আমাদের যা আছে তার জন্য আমরা কৃতজ্ঞ
১ “ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।” (রোমীয় ৫:৮) আমাদের জন্য যিহোবা ঈশ্বর এবং তাঁর পুত্রের দ্বারা সম্পাদিত মহত্তম বলিদানের প্রতি আমাদের সকলের কতই না কৃতজ্ঞ হওয়া উচিত! খ্রীষ্টের পাতিত রক্তের মাধ্যমে, আমাদের জন্য অনন্ত জীবনের সুযোগ দেওয়া হয়েছে, যা কোন মানুষ আমাদের দিতে পারে না।
২ কিভাবে আমরা আমাদের উপলব্ধি প্রকাশ করতে পারি? অনেক লোকেরা আছে যারা সত্যের জ্ঞানের জন্য আকাঙ্ক্ষী, যা একমাত্র ঈশ্বরের পবিত্র বাক্যেই পাওয়া যায়। এটা যিহোবার ইচ্ছা যে তারা সত্যের জ্ঞানের কাছে আসবে। (১ তীম. ২:৪) ‘ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার’ মাধ্যমে আমরা সত্যের প্রতি আমাদের উপলব্ধিবোধ প্রকাশ করি। (লূক ৪:৪৩) এই কাজে সম্পূর্ণ চিত্তে অংশ গ্রহণ দেখায় যে আমরা উপলব্ধি করি খ্রীষ্ট আমাদের জন্য মরেছেন আর তাই আমরা বিশ্বস্তভাবে তাঁর, অন্যদের শিষ্যকরণের আদেশের প্রতি বাধ্যতার দ্বারা আমরা তাঁকে অনুকরণ করতে চাই।—মথি ২৮:১৯, ২০.
৩ আমাদের সামনে প্রচারের কী কী উপায় খোলা আছে? মাঝে মাঝে সহায়ক অগ্রগামী হিসাবে তালিকায় নাম লেখানো কি আমাদের পক্ষে সম্ভব? সমর্থ বিবেচনার পর কেউ কেউ হয়ত নিয়মিত অগ্রগামী পরিচর্যার কাজ আরম্ভ করতে সমর্থ হতে পারে। এই অপূর্ব সুযোগগুলিকে অগ্রাধিকার দেওয়ার দ্বারা আমরা রাজ্যের সুসমাচার প্রসারে আমাদের সময়কে বৃদ্ধি করতে পারি। সময় অতিবাহিত হওয়ার সময় আপনি হয়ত লক্ষ্য স্থাপনের বিষয় ভেবেছিলেন, কিন্তু তাতে অনেক বাধা ছিল। হয়ত আপনার সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই যদি হয়, তাহলে নিয়মিত অগ্রগামী পরিচারক অথবা একজন সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করার কথা কি গুরুত্বতার সাথে ভেবে দেখেছেন?
৪ যখন আমরা আমাদের চারিদিকে কী ঘটছে তা দেখি, তখন আমাদের কৃতজ্ঞতা-জ্ঞাপন আরও প্রগাঢ় হয়ে উঠে। পৃথিবীর সর্বত্র দৌরাত্ম্য, বিদ্বেষ এবং দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। পৌল সঠিকভাবেই আমাদের দিনকে “বিষম” সময় আর তা “মোকাবিলা করা কঠিন হবে” বলে বর্ণনা করেছিলেন। (২ তীম. ৩:১, NW) এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আমাদের কাছে অন্যদের সাথে বন্টন করতে সুসমাচারের প্রাচুর্য রয়েছে। আমাদের কাছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! নামে দুটি অপূর্ব পত্রিকা রয়েছে। এই মাসে আমরা গ্রাহকভুক্তি অথবা একটি করে কপি অর্পণ করতে পারি। এছাড়াও বেশ কিছু বিষয়বস্তুর উপর আমাদের ব্রোশারগুলিও আছে। এই প্রকাশনাগুলি যারা পড়ে তাদের জন্য প্রকৃত সন্তোষ আনতে পারে। আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনই আমাদের প্ররোচিত করে অন্যদের সাথে তা বন্টনে উদার হতে।—ইব্রীয় ১৩:১৬.
৫ এমন হতে পারে যে, যে অঞ্চলে আপনি বসবাস করেন সেখানকার লোকেরা আধ্যাত্মিক বিষয়গুলিতে খুব অল্পই আগ্রহ প্রদর্শন করে। এর বিপরীতে, অনেক এলাকা রয়েছে যেগুলি কিন্তু ফলপ্রদ। আপনার মাতৃ-ভাষা ছাড়া অন্যান্য ভাষায় আপনি যদি কথা বলতে পারেন, তাহলে এই দেশের কোন এক অঞ্চলে যেখানে সত্যিই আপনার সাহায্যের একান্ত প্রয়োজন, সেখানে একজন নিয়মিত অগ্রগামী হিসাবে পরিচর্যা করতে আপনার পক্ষে কি স্বেচ্ছায় প্ররোচিত হওয়া সম্ভব? এই বিষয়ে আপনার সীমা অধ্যক্ষ হয়ত আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন।
৬ আমাদের যা আছে, প্রকৃতই উত্তম জিনিসের প্রাচুর্য, তার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়ার অনেক কারণ আছে। অন্যদের কাছে তাঁর নাম ও উদ্দেশ্য সম্বন্ধে জানানোর দ্বারা সবচেয়ে ভালোভাবে যিহোবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।—যিশা. ১২:৪, ৫.