ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৬ পৃষ্ঠা ৩-৬
  • ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জেলা সম্মেলনের অনুস্মারকগুলি
  • বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা দরকার। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেওয়ার জন্য ঠিক করেছে তারা যেন মার্জিত স্নানের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বাপ্তিস্ম প্রার্থীদের সাথে মণ্ডলীর প্রাচীনেরা আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের প্রশ্নগুলি পুনরালোচনা করবেন এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য যে প্রত্যেকে এই বিষয়গুলি বুঝেছে। বক্তার দ্বারা বাপ্তিস্ম বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি সংক্ষেপে বাপ্তিস্ম প্রার্থীদের কিছু নির্দেশ দেবেন আর তারপর গান করার আহ্বান জানাবেন। গানের শেষ স্তবকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গায় নিয়ে যাবেন। যেহেতু একজনের উৎসর্গের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম হল, সেই ব্যক্তির এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়, তাই সেখানে তথা-কথিত পার্টনার বাপ্তিস্মের কোন ব্যবস্থা থাকবে না যেটিতে যখন বাপ্তিস্মিত হচ্ছেন তখন দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্ম নেয়।
  • ব্যাজ্‌ কার্ড: সম্মেলন এবং সম্মেলনে আসাযাওয়ার সময়েও দয়া করে ১৯৯৬ ব্যাজ্‌ কার্ড পরুন। যখন আমরা ভ্রমণ করি তখন এটি প্রায়ই আমাদের জন্য উত্তম সাক্ষ্য দেওয়া সম্ভবপর করে। ব্যাজ্‌ কার্ড এবং হোল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পাবেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। আপনার ও আপনার পরিবারের কার্ডের জন্য জিজ্ঞাসা করতে সম্মেলনের অল্প কয়েকদিন আগে পর্যন্ত অপেক্ষা করবেন না। সম্প্রতি চিকিৎসা-বিষয়ক নির্দেশক/রীলিজ্‌ কার্ড আপনার সঙ্গে আনতে ভুলবেন না।
  • থাকার স্থান: যদি আপনি হোটেলে থাকাতে কোন সমস্যার সম্মুখীন হন, তাহলে সম্মেলনের রুমিং বিভাগের অধ্যক্ষের কাছে যেতে ইতস্ততবোধ করবেন না, যাতে তিনি তৎক্ষণাৎ আপনার বিষয়টি সমাধান করতে আপনাকে সাহায্য করতে পারেন। মণ্ডলীর সচিবেরা নিশ্চিত হবেন যে ঘরের আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি সম্মেলন ব্যবস্থাপক দ্বারা কৃত থাকার জায়গা বাতিল করতে চান, তাহলে আপনার তৎক্ষণাৎ সম্মেলনের রুমিং বিভাগকে জানান উচিত যাতে করে ঘরটি অন্য কারও জন্য পাওয়া যেতে পারে।
  • স্বেচ্ছাসেবকের কাজ: খাদ্য পরিবেশন হ্রাস করার সাথে অনেকেই যারা আগে সেই বিভাগে কাজ করত তারা এখন অন্য কোন বিভাগে স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য দেখতে পারে। সম্মেলনে কোন একটি বিভাগে সাহায্য করার জন্য আপনি কি কিছু সময় আলাদা করে নিতে পারেন? আমাদের ভাইয়েদের সেবা করা, যদিও অল্প কিছু সময়ের জন্য কিন্তু তা উপকারী হতে পারে এবং উত্তম মাত্রার সন্তোষ নিয়ে আসতে পারে। যদি আপনি সাহায্য করতে পারেন, তাহলে দয়া করে স্বেচ্ছাসেবকের পরিচর্যা বিভাগে যোগাযোগ করুন। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও তাদের পিতামাতাদের সঙ্গে অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তির নির্দেশনায় কাজ করে উত্তম সাহায্য প্রদান করতে পারে।
  • সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যার প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক সমস্যা এড়ানো যেতে পারে। প্রায়ই যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে, চোর আর অন্যান্য অসৎ লোকেরা সেই ব্যক্তিদের তাদের শিকারে পরিণত করে। চোর এবং পকেটমারেরা বড় সমাবেশের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ করে। কোন মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রেখে আসা বিজ্ঞতার কাজ হবে না। আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনার চারপাশে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে বাইরের কিছু ব্যক্তি প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার চোখের সামনে রাখুন।
  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৬ পৃষ্ঠা ৩-৬

১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন

১ ১৯৯৫ সালে ভারতে “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনে ২৩,৪৪৭ জন যোগদানকারীদের অনেকের কাছ থেকেই আধ্যাত্মিকভাবে পুনর্যৌবনদানকারী কার্যক্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতার অভিব্যক্তিগুলি শোনা গিয়েছিল। যিহোবার ৮৬১ জন প্রশংসাকারী যারা তাদের উৎসর্গীকরণের প্রতীকস্বরূপ জলে বাপ্তিস্মগ্রহণ করে, তাদের দেখে আমাদের হৃদয় আনন্দে ভরে গিয়েছিল। যিহোবার সাক্ষীরা এবং শিক্ষা আর জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক দুটি নতুন প্রকাশনা পেয়ে আমরা উল্লাসিত হয়েছিলাম। গত বছরে এইধরনের উদ্দীপনামূলক কার্যক্রম উপভোগ করা সত্যই ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলনের জন্য আয়োজিত কার্যক্রমে যোগদান করতে আমাদের সবরকমের প্রচেষ্টা করার জন্য পরিচালিত করা উচিত। নিশ্চিতরূপে আমাদের সকলের উচিত আমাদের বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানান এবং আমাদের সাথে সেখানে উপস্থিত হতে তাদের সাহায্য করা। এই সম্মেলনগুলি উৎসাহ ও শক্তির প্রকৃত উৎস বলে প্রমাণিত হবে যখন আমরা আনন্দের সাথে এই শেষ কালে যিহোবার সেবা করে চলি।

২ আগে থেকে ভালভাবে আপনার সম্মেলনের পরিকল্পনা করতে নিশ্চিত হোন যাতে করে আপনি মনোরম আধ্যাত্মিক কার্যক্রমটি উপভোগ করতে সেখানে উপস্থিত থাকতে পারেন, প্রারম্ভের সংগীত থেকে সমাপ্তির প্রার্থনা পর্যন্ত। প্রেমের সাথে আপনার পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করুন যাদের হয়ত সাহায্যের প্রয়োজন, বিশেষ করে নতুন আগ্রহী ব্যক্তিদের, যাতে করে তারাও সম্মেলনের প্রতিটি অধিবেশনে উপস্থিত থাকতে পারে। যে কোন বাইবেল ছাত্র যে হয়ত যোগদানের পরিকল্পনা করছে তার সাথে এই ইনসার্টের তথ্যটি বিবেচনা করা খুব সাহায্যকারী হবে। (গালা. ৬:৬, ১০) এই বছর জেলা সম্মেলনের কার্যক্রম নিশ্চিতরূপে আমাদের ঈশ্বরীয় শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং এইধরনের শান্তি খুঁজে পেতে অন্যদের সাহায্য করার ক্ষেত্রে আমাদের ভূমিকা সম্বন্ধেও এটি ব্যাখ্যা করবে। আপনি কি এমনভাবে আপনার পরিকল্পনা করেছেন যাতে একটিও কার্যক্রমে অনুপস্থিত না থাকেন?

৩ তিনদিন-ব্যাপী কার্যক্রম: গত বছরের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন সম্বন্ধে একটি অনুকূল মন্তব্য অনেকের অনুভূতিকে ব্যক্ত করেছিল: “শান্তিতে, একতাবদ্ধ মেলামেশায় ও যিহোবার প্রশংসায় এই অপূর্ব তিনটি দিন কাটাতে পেরে আমরা কতই না আনন্দিত! আমাদের সম্মেলন নিশ্চিত করেছে যে আমরা একটি সুন্দর আধ্যাত্মিক পরমদেশে বাস করছি। সত্যই, এমনকি এই সংকটময় জগতেও আমাদের আনন্দে জয়ধ্বনি করার কারণ রয়েছে।” আমরা জানি এই বছরের সম্মেলনও আপনি পুরোপুরিভাবে উপভোগ করবেন এবং পুনর্নবীকৃত প্রাণশক্তি নিয়ে ঘরে ফিরে আসবেন। (২ বংশা. ৭:১০) এই বছর আবার আমাদের তিনদিন-ব্যাপী কার্যক্রম রয়েছে। আপনি কি ইতিমধ্যেই জাগতিক কাজ থেকে ছুটি পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন যাতে করে আপনি সম্পূর্ণ সময়কালটিতে উপস্থিত থাকতে পারেন? সম্মেলনের অনেকগুলিই স্কুলের ছুটি চলাকালীন সময়ে হয় না। যদি আপনার স্কুলে যাওয়ার বয়সী ছেলেমেয়েরা থাকে, তাহলে আপনি কি শ্রদ্ধাপূর্বক তাদের শিক্ষক-শিক্ষিকাদের জানিয়েছেন যে তাদের ধর্মীয় প্রশিক্ষণের এই গুরুত্বপূর্ণ অংশটির জন্য তারা একদিন অথবা দুদিন স্কুলে অনুপস্থিত থাকবে?

৪ ভারতে ১৫টি সম্মেলনের সবকটির তারিখ ও স্থানের তালিকা জুলাই ১ এবং ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ এর সংখ্যায় দেওয়া হয়েছে। ইংরাজি ছাড়া কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম, বাংলা এবং হিন্দীতে সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনদিনই সকাল ৯:৩০-তে কার্যক্রম শুরু হবে এবং রবিবার প্রায় বিকাল ৪:০০-তে শেষ হবে। সকাল ৮:০০ থেকেই দরজা খোলা থাকবে। কিন্তু যারা কাজের জন্য নিযুক্ত কেবলমাত্র তাদেরই তার আগে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে আর যতক্ষণ পর্যন্ত না সকলের জন্য হল খোলা হচ্ছে এই ব্যক্তিদের আসন সংরক্ষণ করতে অনুমোদন করা হবে না। আমরা কি আমাদের বয়স্ক এবং শারীরিক দিক দিয়ে অক্ষম ভাইয়েদের জন্য আরও বেশি সুবিধাজনক ও আরামদায়ক জায়গার আসনগুলি শূন্য অবস্থায় ছেড়ে রেখে দয়া দেখাই? মনে রাখবেন: “প্রেম . . . স্বার্থ চেষ্টা করে না।”—১ করি. ১৩:৪, ৫; ফিলি. ২:৪.

৫ আপনি কি সতেজ হবেন?: “লৌহ লৌহকে সতেজ করে,” হিতোপদেশ ২৭:১৭ পদের এই বাক্যগুলি উদ্ধৃত করার পর, আগস্ট ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি) জানায়: “আমরা হলাম যন্ত্রের মত যা নিয়মিত সতেজ করার প্রয়োজন। যেহেতু যিহোবার জন্য প্রেম প্রকাশ করা এবং আমাদের বিশ্বাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার অর্থ হল জগৎ থেকে পৃথক থাকা, তাই আমাদের অবিচলভাবে ভিন্ন পথ অনুসরণ করা যা অধিকাংশ করে থাকে, বর্জন করতে হবে।” সেই উপদেশ কিভাবে আমরা প্রয়োগ করতে পারি?

৬ আমরা জগৎ থেকে পৃথক এবং আমাদের অবশ্যই পৃথক থাকতে হবে। এটি সম্পাদন করার জন্য অবিচল প্রচেষ্টা বজায় রাখতে হবে যদি আমরা উত্তম কাজের জন্য উদ্যোগী হতে চাই। (তীত ২:১৪) এই কারণে প্রহরীদুর্গ প্রবন্ধ উপরোক্ত বিষয়টি উদ্ধৃতি করেছিল যা বলে চলে: “যিহোবাকে প্রেম করে এমন ব্যক্তিদের সাথে যখন আমরা থাকি, আমরা একে অপরকে সতেজ করি—আমরা প্রেম ও সৎক্রিয়ার জন্য পরস্পরকে উদ্দীপিত করে তুলি।” আধ্যাত্মিকভাবে আমাদের সতেজ থাকতে সাহায্য করার জন্য জেলা সম্মেলন হল যিহোবার কাছ থেকে সরবরাহকৃত একটি ব্যবস্থা। তিনদিনের সম্মেলনের প্রতিটি অধিবেশনে যোগদান করতে আমরা যেন দৃঢ়সংকল্পবদ্ধ হই। আমরা কার্যক্রমের কোন অংশতেই অনুপস্থিত থাকতে পারি না।

৭ একজন বিজ্ঞ ব্যক্তি শুনবে: আমরা হয়ত শোনার ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা শুনব এমন ক্ষমতা নিয়ে জন্মাইনি। শোনা হল একটি কলা যা গড়ে তুলতে হবে। বলা হয়ে থাকে যে গড়ে একজন ব্যক্তি যা শোনে তার অর্ধেক মনে রাখে—যতই মনোযোগপূর্বক শুনেছে বলে সে মনে করুক না কেন। যেহেতু আমরা এক বিক্ষেপের সময়ে বাস করছি, তাই কখনও কখনও আমরা হয়ত দীর্ঘ সময়যাবৎ মনোযোগ দেওয়া অসুবিধাজনক বলে মনে করি। আমরা কি আমাদের মনোযোগের পরিমাণকে বাড়াতে চেষ্টা করি, বিশেষতঃ যখন বৃহৎ শ্রোতাদের মধ্যে বসে কারও কথা শুনছি? সম্মেলন থেকে ঘরে ফেরার পর যদি আপনাকে প্রতিদিনের কার্যক্রমের সারাংশ বর্ণনা করতে বলা হয়, আপনি কি তা করতে সমর্থ হবেন? কিভাবে আমরা সকলে আমাদের শোনার ক্ষমতাকে উন্নত করতে এবং সম্মেলন কার্যক্রমে উপস্থাপিত প্রতিটি অংশে গভীর মনোযোগ দিতে পারি?

৮ গভীর আগ্রহ হল অত্যাবশ্যক, কারণ এটি ব্যতীত ঐশিক দান স্মরণশক্তি উপযুক্তভাবে কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ, কোন একটি বিষয়ের উপর যখন একজন ব্যক্তি বেশি আগ্রহ দেখায়, তখন একটি বক্তৃতার অথবা কার্যক্রমের অংশের প্রধান বিষয়গুলিকে স্মরণে রাখা বেশি সহজ হয়। তবুও, জেলা সম্মেলনে যা কিছু শোনার জন্য আমরা সুযোগপ্রাপ্ত তাতে সাধারণের চেয়ে অধিক আগ্রহের সাথে মনোযোগ করার উপর অনেকখানি নির্ভর করে। কী ঘটতে পারত যদি মিশরে সা.শ.পূ. ১৫১৩ সালে কিছু ইস্রায়েল পরিবার নিস্তারপর্বের নির্দেশাবলীতে অল্প মনোযোগ দিত? যাত্রাপুস্তক ১২:২৮ পদ বলে: “পরে ইস্রায়েল-সন্তানেরা গিয়া, সদাপ্রভু মোশি ও হারোণকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেইরূপ করিল।” ঐশিক নির্দেশ মেনে চলার অর্থ ছিল ইস্রায়েলের প্রথমজাতের রক্ষা। সম্মেলনের প্রতিটি কার্যক্রমে আমাদের আন্তরিক আগ্রহ এবং মনোযোগ আমাদের বর্তমান আধ্যাত্মিক অবস্থা এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রত্যাশাকে বহন করে। সম্মেলনে আমরা যিহোবার পথ সম্বন্ধে শিখি এবং জীবনরক্ষাকারী এক কাজ সম্পাদন করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়। (১ তীম. ৪:১৬) ঝড়ে-উত্তাল সমুদ্রে একটি জাহাজ হিসাবে নিজেকে কল্পনা করুন। যিহোবার প্রতিজ্ঞাগুলি হল আশার এক দৃঢ় নঙ্গর। যদি একজন ব্যক্তি খ্রীষ্টীয় কার্যক্রমগুলিতে অমনোযোগী হয় এবং তার মনকে নিয়ন্ত্রণের বাইরে যেতে অনুমতি দেয়, তাহলে কী ঘটতে পারে? সে হয়ত উপদেশ ও নির্দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হারাতে পারে যা তাকে আধ্যাত্মিক জাহাজডুবির কষ্টভোগ করা থেকে রক্ষা করতে পারত।—ইব্রীয় ২:১; ৬:১৯.

৯ পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সভাগুলিতে যোগদান করার জন্য আমাদের ভাইয়েরা কঠোর শারীরিক প্রচেষ্টা করে থাকে। সম্মেলনগুলিতে তাদের একাগ্র মনোযোগ দেখা বিস্ময়কর। কিন্তু কিছু স্থানে, ব্যক্তিবিশেষেরা অধিবেশন চলাকালীন সম্মেলন কক্ষের চারিদিকে ঘোরাঘেরা করার দ্বারা অন্যদের বিক্ষিপ্ত করেছে। অন্যেরা দেরিতে আসে। অতীতে কিছু সম্মেলনে অনেকে করিডোরে এবং বসার জায়গার পিছনের দিকে ঘোরাঘেরা করার দরুন কার্যক্রমের প্রথম কিছু মিনিট শোনা অসুবিধাজনক হয়ে পড়েছিল। এরা সাধারণত সেই ভাইয়েরা নয় যারা কর্মে নিযুক্ত ছিল অথবা সেই মায়েরা নয় যারা ছোট সন্তানদের প্রয়োজনাদি মেটাচ্ছিল। অধিকাংশ অসুবিধাগুলি আসে সেই লোকেদের কাছ থেকে যারা কেবল ঘোরাঘেরা ও হাসিঠাট্টা করছিল। এই বছর পরিচারক বিভাগ সমস্যাটির প্রতি আরও বেশি মনোযোগ দেবে এবং আশা করা হচ্ছে যখন সভাপতি আমাদের আসনে বসার জন্য আমন্ত্রণ জানাবেন সকলে তা করবে। এই বিষয়ে আপনার সহযোগিতা ভীষণভাবে উপলব্ধি করা হবে।

১০ সম্মেলন কার্যক্রমে আরও মনোযোগী হতে এবং যা উপস্থিত করা হয় তা মনে রাখতে বাস্তবধর্মী কোন্‌ প্রস্তাবনাগুলি আমাদের সাহায্য করবে? অতীতের বছরগুলিতে যা বলা হয়েছে তা এইভাবে পুনরাবৃত্তি করে: (ক) সম্মেলন শহরে যাওয়ার প্রধান কারণের উপর আলোকপাত করুন। এটি আমোদপ্রমোদে লিপ্ত হওয়ার কোন উপলক্ষ নয়, কিন্তু শোনা ও শেখার উপলক্ষ। (দ্বি.বি. ৩১:১২) প্রতি রাত্রে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি ক্লান্ত হয়ে সম্মেলনে আসেন, তাহলে মনোসংযোগ করা অসুবিধাজনক হয়ে উঠবে। (খ) সময় থাকতে এসে আসন সংগ্রহ করুন এবং কার্যক্রম আরম্ভের আগেই আসনে বসে পড়ুন। শেষ মূহূর্তে আসনের জন্য তাড়াতাড়ি করার ফল সাধারণতঃ প্রারম্ভের কিছু অংশ থেকে বঞ্চিত হওয়া। (গ) মুখ্য বিষয়গুলির সংক্ষিপ্ত নোট নিন। দীর্ঘ নোট-নেওয়া উত্তমভাবে শোনার পক্ষে বাধাস্বরূপ হতে পারে। যখন লিখছেন, নিশ্চিত হোন নোট নেওয়ার প্রতি মনোযোগ দেওয়ার দরুন আপনি অন্যান্য বিষয়গুলি হারাচ্ছেন না। (ঘ) যখন সম্মেলনের একটি অংশের সাথে পরিচয় করান হয়, তখন আগ্রহী বিবেচনার দৃষ্টিতে তা দেখুন। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘আমি এই অংশটি থেকে কী আহরণ করতে পারি যা যিহোবার প্রতি আমার উপলব্ধিবোধ ও প্রেমকে বৃদ্ধি করবে? আরও পূর্ণভাবে নতুন ব্যক্তিত্বকে প্রতিফলিত করতে এই তথ্যাদি কিভাবে আমাকে সাহায্য করতে পারে? আমার পরিচর্যায় উন্নতি করতে এটি কিভাবে আমাকে সাহায্য করবে?’

১১ আচরণ যা আমাদের পরিচর্যাকে অলংকৃত করে: নিজেকে “সৎক্রিয়ার আদর্শ” দেখানোর জন্য পৌল তীমথিয়কে উৎসাহিত করেছিলেন। তার শিক্ষায় নিষ্কলুষতা দেখিয়ে তীত “আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত” করতে অন্যদের সাহায্য করেছিলেন। (তীত ২:৭, ১০) যখন আমরা সম্মেলনে আসার এবং সম্মেলন থেকে ফেরার জন্য যাত্রা করি এবং সেইসাথে যখন আমরা হোটেল ও রেস্তঁরায় এবং স্বয়ং সম্মেলনে থাকি তখন কেন ঈশ্বরীয় আচরণ এত গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে প্রতি বছর আমরা সদয়ভাবে অনুস্মারকগুলি পেয়ে থাকি। গত বছর আমরা আবার হৃদয়-উদ্রেককারী কিছু মন্তব্য শুনেছিলাম যা আমরা আপনাদের সাথে বন্টন করে নিতে চাই।

১২ একজন হোটেল ম্যানেজার বলেছিলেন: “সাক্ষীদের বাস করার জন্য জায়গা দেওয়া সবসময়ের জন্য আনন্দজনক কারণ তারা ধৈর্যশীল, সহযোগিতাকারী এবং তারা তাদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখে।” একজন হোটেল ক্লার্ক বলেছিলেন যে এটি তার কাজকে “খুবই সহজ করে তোলে যখন সাক্ষীরা হোটেলের খাতায় সই করে ও পাওনাদি মিটিয়ে বিদায় নেয় কারণ লাইনে অপেক্ষা করা সত্ত্বেও তারা সর্বদাই ভদ্র, ধৈর্যশীল এবং বোধগম্য।” নিউ ইংল্যাণ্ডের একজন মহিলা একই হোটেলে থাকা যুবক সাক্ষীদের আচরণের দ্বারা এত বেশি প্রভাবিত হয়েছিলেন যে তিনি আমাদের সংগঠন সম্বন্ধীয় কিছু সাহিত্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন।

