ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৭ পৃষ্ঠা ৩-৬
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আরও বাইবেল অধ্যয়ন—প্রয়োজন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিষয়গুলির বৃদ্ধির জন্য যিহোবার উপর নির্ভর করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৭ পৃষ্ঠা ৩-৬

পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন

১ আপনি কি পুনর্সাক্ষাৎ করা উপভোগ করেন? অনেক প্রকাশকই তা করে থাকেন। আপনি হয়ত প্রথমে শঙ্কিত হয়েছেন, বিশেষ করে সেই গৃহকর্তাদের কাছে ফিরে যাওয়ার সময়ে, যারা অল্পই আগ্রহ দেখিয়েছিল যখন তাদের সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু আপনি পুনর্সাক্ষাৎগুলি করার সময়ে ‘ঈশ্বরে সুসমাচার সম্বন্ধে কথা বলার জন্য যখন সাহসী হয়ে ওঠেন,’ তখন আপনি হয়ত এই কাজ যে কত সহজ এবং পুরস্কারদায়ক হতে পারে তা দেখে অবাক হবেন। (১ থিষল. ২:২) কিভাবে?

২ একটি বিষয় হল, পুনর্সাক্ষাৎ এবং প্রাথমিক সাক্ষাতের মধ্যে এক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পুনর্সাক্ষাৎ করা হয় একজন পরিচিতের সাথে, এক অপ­রিচি­তের সাথে নয় আর অপরিচিতের চাইতে পরিচিতের সাথে কথা বলা সাধারণতঃ সহজতর হয়ে থাকে। তাই পর্যাপ্ত পুরস্কার হিসাবে, যা এই কাজে অংশগ্রহণ করা থেকে আসে, পুনর্সাক্ষাৎগুলি হয়ত ফলপ্রদ গৃহ বাইবেল অধ্যয়নগুলিতে পরিচালিত করতে পারে।

৩ গৃহ থেকে গৃহে কাজ করার অন্তর্ভুক্ত হল সেই লোকেদের সাথে সাক্ষাৎ করা, যারা পূর্বে যখন আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম, আগ্রহী ছিল না। তাহলে, কেন আমরা সাক্ষাৎ করে চলি? আমরা উপলব্ধি করি যে লোকেদের পরিস্থিতির পরিবর্তন ঘটে আর তাই কোন ব্যক্তি, যাকে প্রথম সাক্ষাতে উদাসীন অথবা এমনকি বিরোধী বলে মনে হয়েছিল, পরবর্তী সময়ে যখন আমরা সাক্ষাৎ করি তখন আগ্রহী হতে পারে। এটি মনে রেখে, আমরা ভালভাবে প্রস্তুত হই এবং যিহোবার আশীর্বাদের জন্য প্রার্থনা করি যাতে করে আমরা এই সময়ে যা কিছু বলি তাতে অনুকূল সাড়া প্রদানের কারণস্বরূপ হয়ে উঠি।

৪ যদি আমাদের গৃহ থেকে গৃহের কাজে, আমরা ইচ্ছুকভাবে সেই লোকেদের কাছে প্রচার করি, যারা পূর্বে একেবারেই আগ্রহ দেখাইনি, তাহলে আমাদের সকলের কি আরও বেশি ইচ্ছুকভাবে সেই ব্যক্তির সাথে পুনরায় সাক্ষাৎ করা উচিত নয় যে রাজ্যের বার্তার প্রতি কিছুটা আগ্রহ দেখিয়েছে?​—⁠প্রেরিত ১০:​৩৪, ৩৫.

৫ একজন প্রকাশকের, ধৈর্যসহকারে আমাদের সাথে পুনর্সাক্ষাৎ করার কারণেই আজকে আমাদের মধ্যে অনেকে সত্যে আছে। যদি আপনি এদের একজন হন, তাহলে আপনি হয়ত নিজেকে জিজ্ঞাসা করতে পারেন; ‘সেই প্রকাশকের জন্য আমি কোন্‌ প্রাথমিক ধারণা সৃষ্টি করেছিলাম? যখন আমি প্রথম এটি শুনেছিলাম তৎক্ষণাৎই কি আমি রাজ্যের বার্তাকে আলিঙ্গন করেছিলাম? আমাকে কি উদাসীন বলে মনে হয়েছিল?’ আমাদের খুশি হওয়া উচিত এইজন্য যে সেই প্রকাশকের জন্য, যিনি আমাদের পুনর্সাক্ষাতের যোগ্য বিবেচনা করে ফিরে এসেছিলেন, ‘ঈশ্বরে সাহসী হয়ে উঠে’ সাক্ষাৎ করেছিলেন আর আমাদের সত্য শিক্ষা দেওয়া চালিয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিবিশেষদের সম্বন্ধে কী যারা প্রথমে কিছুটা আগ্রহ দেখায় কিন্তু পরে মনে হয় আমাদের এড়িয়ে যাচ্ছে? এক ইতিবাচক মনোভাব অত্যাবশ্যক, যেমন নিম্নের অভিজ্ঞতাটি বর্ণনা করে।

৬ কোন এক ভোরে রাস্তায় সাক্ষ্যদানে রত থাকার সময়ে, দুজন প্রকাশকের একজন অল্পবয়স্ক মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল যিনি একটি শিশুকে একটি গাড়ির মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মহিলাটি একটি পত্রিকা গ্রহণ করেন এবং পরের রবিবার বোন দুটিকে তার বাড়িতে আসতে আমন্ত্রণ জানান। তারা নিরূপিত সময়ে পৌঁছান, কিন্তু গৃহকর্তীটি তাদের বলেন যে তার কথা বলার সময় নেই। যাইহোক, পরের সপ্তাহে সময় দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কথা রাখবেন কি না সেবিষয়ে বোনেরা সংশয়াপন্ন ছিলেন, কিন্তু যখন তারা ফিরে গিয়েছিলেন মহিলাটি তাদের জন্য অপেক্ষা করছিলেন। একটি অধ্যয়ন শুরু করা হয়েছিল আর মহিলাটির অগ্রগতি বিস্ময়কর ছিল। খুব অল্প সময়ের মধ্যেই, তিনি নিয়মিতভাবে সভাগুলিতে যোগদান করতে এবং ক্ষেত্র পরিচর্যায় অংশ নিতে শুরু করেন। এখন তিনি বাপ্তাইজিত।

৭ প্রাথমিক সাক্ষাতে ভিত্তি স্থাপন করুন: এক সফল পুনর্সাক্ষাতের জন্য ভিত্তি প্রায়ই প্রাথমিক সাক্ষাতে স্থাপিত হয়। গৃহকর্তার মন্তব্যগুলি মনোযোগ সহকারে শুনুন। তারা আপনাকে কী বলেন? তিনি কি ধর্ম প্রবণ? তিনি কি সামাজিক বিষয়গুলি সম্বন্ধে উদ্বিগ্ন? তিনি কি বিজ্ঞান? ইতিহাস? পরিবেশ সম্বন্ধে আগ্রহী? সাক্ষাতের সমাপ্তিতে, আপনি হয়ত চিন্তা-উদ্রেককারী একটি প্রশ্ন তুলতে আর ফিরে এসে বাইবেলের উত্তরটি আলোচনা করার প্রতিজ্ঞা করতে পারেন।

৮ উদাহরণস্বরূপ, যদি পার্থিব পরমদেশ সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞার প্রতি গৃহকর্তাটি সাড়া দেন, তাহলে সেই বিষয়ে আরও আলোচনা করা উপযুক্ত হবে। চলে আসার আগের মুহূর্তে, আপনি হয়ত জিজ্ঞাসা করতে পারেন: “আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে ঈশ্বর এই প্রতিজ্ঞা পূর্ণ করবেন?” তারপর আরও বলুন: “সম্ভবত যখন পরিবারের বাকিরা বাড়ি থাকে, আমি আসতে পারি আর তখন আমি আপনাকে বাইবেল থেকে এই প্রশ্নের উত্তর দেখাতে পারি।”

৯ যদি গৃহকর্তাটি কোন নির্দিষ্ট বিষয়ে আগ্রহ না দেখিয়ে থাকেন, তাহলে আপনি প্রশ্নগুলির কোন একটি, যা আমাদের রাজ্যের পরিচর্য্যা-র পিছনের পৃষ্ঠার উপস্থাপনাগুলিতে তুলে ধরা হয়েছে, উত্থাপন করতে এবং সেটিকে আপনার পরবর্তী আলোচনার ভিত্তি হিসাবে ব্যবহার করতে পারেন।

১০ সঠিক লিখিত নথিগুলি রাখুন: আপনার গৃহ থেকে গৃহের নথি সঠিক এবং সম্পূর্ণ হওয়া উচিত। সেই সাক্ষাৎটি শেষ করার সঙ্গে সঙ্গে গৃহকর্তার নাম এবং ঠিকানাটি লিখে নিন। বাড়ির নম্বর অথবা রাস্তার নাম অনুমান করে নেবেন না​—⁠এটি যে সঠিক সেবিষয়ে নিশ্চিত হতে তথ্যটি পরীক্ষা করুন। ব্যক্তিটির একটি বিবরণ লিখে রাখুন। যে বিষয়টি আপনি আলোচনা করেছিলেন, যে শাস্ত্রপদগুলি পড়েছিলেন, কোন্‌ সাহিত্য ছেড়ে এসেছিলেন এবং সেই প্রশ্নটি যার উত্তর আপনি ফিরে এসে দেবেন তার নোট রাখুন। প্রাথমিক সাক্ষাতের দিন এবং সময় এবং কখন ফিরে আসবেন বলে জানিয়েছিলেন তা অন্তর্ভুক্ত করুন। এখন আপনার নথিটি সম্পূর্ণ, এটিকে হারাবেন না! এটিকে একটি নিরাপদ স্থানে রাখুন যাতে করে পরে আপনি এটিতে মনোযোগ দিতে পারেন। সেই ব্যক্তিটি এবং কিভাবে পরবর্তী সময়ে সাক্ষাৎটি পরিচালনা করবেন সেই সম্বন্ধে চিন্তা করতে থাকুন।

১১ আপনার লক্ষ্যগুলি কী তা জানুন: প্রথমত, আন্তরিক এবং বন্ধুত্বপরায়ণ হয়ে, গৃহকর্তাটিকে সহজ হতে আপনার সর্বোত্তম করুন। অত্যধিকভাবে অনুসন্ধিৎসু না হয়ে দেখান যে একজন ব্যক্তি হিসাবে আপনি তার সম্বন্ধে আগ্রহী। তারপর, পূর্বের সাক্ষাতে আপনার উত্থিত যে কোন প্রশ্নের বিষয়ে তাকে মনে করিয়ে দিন। তার মতামত মনোযোগ সহকারে শুনুন এবং তার মন্তব্যগুলির জন্য অকৃত্রিম উপলব্ধি প্রকাশ করুন। তারপর দেখান, কেন বাইবেলের দৃষ্টিভঙ্গি বাস্তবধর্মী। যদি সম্ভব হয়, তাহলে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি থেকে সম্পর্কযুক্ত কোন একটি চিন্তাধারার দিকে তাকে পরিচালিত করুন। ভালভাবে মনে রাখুন যে পুনর্সাক্ষাৎ করার আপনার প্রধান উদ্দেশ্য হল একটি বাইবেল অধ্যয়ন শুরু করা।

১২ জ্ঞান বইটির সরাসরি পদ্ধতিটি আমাদের অনেককেই অনুপ্রাণিত করেছে বাইবেল অধ্যয়নে ছাত্রদের সভাগুলিতে যোগদান এবং যিহোবার সংগঠনের সাথে মেলামেশা করতে উৎসাহ দেওয়ার জন্য ‘সাহসী হয়ে উঠতে।’ অতীতে, আমাদের সাথে মেলামেশা করতে তাদের আমন্ত্রণ জানানোর আগে যতক্ষণ পর্যন্ত না ব্যক্তিবিশেষেরা বেশ কিছু সময় যাবৎ অধ্যয়ন করে তার জন্য আমাদের অপেক্ষা করার প্রবণতা ছিল। এখন, অনেক ছাত্রই তাদের অধ্যয়ন শুরু করা মাত্রই সভাগুলিতে যোগদান করছে আর ফলস্বরূপ তারা দ্রুত অগ্রগতি করছে।

১৩ এক দম্পতি এক সহকর্মীর কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করেছিলেন। যখন তিনি সত্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন, তখন তারা তাকে জ্ঞান বইটির দ্বারা একটি বাইবেল অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একই সময়ে, তারা তাকে বলেছিলেন তার সভাগুলিতে যোগদান করা উচিত, যেখানে তার অনেক প্রশ্নের উত্তর দেওয়া হবে। ব্যক্তিটি ইচ্ছুকভাবে কেবলমাত্র তাদের অধ্যয়নের আমন্ত্রণই গ্রহণ করেননি, কিন্তু সপ্তাহে দুবার অধ্যয়ন এবং নিয়মিতভাবে কিংডম হলে সভাগুলিতে যোগদান করতেও আরম্ভ ­করেছিলেন।

১৪ ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি ব্যবহার করুন: “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলনগুলিতে, আমরা ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি পেয়েছিলাম। তাদের শিক্ষার স্তর যতখানিই হোক না কেন ঈশ্বর-ভয়শীল লোকেদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করার ক্ষেত্রে এই ব্রোশারটি কার্যকারী। এটি এক ব্যাপক অধ্যয়ন পর্বকে অন্তর্ভুক্ত করে, যা বাইবেলের মৌলিক সত্যগুলিকে অন্তর্গত করে। ঈশ্বরবিষয়ক জ্ঞানকে প্রদান করার জন্য এই প্রকাশনটি খুবই কার্যকারী হাতিয়ার হবে। এটি সত্যকে এত স্পষ্ট এবং সহজভাবে ব্যাখ্যা করে যে ফলতঃ আমাদের প্রত্যেকেই ঈশ্বরের চাহিদাগুলি সম্বন্ধে অন্যদের শিক্ষা দিতে এটি ব্যবহার করতে সক্ষম হব। সম্ভবত, অনেক প্রকাশকদের এই ব্রোশারটি দিয়ে একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সুযোগ থাকবে।

১৫ কোন কোন ব্যক্তি যারা মনে করে যে তাদের জ্ঞান বইটি অধ্যয়ন করার সময় নেই, তারা হয়ত চান ব্রোশারটি অধ্যয়ন করার জন্য সংক্ষিপ্ত সময় রাখতে ইচ্ছুক হতে পারে। তারা যা শেখে তাতে তারা রোমাঞ্চিত হবে! মাত্র দুই অথবা তিন পৃষ্ঠায়, তারা সেই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবে যা বহু শতাব্দী যাবৎ লোকেরা চিন্তা করে এসেছে: ঈশ্বর কে? দিয়াবল কে? পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী? ঈশ্বরের রাজ্য কী? কিভাবে আপনি সত্য ধর্মের সন্ধান পেতে পারেন? যদিও ব্রোশারটি সহজ উক্তির মাধ্যমে সত্যকে উপস্থিত করে, তবুও এর বার্তা খুবই শক্তিশালী। এটি সেই মুখ্য বিষয়গুলিকে আলোচনা করে যা প্রাচীনেরা বাপ্তিস্মের জন্য প্রার্থীদের সাথে পুনরালোচনা করবেন এবং জ্ঞান বইটি দিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ অধ্যয়নের জন্য সেগুলি একটি প্রারম্ভিক হাতিয়ার হিসাবে কাজ করতে পারে।

১৬ পুনর্সাক্ষাতে একটি অধ্যয়নের প্রস্তাব করার জন্য আপনি সাধারণভাবে বলতে পারেন: “আপনি কি জানেন যে মাত্র কয়েক মিনিট ব্যয় করার দ্বারা আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে পারেন?” তারপর, একটি প্রশ্ন উত্থাপন করুন যেটি ব্রোশারটির কোন একটি পাঠের আরম্ভে দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি গির্জার পটভূমিবিশিষ্ট কোন একজনের সাথে সাক্ষাৎ করছেন, আপনি হয়ত বলতে পারেন: “আমরা জানি যে অতীতে যীশু লোকেদের আরোগ্য করেছিলেন। কিন্তু ভবিষ্যতে, যীশু কী করবেন পীড়িতদের জন্য? বয়োবৃদ্ধদের জন্য? মৃতদের জন্য? উত্তরগুলি পাওয়া যায় পাঠ ৫-এ। যে কোন ধর্ম প্রবণ ব্যক্তি হয়ত এই প্রশ্নটির দ্বারা বিহ্বল হতে পারেন: “ঈশ্বর কি সকল প্রার্থনা শোনেন?” এটির উত্তর পাঠ ৭-এ আছে। পরিবারের সদস্যেরা জানতে চাইবে: “পিতামাতা এবং সন্তানদের কাছ থেকে ঈশ্বর কী চান?” তারা এটি খুঁজে পাবেন যখন তারা পাঠ ৮ অধ্যয়ন করবেন। অন্যান্য প্রশ্নগুলি হল: “মৃতেরা কি জীবিতদের ক্ষতি করতে পারে?” পাঠ ১১-তে ব্যাখ্যা করা হয়েছে; “কেন এতগুলি ধর্ম রয়েছে যেগুলি খ্রীষ্টীয় বলে দাবি করে?” আলোচিত হয়েছে পাঠ ১৩-তে; আর “ঈশ্বরের এক বন্ধু হতে আপনাকে অবশ্যই কী করতে হবে?” আলোচিত হয়েছে পাঠ ১৬-তে।

১৭ যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করুন: সেই গৃহকর্তাদের সম্বন্ধে কী যারা অন্য ভাষায় কথা বলে? যদি সম্ভব হয়, তাহলে তারা যে ভাষা সবচেয়ে ভালভাবে জানে সেই ভাষায় তাদের শিক্ষা দেওয়া উচিত। (১ করি. ১৪:⁠৯) আপনার মণ্ডলীতে হয়ত এক কিংবা তার বেশি প্রকাশকেরা থাকতে পারেন যারা গৃহকর্তার ভাষায় কথা বলতে পারেন, তাই আপনি সম্ভবত গৃহকর্তার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার পর সাক্ষাৎটি তাদের কোন একজনকে দিতে পারেন। এমনকি সেই ভাষায় কাছাকাছি হয়ত কোন মণ্ডলী অথবা বুকস্টাডি দল থাকতে পারে। যদি কাছাকাছি কোন মণ্ডলী অথবা দল এবং কোন স্থানীয় প্রকাশক না থাকে, যে গৃহকর্তার ভাষায় কথা বলতে পারে, তাহলে প্রকাশক দুটি ভাষায় চান ব্রোশারটি ব্যবহার করে গৃহকর্তার সাথে অধ্যয়ন করার চেষ্টা করতে পারেন।

১৮ একজন ইংরাজি-ভাষী প্রকাশক, ভিয়েতনামী ভাষায় কথা বলেন এমন একজন ব্যক্তি এবং তার স্ত্রী যিনি থাই ভাষায় কথা বলেন, তাদের সাথে অধ্যয়ন শুরু করেছিলেন। অধ্যয়নের সময়ে ইংরাজি, ভিয়েতনামী এবং থাই ভাষায় প্রকাশন ও বাইবেলগুলি ব্যবহৃত হয়েছিল। যদিও প্রথমে, ভাষা সংক্রান্ত প্রতিবন্ধকতা একটি প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত করেছিল, তবুও প্রকাশকটি লেখেন: “দম্পতিটির আধ্যাত্মিক বৃদ্ধি সঙ্গে সঙ্গে হয়েছে। তাদের দুটি সন্তানসহ সভাগুলিতে যোগদান করার প্রয়োজনীয়তা তারা দেখেছে আর তারা পরিবারগতভাবে রাত্রে বাইবেল পড়ছে। তাদের ছ-বছর বয়সী মেয়েটি তার নিজের বাইবেল অধ্যয়ন পরিচালনা করে।”

১৯ অন্য ভাষায় কথা বলে এমন লোকেদের সাথে অধ্যয়ন করার সময়ে ধীরে কথা বলুন, স্পষ্টভাবে উচ্চারণ করুন আর সহজ শব্দ ও বাক্যাংশগুলি ব্যবহার করুন। কিন্তু মনে রাখুন, যে লোকেরা যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাথে মর্যাদার সাথে ব্যবহার করা উচিত। তারা যেন শিশু এমনভাবে তাদের সাথে ব্যবহার করা উচিত নয়।

২০ চান ব্রোশারের সুন্দর ছবিগুলির সদ্ব্যবহার করুন। যদি “একটি ছবি হাজারটি কথার সমমূল্য হয়,” তাহলে ব্রোশারটির মধ্যে অসংখ্য ছবিগুলি গৃহকর্তার কাছে খুবই তথ্যবহুল হবে। তার নিজের বাইবেল থেকে তাকে শাস্ত্রপদগুলি পড়তে আমন্ত্রণ জানান। যদি এমন কোন সময়ে অধ্যয়ন পরিচালনা করা যায় যখন পরিবারের কোন সদস্য আপনি যে ভাষায় কথা বলেন তা জানেন, অনুবাদ করার জন্য প্রাপ্তিসাধ্য হন, তাহলে নিঃসন্দেহে সেটি উপকারজনক হবে।​—⁠দেখুন আমাদের রাজ্যের পরিচর্য্যা, নভেম্বর ১৯৯০, পৃষ্ঠা ৩-৪; এপ্রিল ১৯৮৪, পৃষ্ঠা ৮.

২১ দেরি না করে পুনর্সাক্ষাৎগুলি করুন: একটি পুনর্সাক্ষাৎ করার আগে আপনার কতক্ষণ অপেক্ষা করা উচিত? কিছু প্রকাশক প্রাথমিক সাক্ষাৎ করার এক অথবা দুই দিনের মধ্যেই ফিরে যান। অন্যেরা সেই একই দিনে কিছু সময় পরে ফিরে যান! এটি কি খুব তাড়াতাড়ি? সাধারণতঃ, মনে হয় গৃহকর্তারা আপত্তি করে না। প্রায়ই সাক্ষাৎ করার সময়ে প্রকাশকের জন্য আরও ইতিবাচক মনোভাব এবং সেই সাথে অল্প সাহস গড়ে তোলার প্রয়োজন। নিম্নোক্ত অভিজ্ঞতাগুলি বিবেচনা করুন।

২২ একদিন ১৩-বছর বয়সী এক প্রকাশক গৃহ থেকে গৃহে কাজ করার সময়ে দুজন মহিলাকে এক সাথে হাঁটতে দেখে। যেখানেই আমরা লোকেদের পাই সেখানে তাদের কাছে প্রচার করার জন্য উৎসাহের কথা মনে রেখে, সে রাস্তায় মহিলা দুটির সমীপবর্তী হয়। তারা রাজ্যের বার্তার প্রতি আগ্রহ দেখায় এবং প্রত্যেকে একটি করে জ্ঞান বই গ্রহণ করে। অল্পবয়স্ক ভাইটি তাদের ঠিকানা নেয়, দুদিন পরে ফিরে যায় আর তাদের প্রত্যেকের সাথে একটি করে বাইবেল অধ্যয়ন শুরু করে।

২৩ একজন বোন পরের সপ্তাহে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। কিন্তু প্রাথমিক সাক্ষাৎটি করার এক অথবা দুই দিন পরে, তিনি তাদের পূর্বের আলোচিত বিষয়ের উপর গৃহকর্তাকে একটি পত্রিকা দিতে আসেন। তিনি গৃহকর্তাটিকে বলেন: “আমি এই প্রবন্ধ এবং চিন্তাধারাটি দেখেছি, আপনি এটি পড়তে পছন্দ করবেন। আমি এখন কথা বলার জন্য দাঁড়াতে পারব না, কিন্তু আমি বুধবার বিকালে ফিরে আসব যেমন পরিকল্পনা করেছিলাম। সেই সময়টি কি আপনার জন্য সুবিধাজনক হবে?”

২৪ যখন কোন ব্যক্তি সত্যের প্রতি আগ্রহ দেখায়, তখন আমরা নিশ্চিত হতে পারি যে সে কোন না কোনভাবে বিরোধিতার সম্মুখীন হবে। প্রাথমিক সাক্ষাতের পর শীঘ্রই আমাদের ফিরে আসা তাকে আত্মীয়স্বজন, নিকট বন্ধুবান্ধব এবং অন্যান্যদের কাছ থেকে আসা যে কোন চাপকে প্রতিরোধ করতে শক্তিশালী করবে।

২৫ জনসাধারণের স্থানগুলিতে যাদের পাওয়া যায় তাদের জন্য আগ্রহ গড়ে তুলুন: আমাদের অনেকেই রাস্তায়, গাড়ি রাখার এলাকাগুলিতে, জনসাধারণের যানবাহনগুলিতে, কেনাকাটার বিপণিগুলিতে, পার্কে এবং এইরকম অন্যান্য জায়গাগুলিতে প্রচার করা উপভোগ করেন। সাহিত্য অর্পণ করা ছাড়াও, আমাদের আগ্রহ গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষ্য নিয়ে, নাম, ঠিকানা নিতে প্রচেষ্টা করা উচিত আর যদি সম্ভব হয়, যাদের সাথে আমরা সাক্ষাৎ করি সেই প্রত্যেক আগ্রহী ব্যক্তির টেলিফোন নম্বরটিও। এই তথ্যটি লাভ করা যতটা কঠিন বলে আপনি মনে করেন ততটা কঠিন নয়। যখন আলোচনা শেষ হয়ে আসছে, আপনার নোটবইটি বের করে জিজ্ঞাসা করুন: “এমন কোন উপায় কি আছে যাতে অন্য কোন সময়ে আমরা এই আলোচনাটি চালিয়ে যেতে পারি?” অথবা বলুন: “আমি আপনাকে একটি প্রবন্ধ পড়তে দিতে চাই যেটির বিষয়ে আমি নিশ্চিত যে তা আপনাকে আগ্রহান্বিত করবে। আমি কি সেটি আপনার বাড়িতে অথবা অফিসে নিয়ে যেতে পারি?” একজন ভাই সাধারণভাবে জিজ্ঞাসা করেন: “কোন্‌ নম্বরে আপনার কাছে পৌঁছানো যেতে পারে?” তিনি বিবৃতি দেন যে তিন মাসে কেবলমাত্র তিন জন ব্যক্তিই নয়, সকলেই তাকে তাদের টেলিফোন নম্বর দিতে খুশি হয়েছিল।

২৬ আগ্রহ খুঁজতে এবং গড়ে তুলতে টেলিফোন ব্যবহার করুন: কড়া-নিরাপত্তার অট্টালিকাগুলিতে বসবাসরত লোকেদের কাছে পৌঁছানোর জন্য একজন অগ্রগামী বোন টেলিফোন ব্যবহার করেন। তিনি একই উপায়ে পুনর্সাক্ষাৎগুলিও করেন। প্রাথমিক সাক্ষাতে তিনি বলেন: “আমি জানি আপনি আমাকে জানেন না। বাইবেল থেকে একটি চিন্তাধারা বন্টন করার জন্য আমি আপনার এলাকায় লোকেদের সাথে সাক্ষাৎ করার জন্য বিশেষ প্রচেষ্টা করছি। যদি আপনার একটু সময় থাকে, তাহলে আমি . . . পদে পাওয়া প্রতিজ্ঞাটি পড়তে চাই।” শাস্ত্রপদটি পড়ার পর, তিনি বলেন: “এটি কি অপূর্ব হবে না যদি আমরা সেই সময়টি আসতে দেখি? আপনার কাছে এটি পড়া আমি উপভোগ করেছি। যদি আপনিও এটি উপভোগ করে থাকেন, তাহলে আমি পুনরায় ফিরে আসতে এবং অন্য একটি শাস্ত্রপদ আলোচনা করতে চাই।”

২৭ পুনরায় টেলিফোনে, তিনি গৃহকর্তাকে তাদের গতবারের আলোচনাটি মনে করিয়ে দেন এবং বলেন যখন দুষ্টতাকে সরিয়ে দেওয়া হবে তখন পরিস্থিতি কিরূপ হবে সেবিষয়ে তিনি বাইবেল থেকে পড়তে চান। তারপর গৃহকর্তার সাথে তার একটি সংক্ষিপ্ত বাইবেল আলোচনা হয়। এইভাবে টেলিফোনের মাধ্যমে বহু আলোচনা করার ফলে, ৩৫ জন তাদের বাড়িতে তাকে আমন্ত্রণ জানায় এবং সাতটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু হয়! ভিজে বর্ষার মাসগুলিতে কাঁদা অথবা প্লাবিত রাস্তা কিংবা অসুস্থতার কারণে আগ্রহী ব্যক্তিদের সাথে পুনর্সাক্ষাৎ করা কখনও কখনও কি আপনার পক্ষে কঠিন মনে হয়? যদি তাই হয়, তাহলে যদি সম্ভব হয় তাদের সাথে টেলিফোনের দ্বারা যোগাযোগ রাখুন না কেন?

২৮ ব্যবসায়ের স্থানগুলিতে দেখতে পাওয়া অগ্রহকে অনুসরণ করুন: সাধারণভাবে পত্রিকাগুলি অর্পণের চাইতে দোকান থেকে দোকানে কাজ করায় আরও বেশি কিছু জড়িত। অনেক দোকানদারদের সত্যের প্রতি অকৃত্রিম আগ্রহ থাকে আর সেই আগ্রহকে অবশ্যই গড়ে তুলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে, হয়ত বাইবেল আলোচনা অথবা এমনকি হয়ত তাদের ব্যবসায়ের স্থানগুলিতে অধ্যয়ন করা সম্ভব হতে পারে। অন্যান্য ক্ষেত্রগুলিতে, আপনি এবং আগ্রহী ব্যক্তি হয়ত দুপুরে খাবারের সময়ে অথবা অন্য কোন সুবিধাজনক সময়ে সাক্ষাৎ করতে সমর্থ হতে পারেন।

২৯ একজন ভ্রামণ অধ্যক্ষ একটি ছোট মুদির দোকানের মালিকের সাথে সাক্ষাৎ এবং একটি বাইবেল অধ্যয়ন প্রদর্শন করার জন্য প্রস্তাব করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল প্রদর্শনটি কতটা সময় নেবে, তখন ভ্রমণ অধ্যক্ষটি বলেছিলেন এটি মাত্র ১৫ মিনিট নেবে। তাই, দোকানদারটি দরজার উপর একটি চিহ্ন ঝোলান: “২০ মিনিটের মধ্যে ফিরে আসুন,” দুটি চেয়ার টেনে নেন আর তারা দুজন জ্ঞান বইটির প্রথম পাঁচটি অনুচ্ছেদ আলোচনা করেন। তিনি যা শেখেন তাতে এই অকৃত্রিম ব্যক্তিটি এতই প্রভাবিত হন যে সেই রবিবারেই তিনি জনসাধারণের সভা এবং প্রহরীদুর্গ পাঠে যোগদান করেন এবং পরের সপ্তাহ থেকে অধ্যয়ন চালিয়ে যেতে সম্মত হন।

৩০ ব্যবসায়ের স্থানে অধ্যয়নের প্রস্তাব করার জন্য আপনি হয়ত এটি বলতে পারেন: “আমাদের অধ্যয়ন কার্যক্রমটি প্রদর্শনের জন্য মাত্র ১৫ মিনিট সময় নিয়ে থাকে। যদি সুবিধাজনক হয়, তাহলে এটি কিভাবে করা হয়ে থাকে তা আপনাকে দেখাতে আমি আনন্দিত হব।” তারপর, সময় সীমাটি বজায় রাখুন। ব্যবসায়ের স্থানে যদি দীর্ঘ আলোচনা করা সম্ভব না হয়, তাহলে হয়ত তার বাড়িতে দোকানদারটির সাথে সাক্ষাৎ করা আরও বেশি উপযুক্ত হবে।

৩১ এমনকি যখন কোন সাহিত্য অর্পণ করা হয়নি তখনও ফিরে যান: আগ্রহের প্রতিটি ঝলক একটি পুনর্সাক্ষাতের যোগ্য, তা সে সাহিত্য অর্পিত হোক বা না হোক। অবশ্যই যদি এটি স্পষ্ট হয় যে, গৃহকর্তা প্রকৃতই রাজ্যের বার্তার প্রতি আগ্রহী নয়, তাহলে আপনার প্রচেষ্টাকে অন্যত্র পরিচালিত করা সবচেয়ে উত্তম।

৩২ ঘরে-ঘরে কাজ করার সময়ে, একজন বোন বন্ধুত্বপরায়ণ অথচ যিনি দৃঢ়ভাবে পত্রিকাগুলির অর্পণকে প্রত্যাখ্যান করেছিলেন এইরূপ এক মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। প্রকাশকটি লেখেন: “বেশ কিছু দিন ধরে আমি তার সম্বন্ধে চিন্তা করি এবং মনস্থ করি যে আমি আবার তার সাথে কথা বলতে চাই।” পরিশেষে, বোনটি প্রার্থনা করেন, সাহসী হয়ে ওঠেন এবং মহিলাটির দরজায় কড়া নাড়েন। তার কাছে আনন্দের বিষয় এই যে, গৃহকর্ত্রীটি তাকে ভিতরে আমন্ত্রণ জানান। একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল আর এটি পরের দিন পুনরায় পরিচালিত হয়েছিল। কালক্রমে, গৃহকর্ত্রীটি সত্যে আসেন।

৩৩ সর্বোত্তম কিছু সম্পাদন করার জন্য আগে থেকে পরিকল্পনা করুন: প্রতি সপ্তাহে পুনর্সাক্ষাৎগুলিতে কিছুটা সময় ব্যয় করার সুপারিশ করা হয়ে থাকে। উত্তম পরিকল্পনার দ্বারা অনেক কিছু সম্পাদন করা যেতে পারে। একই এলাকায় যেখানে আপনি গৃহ থেকে গৃহে কাজ করবেন সাক্ষাতের ব্যবস্থা করুন। প্রতিটি সাক্ষ্যদানের পর পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সময় নির্ধারণ করুন। দলের সাথে কাজ করার সময়ে আপনার পুনর্সাক্ষাৎগুলিতে অন্যদের নেওয়ার ব্যবস্থা করুন এবং তাদের সাথে তাদের পুনর্সাক্ষাৎগুলিতে যান যাতে করে প্রত্যেকে অন্যের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারে।

৩৪ পুনর্সাক্ষাৎ করতে এবং গৃহ বাইবেল অধ্যয়নগুলি শুরু করতে যারা সফল হন তারা বলেন যে লোকেদের প্রতি ব্যক্তিগত অকৃত্রিম আগ্রহ দেখানো এবং এমনকি সাক্ষাৎটি শেষ হওয়ার পরও তাদের সম্বন্ধে চিন্তা করা অত্যাবশ্যক। এছাড়া আলোচনার জন্য আবেদনমূলক বাইবেলের বিষয় থাকা এবং প্রাথমিক সাক্ষাৎটি ছেড়ে আসার আগে পুনর্সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করাও প্রয়োজনীয়। এছাড়াও, আগ্রহকে অনুসরণ করার জন্য শীঘ্রই ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ। বাইবেল অধ্যয়ন করার লক্ষ্যটি অবশ্যই সর্বদা ভালভাবে মনের মধ্যে রাখতে হবে।

৩৫ পুনর্সাক্ষাতের কাজে সফল হওয়ার জন্য একটি অত্যাবশ্যকীয় গুণ হল সাহসিকতা। কিভাবে এটি অর্জন করা যায়? প্রেরিত পৌল উত্তর দেন এটি বলার দ্বারা যে আমাদের অন্যদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য অবশ্যই “ঈশ্বরে” ‘সাহসী হয়ে উঠতে হবে।’ এই ক্ষেত্রটিতে যদি আপনার বৃদ্ধি প্রয়োজনীয়, তাহলে সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। তারপর, আপনার প্রার্থনার সাথে সঙ্গতি রেখে, সকল আগ্রহকে অনুসরণ করুন। যিহোবা নিশ্চিতভাবে আপনার প্রচেষ্টাগুলিকে আশীর্বাদ করবেন!

[৩ পৃষ্ঠার বাক্স]

পুনর্সাক্ষাৎগুলি করায় কিভাবে সফল হওয়া যায়

◼ লোকেদের প্রতি এক ব্যক্তিগত অকৃত্রিম আগ্রহ দেখান।

◼ আলোচনার জন্য একটি আবেদনমূলক বাইবেলের বিষয় বেছে নিন।

◼ প্রতিটি সাফল্যজনক সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করুন।

◼ ছেড়ে আসার পর ব্যক্তিটির সম্বন্ধে চিন্তা করতে থাকুন।

◼ আগ্রহকে অনুসরণ করার জন্য এক অথবা দুই দিনের মধ্যে ফিরে যান।

◼ মনে রাখুন আপনার লক্ষ্য হল একটি বাইবেল অধ্যয়ন আরম্ভ করা।

◼ এই কাজে সাহসী হয়ে উঠতে সাহায্যের জন্য প্রার্থনা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার