উর্দ্ধস্থ বিষয়গুলির উপর আপনার মন স্থাপন করুন
১ আমাদের চারপাশে যে বংশ আছে তার উপর এবং এর ভবিষ্যৎ আশার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ডিসেম্বর ৩১, ১৯৯৪, দ্যা নিউ ইয়র্ক টাইমস-এ একটি প্রবন্ধ জানায়: “তারা ভবিষ্যৎ সম্বন্ধে ভীত। তারা কর্মের নামে, রোগের নামে, অর্থের নামে, জগৎ পরিস্থিতির নামে ভীত।” প্রতিটি জায়গায় যেখানে আমরা তাকাই সর্বত্র জীবন সম্বন্ধে অনিশ্চয়তার এক অনুভূতি রয়েছে। যিহোবার সাক্ষী হিসাবে আমাদের পরিচর্যা আমাদের প্রত্যহ সেই লোকেদের সংস্পর্শে নিয়ে আসে যারা এইরকম মনে করে। যদিও তাদের মত আমরাও একই সমস্যাগুলির সম্মুখীন হই, ঈশ্বরের বাক্যের নিশ্চিত প্রতিজ্ঞায় আমাদের বিশ্বাস ও আস্থা, আমাদের সমর্থ করে জীবন ও মানবজাতির ভবিষ্যৎকে আরও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে।—যিশা. ৬৫:১৩, ১৪, ১৭.
২ নিশ্চিত আশার প্রতি আমাদের আশাবাদ ও দৃষ্টিভঙ্গি বহু সহৃদয় ব্যক্তির কাছে বার্তাটি শোনার কারণ হয় যা আমরা তাদের কাছে নিয়ে যাই। অনেক ব্যক্তি যারা হতাশা ও হীনমন্যতা অনুভব করে তারা আমাদের সাথে কথা বলে সান্ত্বনা খুঁজে পায়। কারণ তারা যা শোনে তারা তা পছন্দ করে, কেউ কেউ আমাদের সাথে বাইবেল অধ্যয়ন করতে সম্মত হয়। কিন্তু, কখনও কখনও, লোকেরা হয়ত প্রথমেই তাদের ব্যক্তিগত সমস্যাগুলি সম্বন্ধে কথা বলে। যদিও কখনও কখনও কারও ব্যক্তিগত উদ্বিগ্নতাগুলি শুনতে হয়ত সময়ে চলে যায়, তাই বলে আমাদের লক্ষ্যচ্যুত হওয়া উচিত নয়, যেটি হল ঈশ্বরের বাক্যের ইতিবাচক সত্যগুলি সম্বন্ধে লোকেদের শিক্ষা দেওয়া।
৩ যারা ভারগ্রস্ত আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হতে চাই। এই বিষয়ে যীশু উদাহরণ স্থাপন করেছিলেন যখন তিনি বলেছিলেন, যেমন মথি ১১:২৮ পদে লিপিবদ্ধ আছে: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস।” একইভাবে আমরা লোকেদের উৎসাহ দিতে চাই। কিন্তু লক্ষ্য করুন, ২৮ পদের শেষে যীশু বলেছিলেন: “আমি তোমাদিগকে বিশ্রাম [“সতেজতা,” NW] দিব।” সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঈশ্বরের বাক্য থেকে সতেজতামূলক প্রতিজ্ঞাগুলি বন্টন করার দ্বারা আমরা তা করি। উত্তম শ্রোতা হওয়া, আমাদের ব্যক্তিগত আগ্রহ ও চিন্তা প্রকাশ করে এবং রাজ্যের সুসমাচার প্রচার করার আমাদের যে দায়িত্ব তা পরিপূর্ণ করা ও মানবজাতির সকল সমস্যা সমাধানের জন্য একমাত্র নিশ্চিত প্রতিকার যে রাজ্য, তা অন্যদের উপলদ্ধি করতে সাহায্য করা অত্যন্ত প্রয়োজন।—মথি ২৪:১৪.
৪ পেশাগত স্বাস্থ্য বিশেষজ্ঞের কাজ আমাদের নয়। বরঞ্চ, এটি হল পৌল যেমন ব্যাখ্যা করেন তার মত যেমন ১ তীমথিয় ৪:৬ পদে উল্লেখ করেন, একটি পরিচর্যা যা “উত্তম শিক্ষা” যে শিক্ষা ঈশ্বরের বাক্যে পাওয়া যায় তার উপর আলোকপাত করে। যাদের ব্যক্তিগত অথবা মানসিক সমস্যাগুলি রয়েছে তাদের যিহোবার উপর নির্ভর করার জন্য উৎসাহ দেওয়ার প্রয়োজন হতে পারে। “ঊর্দ্ধস্থ বিষয়গুলির উপর মন স্থির” রাখতে—যে বিষয়গুলি রাজ্যের আশার সাথে যুক্ত সে সম্বন্ধে তাদের শিক্ষা দিন। (কল. ৩:২, NW.) যখন লোকেরা ঈশ্বরের বাক্যের উপর তাদের মনোযোগ কেন্দ্রীভূত করে, তখন তাদের জীবনে এটি কার্যসাধক করে, শক্তিশালী প্রভাবের ফল হিসাবে তারা গড়ে উঠতে পারে।—ইব্রীয় ৪:১২.
৫ তাই আমাদের লক্ষ্য হল লোকেদের চিন্তাধারা যা যা ‘ন্যায্য, বিশুদ্ধ, প্রীতিজনক ও সুখ্যাতিযুক্ত’ তার উপর কেন্দ্রীভূত করতে তাদের সাহায্য করা। (ফিলি. ৪:৮) যদি তারা রাজ্যের আশার উপর তাদের মনোযোগ কেন্দ্রীভূত করে, তাহলে তারা একইভাবে আমাদের মত আশীর্বাদপ্রাপ্ত হবে। তারাও সেই জ্ঞান থেকে আসা আনন্দ উপভোগ করবে যা যিহোবা পরিশেষে তাঁর রাজ্যের মাধ্যমে তাদের সকল সমস্যা সমাধান করবেন।—গীত. ১৪৫:১৬.