মণ্ডলীর সভাগুলির জন্য প্রস্তুতি ও উপভোগ করুন
১ ভাইয়েদের এক সাহচর্য রূপে, আমরা বিজ্ঞতার সাথে আমাদের সাপ্তাহিক সভাগুলির জন্য নিয়মিতভাবে মিলিত হই। (১ তীম. ৪:১৫, ১৬) কিভাবে আমরা সেগুলি উপভোগ করতে এবং সেগুলি থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারি?
২ সভাগুলির জন্য প্রস্তুতি করতে নিয়মিত ভিত্তিতে সময় নির্ধারণ করে রাখতে হবে। কেউ কেউ হয়ত প্রস্তুতিতে অন্যদের থেকে বেশি সময় ব্যয় করে। কিন্তু, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, সভাগুলির জন্য প্রস্তুতি করতে কিছুটা সময় খুঁজে নেওয়া হল বিজ্ঞের কাজ। পরিবারগতভাবে একত্রে প্রস্তুতি করা বিশেষভাবে উপকারী।—ইফি. ৫:১৫, ১৬.
৩ ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের জন্য: সাপ্তাহিক বাইবেল পাঠের তালিকার সাথে সমানভাবে চলতে চেষ্টা করুন। (যিহো. ১:৮) যেটি আলোচিত হবে, সেই বিষয়বস্তুটি পুনরালোচনা করুন এবং প্রয়োজনীয় প্রকাশনাগুলি আনুন, যাতে করে আপনি বক্তার সাথে তা অনুসরণ করতে পারেন। আপনার পরিচর্যায় এই তথ্যটি আপনি ব্যবহার করতে পারেন সেই উপায়গুলি সম্বন্ধে চিন্তা করুন।
৪ পরিচর্যা সভার জন্য: আমাদের রাজ্যের পরিচরর্য্যা-য় উল্লেখিত কার্যক্রমটি পরীক্ষা করুন। যে প্রবন্ধগুলি আলোচিত হবে সেগুলি পড়ুন। যদি বিবেচিত বিষয়বস্তু প্রহরীদুর্গ এর প্রবন্ধ অথবা অন্য কোন প্রকাশনা থেকে নেওয়া হয়, তাহলে সেটি খুঁজে বার করুন ও পড়ুন। যদি ক্ষেত্র পরিচর্যার উপস্থাপনাগুলি প্রদর্শন করার থাকে, তাহলে আগে থেকে এগুলিকে পুনরালোচনা করুন যাতে করে আপনি আপনার পরিচর্যায় সেগুলিকে ব্যবহার করতে প্রস্তুত থাকতে পারেন।
৫ প্রহরীদুর্গ পাঠের জন্য: আগে থেকে পাঠটি পড়ুন, প্রশ্নগুলির উত্তর লক্ষ্য করুন। উদ্ধৃত শাস্ত্রপদগুলিকে পরীক্ষা করা, আপনাকে বিষয়টি আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। আপনি ইতিমধ্যেই যা জানেন তার সাথে কিভাবে এই পাঠটি সম্পর্কযুক্ত তার উপর ধ্যান করা আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। অন্তত একটি অথবা দুটি অনুচ্ছেদের উপর সংক্ষিপ্ত মন্তব্যের দ্বারা সভার সময়ে অংশ নিতে পরিকল্পনা করুন। “জনসাধারণ্যে আমাদের আশাকে ঘোষণা” করার এটি হল একটি গুরুত্বপূর্ণ উপায়।—ইব্রীয় ১০: ২৩, NW.
৬ মণ্ডলীর বুকস্টাডির জন্য: প্রথমত, বিষয়বস্তুটিকে ভাসা ভাসা পড়ুন; অধ্যায়টির শিরোনাম ও উপশিরোনামগুলি বিবচনা করুন। তারপর, যখন আপনি পড়েন, মুখ্য ধারণাগুলির নোট নিন। সমর্থন করা বাইবেল পদগুলি পুনরালোচনা করুন। আপনার নিজের কথায় প্রশ্নগুলির উত্তর দিতে চেষ্টা করুন। যখন আপনি পাঠটি প্রস্তুত করে নিয়েছেন, আপনার মনের মধ্যে এটিকে পুনরালোচনা করুন। মুখ্য বিষয় ও যুক্তিগুলি করার দিকগুলিকে স্মরণ করতে চেষ্টা করুন।—২ তীম. ২:১৫.
৭ সভাগুলিকে উপভোগ করুন: সভাগুলিকে পূর্ণভাবে উপভোগ করতে, যিহোবার আত্মার জন্য সাহায্য প্রার্থনা করে আরম্ভের প্রার্থনায় অংশ নিতে সময়ানুবর্তী হওয়া গুরুত্বপূর্ণ। আপনি রাজ্যের সতেজক গানগুলি থেকেও উপকৃত হতে পারেন। যদি আপনার ছোট ছেলেমেয়ে থাকার কিংবা অন্য কোন কারণের জন্য হলের পিছনে বসতে না হয়, তাহলে সম্ভবত আপনি দেখবেন যে যদি আপনি সামনের সারিতে বসেন, সেখানে বিক্ষেপগুলি কম হবে এবং কার্যক্রম থেকে আপনি আরও বেশি উপকার লাভ করবেন। যে সব পিতামাতাদের ছোট ছেলেমেয়ে আছে যাদের হয়ত সভা চলাকালীন বাইরে নিয়ে যেতে হতে পারে, তারা বিক্ষেপ কমিয়ে দিতে পারেন যদি আসনশ্রেণীর ধারের কাছাকাছি অথবা পিছনের দিকে বসেন।
৮ যে শাস্ত্রপদগুলি পড়া হয় তা খুলে দেখবার চেষ্টা করুন। আপনি যা শোনেন এটি আপনাকে তা মনে রাখতে সাহায্য করবে। আপনি যা শিখেছেন সে সম্বন্ধে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে বলার দ্বারা তা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। এই প্রস্তাবনাগুলিকে প্রয়োগ করা সভাগুলিকে আরও অর্থপূর্ণ ও উপভোগ্য করে তুলবে এবং সেগুলি সত্যই “[আমাদের] প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে . . . উদ্দীপিত” করে তুলবে।—ইব্রীয় ১০:২৪, ২৫.