ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ১০/১৫ পৃষ্ঠা ৩২
  • ‘শিশুদের মুখ হইতে’ উৎসাহ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘শিশুদের মুখ হইতে’ উৎসাহ
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিলেন​—রাশিয়ায়
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক সুদীর্ঘ আইনি লড়াইয়ে বিজয়লাভ!
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অল্পবয়সিদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে সাহায্য করুন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ১০/১৫ পৃষ্ঠা ৩২

‘শিশুদের মুখ হইতে’ উৎসাহ

২০০৯ সালের ডিসেম্বর মাসে, রাশিয়ার সর্বোচ্চ আদালত এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যার কারণে রাশিয়ার টাগেনরোগের যিহোবার সাক্ষিদের স্থানীয় ধর্মীয় সংগঠনকে বাতিল করে দেওয়া হয়েছিল, কিংডম হল বাজেয়াপ্ত করা হয়েছিল এবং আমাদের ৩৪টি প্রকাশনাকে জনগণের জন্য বিপদজনক বলে রায় প্রদান করা হয়েছিল। এই দুঃখজনক ঘটনাটা যিহোবার সাক্ষিদের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হয়েছিল, যেখানে এই সিদ্ধান্তের দ্বারা ক্ষতিগ্রস্ত সাক্ষিদের ও সেইসঙ্গে অল্পবয়সি ছেলে-মেয়েদের ছবিও প্রকাশ করা হয়েছিল।

কয়েক মাস পর, রাশিয়াতে অবস্থিত যিহোবার সাক্ষিদের প্রশাসনিক কেন্দ্রে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক সাক্ষি পরিবারের কাছ থেকে একটা বাক্স এবং নিম্নোক্ত চিঠিটা আসে, যারা আদালতের সিদ্ধান্তের রিপোর্টটা দেখেছিল: “প্রিয় ভাইয়েরা, রাশিয়ার বন্ধুদের বিশ্বাস ও পরীক্ষা আমাদের সন্তান কোডি এবং লারিসার মনের ওপর গভীর ছাপ ফেলেছে। তারা কার্ড ও চিঠি লিখেছে এবং আমরা টাগেনরোগের সেই অল্পবয়সিদেরকে পাঠানোর জন্য ছোটো ছোটো উপহারের প্যাকেট তৈরি করেছি আর তা কেবল তাদেরকে এই বিষয়টা জানানোর জন্য যে, অনেক দূরবর্তী স্থানের অন্যান্য অল্পবয়সিও বিশ্বস্ততার সঙ্গে যিহোবার সেবা করে এবং তাদের জন্য চিন্তা করে। তারা সকলকে উষ্ণ আলিঙ্গন এবং প্রেম পাঠায়।”

উপহারগুলো পাওয়ার পর, টাগেনরোগের অল্পবয়সিরা অস্ট্রেলিয়ার সেই পরিবারকে ধন্যবাদ দিয়ে চিঠি লিখে সেটার মধ্যে চিত্র এঁকে পাঠিয়েছিল। অল্পবয়সী বা ‘শিশুদের মুখ হইতে’ উৎসাহের অভিব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে রাশিয়ার শাখা অফিসে সেবারত একজন সাক্ষি, কোডি এবং লারিসাকে লিখেছিলেন: “তোমরা কল্পনা করতে পারো যে, অল্পবয়সিরা এবং প্রাপ্তবয়স্করা যখন এমন কিছুর জন্য শাস্তি পায়, যা তারা করেনি, তখন সেটা কতটা দুঃখজনক। টাগেনরোগের ভাইবোনেরা অন্যায় কিছু করেনি কিন্তু তার পরও তাদের কিংডম হল নিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে তারা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিল। এটা জানা তাদের জন্য উৎসাহজনক হবে যে, পৃথিবীর অন্য প্রান্তে থাকা সত্ত্বেও কেউ কেউ তাদের সম্বন্ধে চিন্তা করছে। তোমাদের উষ্ণ এবং উদার মনোভাবের জন্য অনেক ধন্যবাদ!”—গীত. ৮:২.

আমরা সত্যিই বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজের অংশ আর পরস্পরের প্রতি প্রেম আমাদের সকলকে জীবনের পরীক্ষা এবং সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করে। যিহোবার সাক্ষিদের প্রকাশনা ঘৃণা জাগিয়ে তোলে কি না, তা নিয়ে যেখানে আদালতে তর্কবিতর্ক হচ্ছে, সেখানে আমাদের অল্পবয়সিরা জাতিগত অথবা সাংস্কৃতিক সীমা অতিক্রম করে শান্তভাবে পরস্পরের মঙ্গলের প্রতি চিন্তা প্রকাশ করছে এবং যিশুর এই কথাগুলোর সত্যতা প্রদর্শন করছে: “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।”—যোহন ১৩:৩৫.

[৩২ পৃষ্ঠার চিত্রগুলো]

রাশিয়ার অল্পবয়সিরা (বাম দিকে), যারা অস্ট্রেলিয়ার অল্পবয়সিদের (ডান দিকে) কাছ থেকে উপহার পেয়েছে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার