ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp18 নং ৩ পৃষ্ঠা ১২
  • আমাদের দুঃখকষ্টের জন্য কে দায়ী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের দুঃখকষ্টের জন্য কে দায়ী?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দুঃখকষ্ট
    ২০১৫ সচেতন থাক!
  • বাইবেল কী বলে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
wp18 নং ৩ পৃষ্ঠা ১২
একটা গাড়ি দুর্ঘটনার পর উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালাচ্ছে

আমাদের দুঃখকষ্টের জন্য কে দায়ী?

ঈশ্বর যদি আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী না হন, তা হলে এই ব্যাপক খাদ্যাভাব, চরম দরিদ্রতা, ভয়াবহ যুদ্ধ, গুরুতর অসুস্থতা ও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আসলে কে দায়ী? ঈশ্বরের বাক্য বাইবেল মানুষের দুঃখকষ্টের তিনটে প্রধান কারণ প্রকাশ করে:

  1. ১. স্বার্থপরতা, লোভ ও ঘৃণা। “এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।” (উপদেশক ৮:৯) লোকেরা প্রায়ই কষ্টভোগ করে কারণ তারা অসিদ্ধ, স্বার্থপর অথবা নিষ্ঠুর মানুষের দ্বারা নিপীড়িত হয়।

  2. ২. অপ্রত্যাশিত ঘটনা। মানুষের দুঃখকষ্টের আরেকটা কারণ হল, “সকলের প্রতি কাল ও দৈব” বা অপ্রত্যাশিত ঘটনা “ঘটে।” (উপদেশক ৯:১১) এগুলো এইজন্য ঘটে কারণ লোকে ভুল সময়ে ভুল স্থানে থাকে আর দুর্ঘটনার শিকার হয় অথবা লোকেরা অসতর্ক হয়ে পড়ে কিংবা ভুল করে।

  3. ৩. জগতের মন্দ শাসক। বাইবেল মানুষের দুঃখকষ্টের প্রধান কারণ স্পষ্টভাবে শনাক্ত করে। এটি জানায়: “সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে।” (১ যোহন ৫:১৯) ‘পাপাত্মা’ হল শয়তান দিয়াবল। এই শক্তিশালী আত্মিক প্রাণী প্রথমে ঈশ্বরের একজন দূত ছিল কিন্তু পরে সে “সত্যে থাকে নাই।” (যোহন ৮:৪৪) পরবর্তী সময়ে, কিছু স্বর্গদূত শয়তানের সঙ্গে যোগ দেয় এবং স্বার্থপর আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য ঈশ্বরের বিরোধিতা করে আর এভাবে নিজেদের মন্দদূতে পরিণত করে। (আদিপুস্তক ৬:১-৫) শয়তান ও তার মন্দদূতেরা তাদের বিদ্রোহের পর থেকে এই জগতের কাজকর্মের উপর এক জোরালো ও নিষ্ঠুর প্রভাব বিস্তার করে চলেছে। এটা বিশেষ করে আমাদের সময়ে সত্য বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে, দিয়াবল খুবই রেগে রয়েছে এবং ‘সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মাইতেছে’ আর এর ফল স্বরূপ ‘পৃথিবীর সন্তাপ’ ঘটছে। (প্রকাশিত বাক্য ১২:৯, ১২) নিশ্চিতভাবে, শয়তান একজন নিষ্ঠুর শাসক। সে মানুষের দুঃখকষ্ট দেখে খুবই আনন্দ পায়। ঈশ্বর নয় বরং শয়তান মানুষের দুঃখকষ্টের জন্য দায়ী।

বিবেচনা করুন: কেবলমাত্র একজন নির্দয় ও জঘন্য দুষ্কর্মকারী ব্যক্তি নির্দোষ মানুষের জন্য দুঃখকষ্ট নিয়ে আসতে পারে। এর বিপরীতে, বাইবেল বলে: “ঈশ্বর প্রেম।” (১ যোহন ৪:৮) ঈশ্বরের প্রেমময় ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে এই কথাগুলো বলা যায়, “ইহা দূরে থাকুক যে, ঈশ্বর দুষ্কার্য্য করিবেন, সর্ব্বশক্তিমান্‌ অন্যায় করিবেন।”—ইয়োব ৩৪:১০.

কিন্তু, আপনি হয়তো স্বাভাবিকভাবে মনে করেন, ‘আর কত দিন সর্বশক্তিমান ঈশ্বর শয়তানকে তার নিষ্ঠুর শাসন চালিয়ে যেতে অনুমতি দেবেন?’ আমরা যেমন দেখেছি, ঈশ্বর মন্দতাকে ঘৃণা করেন আর আমাদের দুঃখকষ্ট ভোগ করতে দেখে তিনি খুবই কষ্ট পান। এ ছাড়া, তাঁর বাক্য আমাদের উৎসাহ দেয়: “তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।” (১ পিতর ৫:৭) ঈশ্বর আমাদের ভালোবাসেন আর তাঁর সমস্ত দুঃখকষ্ট ও অবিচার দূর করার ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রবন্ধে এই বিষয়টা ব্যাখ্যা করা হবে।a

a কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের ২৬ পাঠ দেখুন। এই বইটা www.pr418.com থেকে বিনা মূল্যে ডাউনলোড করার জন্য পাওয়া যাচ্ছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার