রধান রাজনীতিবিদ সেই দেশে ২০১১ সালের মার্চ মাসে ৯.০ মাত্রার এক ভূমিকম্প ও সুনামি আঘাত করার পর এ কথা বলেছিলেন।

২০১০ সালের জানুয়ারি মাসে হাইতিতে ঘটা ভূমিকম্পে যখন ২,২০,০০০-এরও বেশি লোক মারা গিয়েছিল, তখন দূরদর্শনের একজন বিশিষ্ট ধর্ম প্রচারক দাবি করেছিলেন যে, তারা “দিয়াবলের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ” হওয়ার কারণেই তা হয়েছিল আর তাই তাদের “ঈশ্বরের প্রতি ফেরার” দরকার ছিল।

ফিলিপিনসের ম্যানিলাতে যখন হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৭৯ জন লোক মারা গিয়েছিল, তখন একজন ক্যাথলিক যাজক ঘোষণা করেছিলেন যে, “ঈশ্বর আমাদের সংবেদনহীন ও উদাসীন বিবেককে সচেতন করতে চান।” সেখানকার একটি সংবাদপত্র জানিয়েছিল যে, “শতকরা ২১ জন প্রাপ্তবয়স্ক বিশ্বাস করে যে, ঈশ্বর ধ্বস, প্রবল ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগের দ্বারা তাঁর ক্রোধ প্রকাশ করছেন,” যেগুলো বার বার সেই দেশকে আঘাত করে।

ঈশ্বর খারাপ লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন দুর্যোগ নিয়ে আসেন, এই বিশ্বাস নতুন নয়। ১৭৫৫ সালে, পোর্তুগালের লিসবনে ঘটা এক ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও সুনামিতে প্রায় ৬০,০০০ লোক মারা যাওয়ার পর, একজন বিখ্যাত দার্শনিক ভলতেয়ার প্রশ্ন করেছিলেন: “তাহলে প্যারিস, যেখানে বিলাসিতার আনন্দ ছেয়ে রয়েছে, সেখানকার চেয়ে ধ্বংসপ্রাপ্ত লিসবনের মধ্যে কি আরও বেশি মন্দতা ছিল?” বস্তুতপক্ষে, লক্ষ লক্ষ লোক চিন্তা করে যে, লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর হয়তো প্রাকৃতিক দুর্যোগগুলো ব্যবহার করছেন। অনেক দেশে এই ধরনের দুর্যোগগুলোকে বাস্তবে ঈশ্বরের কাজ বলে আখ্যা দেওয়া হয়ে থাকে।

এই সমস্তকিছুর পরিপ্রেক্ষিতে, আমাদের জিজ্ঞেস করা দরকার: ঈশ্বর কি সত্যই লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগগুলোকে ব্যবহার করছেন? সাম্প্রতিক কালে অবিরত ঘটা ধ্বংসাত্মক ঘটনাগুলো কি ঈশ্বরের কাছ থেকে পাওয়া শাস্তি?

ঈশ্বরকে সঙ্গেসঙ্গে দোষ দিয়ে কেউ কেউ বাইবেলের সেই বিবরণগুলোর বিষয়ে উল্লেখ করে, যেখানে ঈশ্বর প্রাকৃতিক উপাদানগুলোর দ্বারা ধ্বংস নিয়ে এসেছিলেন। (আদিপুস্তক ৭:১৭-২২; ১৮:২০; ১৯:২৪, ২৫; গণনাপুস্তক ১৬:৩১-৩৫) কিন্তু, বাইবেলের এই বিবরণগুলোকে পরীক্ষা করা দেখায় যে, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনটে প্রধান বৈশিষ্ট্যমূলক বিষয় রয়েছে। প্রথমত, আগে থেকে সাবধানবাণী দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, আজকের দিনের প্রাকৃতিক দুর্যোগগুলোর বৈসাদৃশ্যে, যেখানে ভালো ও মন্দ উভয় লোকই মারা যায়, সেখানে ঈশ্বর থেকে ধ্বংস ছিল বাছাই করা। কেবলমাত্র অনুতাপহীন দুষ্ট লোকেরা অথবা যারা সাবধানবাণীতে মনোযোগ দেয়নি তারাই ধ্বংস হয়েছিল। তৃতীয়ত, ঈশ্বর নির্দোষ লোকেদের রক্ষা পাওয়ার এক পথ করে দিয়েছিলেন।—আদিপুস্তক ৭:১, ২৩; ১৯:১৫-১৭; গণনাপুস্তক ১৬:২৩-২৭.

আজকের দিনে, অগণিত দুর্যোগে যে-লক্ষ লক্ষ লোকের জীবন হানি হচ্ছে, তাতে এরকম কোনো প্রমাণ নেই যে, সেগুলোর পিছনে ঈশ্বর রয়েছেন। তাহলে, এই ধরনের দুর্যোগগুলো লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কী? কীভাবে আমরা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি? আর এমন সময় কি কখনো আসবে যখন আর কোনো দুর্যোগ থাকবে না? পরবর্তী প্রবন্ধগুলোতে আপনি উত্তরগুলো খুঁজে পাবেন। (w১১-E ১২/০১)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার