ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৭ পৃষ্ঠা ২
  • মার্চ মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মার্চ মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • মার্চ ৩ থেকে যে সপ্তাহ শুরু
  • মার্চ ১০ থেকে যে সপ্তাহ শুরু
  • মার্চ ১৭ থেকে যে সপ্তাহ শুরু
  • মার্চ ২৪ থেকে যে সপ্তাহ শুরু
  • মার্চ ৩১ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৭ পৃষ্ঠা ২

মার্চ মাসের পরিচর্যা সভাগুলি

মার্চ ৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৫৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সাহিত্য অর্পণ এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী অন্তর্ভুক্ত করুন। ২৩শে মার্চ স্মরণার্থক সভার জন্য আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো শুরু করতে সকলকে উৎসাহিত করুন। স্মরণার্থক আমন্ত্রণপত্রের একটি কপি প্রদর্শন করুন আর এর সরবরাহ অর্জন এবং এই সপ্তাহে সেগুলিকে বিতরণ করা শুরু করতে সকলকে পরামর্শ দিন।

১৫ মি: “আপনার পরিবারকে গড়ে তুলুন।” প্রশ্নোত্তর। ১৯৯৫ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর পৃষ্ঠা ২২৮ থেকে অভিজ্ঞতাগুলি অন্তর্ভুক্ত করুন।

২০ মি: “এক স্থায়ী ভবিষ্যৎ সুরক্ষিত করতে পরিবারগুলিকে সাহায্য করা।” (অনুচ্ছেদ ১-৫) অনুচ্ছেদ ১ এর উপর সংক্ষিপ্ত মন্তব্য করুন এবং তারপর কিভাবে পারিবারিক সুখ (ইংরাজি) বইটির প্রতি অধ্যায় শিরোনামগুলি, রঙীন চিত্রগুলি এবং পুনরালোচনার বাক্সগুলি ব্যবহার করার দ্বারা আগ্রহ উৎপন্ন করা যেতে পারে তা আলোচনা করুন। অনুচ্ছেদ ২-৫ এর উপস্থাপনাগুলি প্রদর্শন করতে যোগ্য প্রকাশকদের রাখুন। সেই পরিবারগুলির কাছে যারা পূর্বে আগ্রহ দেখিয়েছে বইটি অর্পণ করার জন্য এক বিশেষ প্রচেষ্টা করতে সকলকে উৎসাহিত করুন।

গান ৭১ এবং সমাপ্তির প্রার্থনা।

মার্চ ১০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৫৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। মার্চ ১৮-​২৩ তারিখের জন্য, তালিকাভুক্ত স্মরণার্থক বাইবেল অধ্যয়ন, যেমন প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা-য় উল্লেখিত হয়েছে তা অনুসরণ করার বিষয়ে নিশ্চিত হতে সকলকে স্মরণ করিয়ে দিন।

২০ মি: “কৃতজ্ঞ হও।” প্রশ্নোত্তর। বাইবেল ছাত্রদের, আগ্রহী ব্যক্তিদের, পরিবারের অনুকূল সদস্যদের এবং যে কোন ভাই ও বোন, যারা মণ্ডলীর সাথে সক্রিয়ভাবে মেলামেশা করে না স্মরণার্থক সভায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানাতে সকলের আন্তরিক প্রচেষ্টা করা উচিত। স্মরণার্থক আমন্ত্রণপত্র ব্যবহার করে প্রকাশকের স্মরণার্থক সভায় আগ্রহী ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সংক্ষিপ্ত প্রদর্শন। জুলাই ১, ১৯৮৮, প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১১, অনুচ্ছেদ ১৬-​১৭ এর উপর অতিরিক্ত মন্তব্যগুলি করুন। এপ্রিল এবং মে মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে তাদের সকলকে উৎসাহিত করুন।

১৫ মি: “এক স্থায়ী ভবিষ্যৎ সুরক্ষিত করতে পরিবারগুলিকে সাহায্য করা।” (অনুচ্ছেদ ৬-৮) যখন কর্মক্ষেত্রে, বিদ্যালয়ে, পার্কে অথবা জনসাধারণের যানবাহনে এবং সেই সাথে আত্মীয়স্বজনদের সাথে সাক্ষাৎ করছেন তখন সেই সব রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সময়ে কিভাবে পারিবারিক সুখ বইটি অর্পণ করা যায় তা দেখানোর জন্য কিছু পরামর্শ দিন। অনুচ্ছেদ ৬ এবং ৭ এর উপস্থাপনাগুলি প্রদর্শন করতে একজন যোগ্য প্রকাশককে রাখুন। কিভাবে একটি বাইবেল অধ্যয়ন পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে পারে, পুনর্সাক্ষাতের আলোচনাটি সেই ব্যক্তিকে তা উপলব্ধি করতে সাহায্য করা উচিত। অধ্যয়নগুলি ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি দিয়ে পরিচালিত হবে এই লক্ষ্য নিয়ে যে সেটি জ্ঞান বইটিতে পরিবর্তিত হবে অথবা অধ্যয়নটি হয়ত স্বয়ং জ্ঞান বইটি দিয়েই শুরু করা যেতে পারে।

গান ৭২ এবং সমাপ্তির প্রার্থনা।

মার্চ ১৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬৩

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। “স্মরণার্থক অনুস্মারকগুলি” পুনরালোচনা এবং স্মরণার্থক সভার স্থানীয় ব্যবস্থাগুলির বিষয়ে উল্লেখ করুন। সকলেরই বাইবেল ছাত্র এবং আগ্রহী ব্যক্তিদের যোগদান করতে সাহায্য করার জন্য চূড়ান্ত পরিকল্পনা করা উচিত।

১৫ মি: স্থানীয় প্রয়োজন। অথবা সেপ্টেম্বর ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২২-৪-এ “আপনার কি প্রকৃতই অপরাধ স্বীকার করার প্রয়োজন আছে?” নামক প্রবন্ধটি থেকে একজন প্রাচীনের দ্বারা একটি বক্তৃতা।

১৫ মি: যিহোবার সাক্ষীদের ১৯৯৭ সালের বর্ষপুস্তক-টির সদ্ব্যবহার করুন। পিতা তার পরিবারের সাথে পৃষ্ঠা ৩-৯-এ আলোচিত প্রধান বিষয়গুলির পুনরালোচনা করেন। দেখান কেন আমরা সারা পৃথিবীতে ঐশিক অগ্রগতি দেখে আনন্দিত হই। পিতা ব্যাখ্যা করেন কিভাবে আগত বছরে, তারা প্রত্যেকদিন খাবারের সময় বর্ষপুস্তক এবং সেই সাথে দৈনিক পাঠটি বিবেচনা করার মাধ্যমে অগ্রগতিমূলকভাবে পড়ার জন্য কিছুটা সময় করে নিতে পারে।

গান ৭৫ এবং সমাপ্তির প্রার্থনা।

মার্চ ২৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬৭

৯ মি: স্থানীয় ঘোষণাবলী। ব্যাখ্যা করুন যে এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি এবং সকলকে আবেদন করতে উৎসাহ দিন। মাসটি ব্যাপী পরিচর্যা সভাগুলির জন্য স্থানীয়ভাবে করা হয়েছে এইরূপ অতিরিক্ত ব্যবস্থাদির বিষয়ে উল্লেখ করুন।

২৪ মি: “পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন।” (অনুচ্ছেদ ১-​২০) প্রশ্নোত্তর। সংক্ষেপে ১৬ অনুচ্ছেদটি প্রদর্শন করুন।

১২ মি: এক নতুন প্রকাশকে শুরু করার জন্য সাহায্য করা। ১৯৯৬ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টের ১৯ অনুচ্ছেদটি পুনরালোচনা করুন। কিভাবে একজন যোগ্য প্রকাশক একজন বাইবেল ছাত্রকে, যে সবেমাত্র প্রাচীনদের দ্বারা একজন অবাপ্তাইজক প্রকাশক হিসাবে অনুমোদিত হয়েছে, প্রস্তুত করেছেন তা প্রদর্শন করুন। তারা একত্রে আমাদের পরিচর্যা বইয়ের পৃষ্ঠা ১১১, অনুচ্ছেদ ২ আলোচনা করেন। অভিজ্ঞ প্রকাশক উল্লেখ করেন গৃহ থেকে গৃহে অংশ নেওয়ার সময়ে সম্ভবত কিসের সম্মুখীন হতে হবে আর তাই যদি অধিকাংশ সাড়া না দেয় তাহলে নিরুৎসাহিত হওয়ার প্রয়োজন নেই। প্রকাশক এক উৎসাহজনক অভিজ্ঞতা বর্ণনা করেন যেটি সেই আনন্দকে দেখায় যা এসে থাকে যখন আমরা এমন একজন আন্তরিক ব্যক্তিকে খুঁজে পাই যে শুনবে। তারা একত্রে একটি সংক্ষিপ্ত, সহজ পত্রিকা উপস্থাপনা প্রস্তুত এবং তারপর সেটি অভ্যাস করে। উৎসাহজনক প্রশংসা দেওয়া এবং এই সপ্তাহে একত্রে ক্ষেত্র পরিচর্যায় অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট ব্যবস্থাদি করা হয়েছে।

গান ৮৯ এবং সমাপ্তির প্রার্থনা।

মার্চ ৩১ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭০

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। ৬ই এপ্রিল সমস্ত আগ্রহী ব্যক্তিদের জনসাধারণের বিশেষ বক্তৃতায় যোগদান করতে আমন্ত্রণ জানান। মার্চ মাসের ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন। এপ্রিল মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করছে তাদের সকলের নাম ঘোষণা করুন। প্রশ্ন বাক্সটি পুনরালোচনা করুন।

২০ মি: “পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন।” (অনুচ্ছেদ ২১-​৩৫) প্রশ্নোত্তর। পৃষ্ঠা ৩ এর বাক্সটি পুনরালোচনা করুন। তাদের ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট দেওয়ার সময়ে সেই মাসে তারা যতগুলি পুনর্সাক্ষাৎ করেছে তার প্রত্যেকটি গণনা করতে সকলকে উৎসাহ দিন।

১০ মি: এপ্রিলের জন্য সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকাগুলির গ্রাহকভুক্তি অর্পণ করুন। কিভাবে পত্রিকা উপস্থাপনাগুলি প্রস্তুত করা যায় যেটি ১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় পৃষ্ঠা ৮-এ অনুচ্ছেদ ৩, ৪ এবং ৮-এ প্রকাশিত হয়েছে তার উপর সংক্ষেপে প্রস্তাবনাগুলি বর্ণনা করুন। একটি অথবা দুটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করতে দুই জন প্রকাশককে রাখুন। যদি গ্রাহকভুক্তির অর্পণ গৃহীত না হয়, তাহলে পত্রিকাগুলির দুটি অথবা তার বেশি একক কপিগুলি অর্পণ করা উচিত। যারা গ্রাহকভুক্তি অর্জন করেনি অথচ পত্রিকাগুলি গ্রহণ করেছে, প্রকাশকদের তাদের একটি নথি রাখা আর সেগুলিকে তাদের পত্রিকা রুটে যোগ করা উচিত।

গান ৯২ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার