কৃতজ্ঞতা দেখান
১ যদিও আমরা ‘বিষম সময়ে’ বাস করছি, তবুও যিহোবার প্রতি কৃতজ্ঞ হওয়ার অনেক কারণ আমাদের রয়েছে। (২ তীম. ৩:১) এগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণটা হল, আমাদের জন্য মহামূল্যবান দান তাঁর পুত্র। (যোহন ৩:১৬) এ ছাড়া, মিথ্যা ধর্মের লোকেরা যেখানে আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত, সেখানে আমরা প্রচুর আধ্যাত্মিক খাদ্য উপভোগ করছি। (যিশা. ৬৫:১৩) আমরা এক বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের অংশ এবং সত্য উপাসনার রোমাঞ্চকর বৃদ্ধিতে অংশ নেওয়ার অদ্বিতীয় সুযোগ আমাদের রয়েছে। (যিশা. ২:৩, ৪; ৬০:৪-১০, ২২) যিহোবা আমাদের ওপর যে-আশীর্বাদগুলো বর্ষণ করেন, সেগুলোর জন্য কীভাবে আমরা তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি?—কল. ৩:১৫, ১৭.
২ আনন্দপূর্ণ, পূর্ণ-হৃদয়ের সেবা: বস্তুগত দানের বিষয়ে আলোচনা করার সময়, প্রেরিত পৌল লিখেছিলেন: “ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” (২ করি. ৯:৭) এই নীতিটি ঈশ্বরের প্রতি আমাদের সেবার বেলায়ও প্রযোজ্য। সত্যের জন্য আমাদের উদ্যমে, খ্রিস্টীয় সভাগুলোতে আমাদের আনন্দে, ক্ষেত্রের পরিচর্যায় আমাদের উদ্যোগে এবং হৃষ্টচিত্তে ঐশিক ইচ্ছা পালন করায় কৃতজ্ঞতা প্রতিফলিত হয়।—গীত. ১০৭:২১, ২২; ১১৯:১৪; ১২২:১; রোমীয় ১২:৮, ১১.
৩ প্রাচীন ইস্রায়েলে ব্যবস্থা কিছু কিছু উৎসর্গের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণ দাবি করেনি। প্রত্যেক উপাসক “সদাপ্রভুর দত্ত আশীর্ব্বাদানুসারে আপন আপন সঙ্গতি অনুযায়ী” যা পেতেন, সেটা দেওয়ার দ্বারা তার কৃতজ্ঞতা দেখাতে পারতেন। (দ্বিতী. ১৬:১৬, ১৭) একইভাবে আজকে, এক কৃতজ্ঞ হৃদয় আমাদেরকে রাজ্য প্রচার ও শিষ্য তৈরির কাজে আমাদের পরিস্থিতি যতখানি সুযোগ করে দেয়, ততখানি করতে প্রেরণা দেবে। গ্রীষ্মের মাসগুলো প্রায়ই আমাদের কৃতজ্ঞতা দেখানোর বাড়তি সুযোগগুলো করে দেয়। কেউ কেউ ক্ষেত্রের পরিচর্যায় তাদের সময় বাড়ানোর, এমনকি সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য কাজের অথবা স্কুলের ছুটির সদ্ব্যবহার করে। এই গ্রীষ্মে আপনি কি আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?
৪ ধন্যবাদ সহকারে উপচে পড়ুন: যিহোবাকে আমাদের ধন্যবাদ জানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপায় হল প্রার্থনা। (১ থিষল. ৫:১৭, ১৮) ঈশ্বরের বাক্য আমাদেরকে ‘ধন্যবাদ সহকারে উপচিয়া পড়িতে’ পরামর্শ দেয়। (কল. ২:৭) এমনকি আমরা যখন খুব ব্যস্ত অথবা চাপের মধ্যে থাকি, তখনও রোজকার প্রার্থনায় সবসময় আমাদের ধন্যবাদ জানানো উচিত। (ফিলি. ৪:৬) হ্যাঁ, আমাদের পরিচর্যা ও সেইসঙ্গে আমাদের প্রার্থনার মাধ্যমে আমরা যেন ‘অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশে উপচিয়া পড়ি।’—২ করি. ৯:১২.