১৩ অন্যদিকে, বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উন্নতির প্রয়োজন। আমরা কিছু মন্তব্য বন্টন করতে চাই যা সমিতির কাছে পাঠান হয়েছে। একজন ভ্রমণ অধ্যক্ষ জানান যে হোটেলেতে যিহোবার সাক্ষীদের ছেলেমেয়েদের আরও বেশি তত্ত্বাবধান করার প্রয়োজন আছে। কিছুজনকে হলওয়েতে দৌড়াদৌড়ি করতে, লিফটে উঠানামা করতে, লবির চারপাশে জোরে চিৎকার চেঁচামেচি করতে দেখা গেছে, যা অন্য অতিথিদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। আমাদের ছেলেমেয়েদের এটা বুঝাতে শিক্ষা দেওয়ার প্রয়োজন যে খ্রীষ্টীয় আচরণ কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়। সম্মেলন এলাকা ছেড়ে আসার সাথে সাথে এটি শেষ হয়ে যায় না। এটি অবশ্যই দিনের ২৪ ঘন্টাই স্থায়ী থাকবে। যিহোবার দ্বারা শিক্ষিত হওয়ার জন্য যখন আমরা অধিবেশনের সময়ে আমাদের ভাইদের সাথে বসি সেই সময়ের মতই আমাদের আচরণ সম্মানীয় থাকা উচিত যখন আমরা হোটেলে, রেস্তঁরায় এবং রাস্তায় থাকি।—যিশা. ৫৪:১৩; ১ পিতর ২:১২.

১৪ যেহেতু আমাদের সম্মেলনগুলিতে খাদ্য পরিবেশন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে, তাই হলের ভাড়া ও বিবিধ বিষয়ের দেখাশোনার জন্য জড়িত অনেকখানি খরচ মেটাতে আমাদের আরও বেশি স্বেচ্ছাকৃত দান করার প্রয়োজন। একজন বোন কিশোর-বয়সের সন্তান সহ সীমিত পরিমাণ টাকা নিয়ে সম্মেলনে এসেছিলেন। কিন্তু, তিনি এবং সেই সন্তানটি তবুও সামান্য দান দিয়ে সাহায্য করেছিলেন। এই ব্যাপারে প্রত্যেকে কী স্থির করবে তা হল ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা জানি আপনি এইধরনের অনুস্মারকগুলিকে উপলব্ধি করবেন।—প্রেরিত ২০:৩৫; ২ করি. ৯:৭.

১৫ আমরা যেভাবে পোশাক পরি তার দ্বারা শনাক্তিকৃত হওয়া: যেভাবে আমরা পোশাক পরি তা আমাদের সম্বন্ধে এবং অন্যদের প্রতি আমাদের অনুভূতি সম্বন্ধে অনেক কিছু প্রকাশ করে। স্কুলেতে অথবা তাদের কর্মস্থলে অধিকাংশ কিশোর-কিশোরী এবং বহু বয়স্কেরা খেপাটে, আলুথালু ধরনের পোশাক পরে। প্রতি বছর পোশাকের ধরণ আরও বেশি চরম, এমনকি অত্যন্ত খারাপ হয়ে পড়ছে। যদি আমরা এই বিষয়ে সতর্ক না হই, তাহলে আমরা সহজেই জাগতিক সঙ্গীরা যেমন পোশাক পরে, তার দ্বারা প্রভাবিত হতে পারি। বহু পোশাকের ধরন সভাগুলিতে উপাসনার ক্ষেত্রে পরা অনুপযুক্ত। গত বছরের একটি সম্মেলনের পর কার্যক্রমের জন্য উপলব্ধি প্রকাশের একটি টিকা পাওয়া গিয়েছিল, কিন্তু তাতে আরও বলা হয়েছিল: “আমি অবাক হয়েছিলাম যে কেন অনেক যুবতী এইধরনের সর্ট ড্রেস, লো-টপ্‌ এবং হাই-স্লিট পরেছিল।” নিশ্চয়ই আমরা সকলে মার্জিত পোশাক পরতে ইচ্ছুক হব যা সম্মেলনে এবং কার্যক্রমের পর সমাজিক মেলামেশা উভয় সময়েই খ্রীষ্টীয় পরিচারকদের উপযুক্ত। আমাদের জন্য সর্বদা উপকারজনক হল “সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটী বেশে” ভূষিত হওয়া সম্বন্ধীয় প্রেরিত পৌলের উপদেশকে প্রতিফলিত করা।—১ তীম. ২:৯.

১৬ কোন্‌ পোশাক মার্জিত, “পরিপাটী” তা কে নির্ধারণ করবে? মার্জিত হওয়ার অর্থ “নির্লজ্জ অথবা নিজেকে জাহির না” করা। অভিধানও মার্জিতকে “নম্র” হিসাবে সংজ্ঞায়িত করে। পোশাক ও বেশভূষা সম্বন্ধে সমিতি কিংবা প্রাচীনেরা নিয়ম স্থাপন করে না। তৎসত্ত্বেও, কোন্‌ ধরনের পোশাক নিশ্চয়ই মার্জিত বা শালীনতাপূর্ণ নয় তা এক খ্রীষ্টানের কাছে স্পষ্ট হওয়াও কি উচিত নয়? (তুলনা করুন ফিলিপীয় ১:১০.) আমাদের বেশভূষা এবং পোশাক অতিরিক্ত মনোযোগ আকর্ষক হওয়া উচিত নয়। বাহ্যতঃ আমরা অবশ্যই মনোরম হব, জাগতিক অথবা অপ্রীতিকর হব না। সুসমাচারের পরিচারক হিসাবে, আমাদের উপযুক্তভাবে পোশাক ও বেশভূষা পরা যিহোবার প্রতি সম্মান নিয়ে আসে এবং সংগঠনকে উত্তমভাবে প্রতিফলিত করে। আমাদের বাহ্যিক প্রকাশ ও পোশাক জেলা সম্মেলন শহরে থাকাকালীন সময়েও অনুরূপ হওয়া উচিত যেমন আমরা সভাগুলিতে থাকার সময় স্বাভাবিকভাবে করে থাকি। তাই, পিতামাতারা উদাহরণ স্থাপন করবেন এবং তারপর নিশ্চিত হবেন যে তাদের ছেলেমেয়েরা এই অনুষ্ঠানের জন্য উপযুক্ত পোশাক পরেছে। প্রাচীনেরা উত্তম উদাহরণ স্থাপন করতে চাইবেন এবং যদি প্রয়োজন বলে মনে হয় সদয় পরামর্শ প্রদানে প্রস্তুত থাকবেন।

১৭ হোটেলগুলি: পূর্বেই আমরা হোটেল কর্মীবৃন্দের বিষয় উল্লেখ করেছি যারা বলেছিলেন যে ভাইয়েদের ধৈর্যশীলতা, নম্রতা এবং সহযোগিতার দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন। যদি নাম নথীভুক্ত করার জন্য আমাদের লাইনে অপেক্ষা করতে হয়, তখনও আমরা এই খ্রীষ্টীয় গুণাবলিগুলিকে প্রদর্শন করে চলতে চাইব। আমরা সেই হোটেলগুলিকে উপলব্ধি করি যেগুলি উচিত মূল্যে ঘর প্রদান করে সমিতির সাথে সহযোগিতা করেছে। যদিও আমরা হয়ত যাতাযাতের ফলে ক্লান্ত হতে পারি, কিন্তু তবুও সদয়তার সাথে হোটেল কর্মীদের সাথে ব্যবহার করার বিষয়টি স্মরণে রাখা উচিত। আমাদের এইপ্রকার কাজ হয়ত কিছুজনের জন্য আরও গুরুত্বের সাথে সত্য পরীক্ষা করার কারণস্বরূপ হতে পারে। এছাড়া, অনুমতি না থাকলে হোটেলের ঘরগুলিতে রান্না করা উচিত হবে না।

১৮ ভিডিও ক্যামেরা, ক্যামেরা এবং টেপ্‌ রেকর্ডার: যোগদানকারী অন্যদের প্রতি বিবেচনা দেখিয়ে আমরা ক্যামেরা এবং অন্যান্য রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করতে পারি। যদি আমরা অধিবেশন চলাকালীন চারিদিকে ঘুরে ছবি তুলতে থাকি, তাহলে আমরা কেবলমাত্র অন্যদের যারা শোনার চেষ্টা করছে তাদেরই বিক্ষিপ্ত করব না, কিন্তু আমরা নিজেরাও কার্যক্রমের কিছু অংশ হারাব। বক্তাদের প্রতি গভীর মনোযোগ দিয়ে এবং পরিমিত নোট নিয়ে আমরা সম্মেলন থেকে সাধারণতঃ আরও বেশি উপকৃত হই। আমরা হয়ত ঘরেতে আটক আদুছ এমন কোন ভাই অথবা বোনের জন্য রেকর্ডিং করতে পারি; কিন্তু, আমাদের নিজেদের ব্যবহারের জন্য করে, আমরা হয়ত ঘরে ফিরে এসে দেখব যে বহু ঘন্টা যাবৎ কার্যক্রম রেকর্ড করার পর, আমরা যা রেকর্ড করেছি তার অধিকাংশই পুনর্বিবেচনা করার সময় আমাদের নেই। কোন প্রকার রেকর্ডিং উপকরণ যেন বৈদ্যুতিক অথবা শব্দ ব্যবস্থার সাথে সংযুক্ত করা না হয়, কিংবা সেই উপকরণ যেন মধ্যবর্তী যাতায়াতের স্থান লোক-চলাচলের জায়গাগুলিতে বাধা সৃষ্টি না করে অথবা অন্যদের দৃষ্টিকে আড়াল না করে।

১৯ আসন: আসন সংরক্ষণের ক্ষেত্রে আমরা ক্রমাগত উন্নতি লক্ষ্য করেছি। গত বছর আপনাদের অধিকাংশই এই নির্দেশনাগুলি অনুসরণ করেছিলেন: একমাত্র আপনার পরিবারের নিকট আত্মীয় এবং যারা আপনার সাথে এসেছেন তাদের জন্যই আসন সংরক্ষণ করে রাখতে পারেন। সম্ভবত আপনি দেখেছিলেন এটি খুব কঠিন হয়নি, কারণ অনেকেই এই স্পষ্ট নির্দেশনাগুলি অনুসরণ করেছিলেন। এমনকি আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এই সম্মত হওয়া যিহোবাকে এবং ‘বিশ্বস্ত দাসকে’ খুশি করেছিল যারা আধ্যাত্মিক খাদ্য দেয়।—মথি ২৪:৪৫.

২০ আমাদের বহুসংখ্যক ভাইয়েরা রয়েছেন যাদের বিশেষ স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয়তাগুলি আছে এবং যারা এখনও সম্মেলনে আসেন। কেউ কেউ হুইলচেয়ারে করে আসেন এবং পরিবারের সদস্যদের দ্বারা তাদের যত্নের প্রয়োজন। অন্যেরা আবার দীর্ঘস্থায়ী রোগের জন্য যেমন হার্টের সমস্যা অথবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিভিন্ন চিকিৎসার অধীনে আছেন। সম্মেলনে কোন আধ্যাত্মিক খাদ্যকে না হারাতে দৃঢ়সংকল্পবদ্ধ এই সব প্রিয় ভাই এবং বোনেদের দেখতে পাওয়া সত্যই আমাদের হৃদয় উষ্ণ করে। কিন্তু কখনও কখনও, সম্মেলন চলাকালীন কিছু ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার সমস্যা দেখা গেছে, যাদের সহায়তা করার জন্য পরিবারের অথবা মণ্ডলীর সদস্যেরা ছিল না। এই নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে সম্মেলন পরিচালকগোষ্ঠীর জরুরি চিকিৎসা সেবাবিভাগকে ডাকার প্রয়োজন হয়েছিল কোন ভাই অথবা বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘস্থায়ী রোগের যত্নের জন্য দায়িত্ব প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপর আসা উচিত। সম্মলনের প্রাথমিক চিকিৎসা বিভাগ দীর্ঘস্থায়ী রোগীদের তত্ত্বাবধান করার জন্য নয়। যদি আপনার পরিবারের কোন সদস্যের বিশেষ যত্নের প্রয়োজন থাকে, যে কোন সময় জরুরি অবস্থার উদ্ভব হতে পারে বলে অনুগ্রহ করে নিশ্চিত হোন তাকে যেন একলা ছেড়ে যাওয়া না হয়। এছাড়া, সম্মেলনে যাদের এলার্জি সংক্রান্ত সমস্যা রয়েছে যা তাদের সাধারণের বসার জায়গায় বসতে বাধা দেয় তাদের থাকার জন্য বিশেষ কোন ঘরের ব্যবস্থা থাকবে না। যাদের বিশেষ স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয়তাগুলি রয়েছে তাদের বিষয়ে তাদের মণ্ডলীর প্রাচীনেরা সতর্ক থাকতে চাইবেন এবং সম্মেলনের আগে তাদের যত্নের জন্য ব্যবস্থাদি গ্রহণের বিষয়ে নিশ্চিত হবেন।

২১ সম্মেলনের জন্য প্রয়োজনীয় খাদ্য: গত বছরে সম্মেলনে কোন খাদ্য পরিবেশন করা হবে না এই বিষয়টি যখন ঘোষিত হয়েছিল তখন আমাদের মধ্যে কিছুজন হয়ত খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। যদিও প্রথমে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, পরে আমাদের ভাইয়েদের অনেকের মত আমরাও হাল্কা ধরনের জলখাবারের ব্যবস্থা থাকা অথবা আমাদের নিজেদের খাবার নিয়ে আসা থেকে উপকার লাভ করে খুব আনন্দিত হয়েছিলাম। একজন ভাই লিখেছিলেন: “এর থেকে প্রচুর আধ্যাত্মিক উপকার আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সমস্ত সময় এবং শক্তি এখন আধ্যাত্মিক বিষয়গুলির প্রতি পরিচালিত হতে পারে। আমি একটিও নেতিবাচক মন্তব্য শুনিনি।” একজন বোন লিখেছিলেন: “উদাহরণের দ্বারা, প্রিয় ভাইয়েরা আপনারা আমাদের উৎসাহিত করেন একজন খ্রীষ্টান ব্যক্তি হিসাবে আমাদের নিজেদের পরীক্ষা করতে এবং আমাদের জীবনকে সরল করার উপায়গুলি খুঁজে নিতে ও আমাদের ঐশিক কাজকে বৃদ্ধি করতে।” পূর্বের খাদ্য পরিবেশন ব্যবস্থা সম্বন্ধে একজন ভ্রমণ অধ্যক্ষ লিখেছিলেন: “পুরনো ব্যবস্থা এক উল্লেখযোগ্য সংখ্যক ভাইয়েদের সমগ্র অধিবেশনের কার্যক্রম থেকে বঞ্চিত করার কারণস্বরূপ হয়েছিল।” প্রাপ্ত হাল্কা ধরনের খাবার এবং ভাইয়েরা যে খাবার এনেছিল সেই সম্বন্ধে একজন প্রাচীন লিখেছিলেন: “তাদের ঠিক তাই ছিল যা তারা চেয়েছিলেন।” পরিশেষে, একজন বোন লিখেছিলেন: “অধিবেশনের পর এটি ছিল শান্তিপূর্ণ ও শান্ত এবং প্রফুল্ল পরিবেশ।” হ্যাঁ, প্রত্যেকের জন্য হাল্কা ধরনের খাবার ছিল অথবা তারা মধ্যাহ্ণের সময়ব্যাপী নিজেকে পরিতৃপ্ত রাখার মত উপযুক্ত খাবার এনেছিল। এই বিষয়টির উপর অনেকেই মন্তব্য করেছিল যে তাদের বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক সময় তাদের ছিল।

২২ এই বছর আবার, খাদ্য পরিবেশনের ব্যবস্থা থাকবে না, কিন্তু হাল্কা ধরনের খাবার পাওয়া যাবে। অনুগ্রহ করে বাস্তবধর্মী, পুষ্টিকর খাদ্য ব্যবস্থা যা সম্মেলনে আনা যেতে পারে সে সম্বন্ধে পরামর্শের জন্য ১৯৯৫ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টে পৃষ্ঠা ৬-এ বাক্সটি পুনরালোচনা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন, কাঁচের পাত্র অথবা মদ্যজাতীয় পানীয় সম্মেলন স্থলে আনা সমুচিত হবে না। যদি ছোট পানীয় জলের পাত্র আনার প্রয়োজন হয়, তাহলে তা যেন অবশ্যই আপনার আসনের নিচে রাখার উপযুক্ত হয়। মনে রাখবেন আপনি যা আনবেন তা খাবার জন্য ও পান করার জন্য মধ্যাহ্ণের বিরতিতে যথেষ্ট সময় থাকবে। আমাদের কিংডম হলের সভাগুলি চলার সময়ের মত, আমরা সর্বদা অধিবেশন চলাকালীন খাওয়া থেকে বিরত থাকব। এইভাবে আমরা উপাসনার প্রতি এবং প্রদত্ত আধ্যাত্মিক খাদ্যের ব্যবস্থাদির প্রতি সম্মান প্রদর্শন করি।

২৩ শীঘ্রই প্রথম “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন আরম্ভ হবে। আপনি কি যোগদানের প্রস্তুতিপর্ব শেষ করেছেন এবং এখন তিনদিন-ব্যাপী আনন্দের সাহচর্য ও আধ্যাত্মিক উত্তম বিষয়গুলি উপভোগ করতে আপনি প্রস্তুত? এটি আমাদের আন্তরিক প্রার্থনা যে এই বছরের জেলা সম্মেলনে যোগদান করতে আপনার প্রচেষ্টাকে যিহোবা আশীর্বাদ করবেন।

[৬ পৃষ্ঠার বাক্স]

জেলা সম্মেলনের অনুস্মারকগুলি

বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা দরকার। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেওয়ার জন্য ঠিক করেছে তারা যেন মার্জিত স্নানের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বাপ্তিস্ম প্রার্থীদের সাথে মণ্ডলীর প্রাচীনেরা আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের প্রশ্নগুলি পুনরালোচনা করবেন এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য যে প্রত্যেকে এই বিষয়গুলি বুঝেছে। বক্তার দ্বারা বাপ্তিস্ম বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি সংক্ষেপে বাপ্তিস্ম প্রার্থীদের কিছু নির্দেশ দেবেন আর তারপর গান করার আহ্বান জানাবেন। গানের শেষ স্তবকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গায় নিয়ে যাবেন। যেহেতু একজনের উৎসর্গের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম হল, সেই ব্যক্তির এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়, তাই সেখানে তথা-কথিত পার্টনার বাপ্তিস্মের কোন ব্যবস্থা থাকবে না যেটিতে যখন বাপ্তিস্মিত হচ্ছেন তখন দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্ম নেয়।

ব্যাজ্‌ কার্ড: সম্মেলন এবং সম্মেলনে আসাযাওয়ার সময়েও দয়া করে ১৯৯৬ ব্যাজ্‌ কার্ড পরুন। যখন আমরা ভ্রমণ করি তখন এটি প্রায়ই আমাদের জন্য উত্তম সাক্ষ্য দেওয়া সম্ভবপর করে। ব্যাজ্‌ কার্ড এবং হোল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পাবেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। আপনার ও আপনার পরিবারের কার্ডের জন্য জিজ্ঞাসা করতে সম্মেলনের অল্প কয়েকদিন আগে পর্যন্ত অপেক্ষা করবেন না। সম্প্রতি চিকিৎসা-বিষয়ক নির্দেশক/রীলিজ্‌ কার্ড আপনার সঙ্গে আনতে ভুলবেন না।

থাকার স্থান: যদি আপনি হোটেলে থাকাতে কোন সমস্যার সম্মুখীন হন, তাহলে সম্মেলনের রুমিং বিভাগের অধ্যক্ষের কাছে যেতে ইতস্ততবোধ করবেন না, যাতে তিনি তৎক্ষণাৎ আপনার বিষয়টি সমাধান করতে আপনাকে সাহায্য করতে পারেন। মণ্ডলীর সচিবেরা নিশ্চিত হবেন যে ঘরের আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি সম্মেলন ব্যবস্থাপক দ্বারা কৃত থাকার জায়গা বাতিল করতে চান, তাহলে আপনার তৎক্ষণাৎ সম্মেলনের রুমিং বিভাগকে জানান উচিত যাতে করে ঘরটি অন্য কারও জন্য পাওয়া যেতে পারে।

স্বেচ্ছাসেবকের কাজ: খাদ্য পরিবেশন হ্রাস করার সাথে অনেকেই যারা আগে সেই বিভাগে কাজ করত তারা এখন অন্য কোন বিভাগে স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য দেখতে পারে। সম্মেলনে কোন একটি বিভাগে সাহায্য করার জন্য আপনি কি কিছু সময় আলাদা করে নিতে পারেন? আমাদের ভাইয়েদের সেবা করা, যদিও অল্প কিছু সময়ের জন্য কিন্তু তা উপকারী হতে পারে এবং উত্তম মাত্রার সন্তোষ নিয়ে আসতে পারে। যদি আপনি সাহায্য করতে পারেন, তাহলে দয়া করে স্বেচ্ছাসেবকের পরিচর্যা বিভাগে যোগাযোগ করুন। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও তাদের পিতামাতাদের সঙ্গে অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তির নির্দেশনায় কাজ করে উত্তম সাহায্য প্রদান করতে পারে।

সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যার প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক সমস্যা এড়ানো যেতে পারে। প্রায়ই যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে, চোর আর অন্যান্য অসৎ লোকেরা সেই ব্যক্তিদের তাদের শিকারে পরিণত করে। চোর এবং পকেটমারেরা বড় সমাবেশের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ করে। কোন মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রেখে আসা বিজ্ঞতার কাজ হবে না। আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনার চারপাশে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে বাইরের কিছু ব্যক্তি প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার চোখের সামনে রাখুন।

কিছু কেবেল টেলিভিশন এবং ভিডিও অনেক হোটেলে পাওয়া যায় যা প্রায়ই খারাপ, অশ্লীল অনুষ্ঠান দেখিয়ে থাকে। এই ফাঁদটির প্রতি সচেতন থাকুন এবং ছেলেমেয়েদের ঘরেতে তত্ত্বাবধানহীনভাবে টিভি দেখতে দেবেন না।

দয়া করে সম্মেলনের বিষয়ে আরও জানবার জন্য সম্মেলন পরিচালকদের ফোন করবেন না। আপনি যে তথ্যাদি চান তা যদি প্রাচীনদের কাছ থেকে না পান, তাহলে সম্মেলন প্রধান কার্যালয়ের ঠিকানাগুলির যে কোন একটিতে যার তালিকা ১৯৯৬ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় দেওয়া হয়েছে আপনি লিখতে পারেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার