ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৭ পৃষ্ঠা ১
  • “কৃতজ্ঞ হও”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “কৃতজ্ঞ হও”
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “কৃতজ্ঞ হও”
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কৃতজ্ঞতার প্রার্থনা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • “কৃতজ্ঞ হও”
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৭ পৃষ্ঠা ১

“কৃতজ্ঞ হও”

১ আমাদের বেশির ভাগই ছেলেবেলা থেকে “অনুগ্রহ করে” এবং “আপনাকে ধন্যবাদ,” কথাগুলি বলতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি যখন কেউ আমাদের প্রতি সৌজন্য অথবা দয়া দেখায়। পৌল আমাদের সর্বদা ‘কৃতজ্ঞ হতে’ উপদেশ দেন আর বিশেষভাবে আমাদের যিহোবার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। (কল. ৩:​১৫, ১৬) কিন্তু আমরা কিভাবে আমাদের মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? আর তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আমাদের কোন্‌ বিশেষ কারণগুলি আছে?

২ প্রেরিত পৌল লিখেছিলেন: “ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।” (১ করি. ১৫:৫৭) প্রতি বছর স্মরণার্থকের সময়ে, মুক্তির মূল্য প্রদানের দ্বারা ঈশ্বর এবং খ্রীষ্ট উভয়ের প্রদর্শিত অবাধ প্রেমের কথা আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, যেটি আমাদের অনন্ত জীবনের আশা দান করে। (যোহন ৩:​১৬) যেহেতু আমাদের প্রায় সকলেই মৃত্যুতে প্রিয়জনদের হারিয়েছি, তাই যীশুর পুনরুত্থান সম্বন্ধীয় প্রতিজ্ঞার জন্য আমরা কতই না কৃতজ্ঞ! যখন একেবারেই কখনও না মরে এই বিধিব্যবস্থার শেষে রক্ষা পাওয়ার প্রত্যাশাটির বিষয় গভীরভাবে চিন্তা করি, তখন আমাদের হৃদয় কৃতজ্ঞতায় উপছে পড়ে। (যোহন ১১:​২৫, ২৬) সেই সমস্ত অপূর্ব আশীর্বাদগুলির জন্য ধন্যবাদ প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন যা আগত পার্থিব পরমদেশে যিহোবার হস্ত থেকে এখনও আমাদের অভিজ্ঞতা করার আছে। (প্রকা. ২১:⁠৪) ঈশ্বরের কাছে ‘কৃতজ্ঞ হওয়ার’ আর কোন্‌ সর্বোত্তম কারণগুলি একজনের থাকতে পারে?

৩ ঈশ্বরের প্রতি কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন: তাঁর মঙ্গলভাবের জন্য প্রার্থনায় যিহোবাকে আমাদের ধন্যবাদ জানানো সবসময়ের জন্য উপযুক্ত। (গীত. ১৩৬:​১-৩) এছাড়া, অন্যান্য ইতিবাচক উপায়েও আমরা তাঁকে আমাদের ধন্যবাদ জানাতে পরিচালিত হই। উদাহরণস্বরূপ, আমরা অবশ্যই, ২৩শে মার্চ, রবিবার খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় উপস্থিত থাকব। স্থানীয় মণ্ডলী এবং জগদ্ব্যাপী কাজের বস্তুগত প্রয়োজনগুলি মেটাতে সাহায্য করার জন্য আমরা আনন্দের সাথে ‘আমাদের ধনে যিহোবার সম্মান করি।’ (হিতো. ৩:⁠৯) আমরা পূর্ণভাবে প্রাচীনদের সমর্থন ও তাদের সাথে সহযোগিতা করি আর এইভাবে তাদের মাধ্যমে তিনি যে সাহায্য প্রদান করেন, তার জন্য যিহোবাকে আমাদের কৃতজ্ঞতা দেখিয়ে থাকি। (১ থিষল. ৫:​১২, ১৩) প্রতিদিন, আমরা আমাদের উত্তম আচরণ বজায় রাখতে প্রচেষ্টা করি যা ঈশ্বরের নামকে গৌরবান্বিত করে। (১ পিতর ২:​১২) আমাদের কৃতজ্ঞতার এই সব প্রমাণগুলিতে যিহোবা খুশি হন।​—⁠১ থিষল. ৫:⁠১৮.

৪ আমাদের ধন্যবাদ জ্ঞাপনের সর্বোত্তম অভিব্যক্তি: রাজ্য-প্রচার কাজে আমাদের সম্পূর্ণ-চিত্ত অংশ থাকা, যিহোবার নামকে সম্মান করা, প্রার্থনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিষ্ঠার সাথে সত্যকে রক্ষা করা হল সেই আন্তরিক ধন্যবাদের সর্বোত্তম অভিব্যক্তিগুলির মধ্যে অন্যতম যা আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি করতে পারি সেই সমস্ত কিছুর জন্য যা তিনি আমাদের জন্য করেছেন। “যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়” তাঁর এই ইচ্ছার সমর্থনে আমাদের তাঁর প্রতি পবিত্র সেবা নিবেদন করতে দেখে যিহোবা আনন্দিত হন। (১ তীম. ২:​৩, ৪) সেই কারণে বহু প্রকাশক, যারা এর জন্য ব্যবস্থা করতে পারে, তারা ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় প্রকাশিত মার্চ, এপ্রিল এবং মে মাসের কোন একটিতে কিংবা তার বেশি মাস সহায়ক অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করার আহ্বানে সাড়া দিচ্ছে। পরিচর্যায় অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োগ করা হল ঈশ্বরের প্রতি ‘কৃতজ্ঞতা হওয়ার’ একটি উত্তম উপায়। আপনি কি এপ্রিল, মে মাসে অগ্রগামীদের সারিতে যোগ দিতে সমর্থ হবেন?

৫ আমাদের অনন্তকাল বেঁচে থাকার এক নিশ্চিত আশা দেওয়া হয়েছে। যখন আমরা দেখি এটি পূর্ণ হচ্ছে, তখন আমাদের প্রতিদিন ক্রমাগতভাবে আনন্দপূর্বক যিহোবাকে ধন্যবাদ দিয়ে চলার জন্য আরও অজস্র কারণ থাকে।​—⁠গীত. ৭৯:১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার