ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৫ পৃষ্ঠা ৩-৬
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জেলা সম্মেলনের অনুস্মারকগুলি
  • ১৯৯৫-৯৬ জেলা সম্মেলন গান সংখ্যা
  • ১৯৯৫-৯৬ “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন হলের ঠিকানাগুলি - ভারত
  • CONVENTION LOCATIONS
  • ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৫ পৃষ্ঠা ৩-৬

১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন

১ আমাদের আনন্দিত হওয়ার কী কী কারণ রয়েছে? সম্ভবত আমাদের মধ্যে অল্পজনই তার সবগুলির তালিকা করতে চেষ্টা করেছে। এক সংকটময় ও অনিশ্চিত জগতে বাস করা সত্ত্বেও, আমাদের আনন্দিত হওয়ার অনেক কারণ রয়েছে। পূর্বেই যেমন ঘোষণা করা হয়েছিল, “আনন্দিত প্রশংসাকারীগণ” হল ১৯৯৫ সালের জেলা সম্মেলনগুলির জন্য এক উৎসাহজনক বিষয়বস্তু।

২ আমরা যিহোবার প্রশংসা করি কারণ তিনি আমাদের সত্য শিখিয়েছেন। (যিশা. ৫৪:১৩; যোহন ৮:৩২) পর্যায়ক্রমে, আমরা আনন্দ সহকারে যারা নিরাপত্তা ও সুখের জন্য অনুসন্ধান করছে তাদের সাথে সত্য বন্টন করি। (যিহি. ৯:৪; প্রেরিত ২০:৩৫) আমাদের খ্রীষ্টীয় ভ্রাতৃসমাজও আমাদের জন্য আনন্দ নিয়ে আসে। এক প্রেমময় আধ্যাত্মিক পরিবার সন্তোষ ও আনন্দ নিয়ে আসে। এগুলি হল আমাদের আনন্দের মাত্র কয়েকটি কারণ যা আমাদের যিহোবার প্রশংসা করতে প্রেরণা দেয়। এই সংকটপূর্ণ শেষকালে আমাদের আনন্দের জন্য অতিরিক্ত শাস্ত্রীয় কারণগুলির প্রতি সম্মেলনের বক্তৃতাগুলি ও নমুনাগুলি আমাদের মনোযোগ আনবে।

৩ তিনদিন-ব্যাপী সম্মেলন: আপনি কি আপনার কর্মকর্তার সাথে কথা বলেছেন যাতে করে সম্মেলনে তিনদিনই উপস্থিত হওয়ার জন্য ছুটি পেতে পারেন? যে ছেলেমেয়েরা স্কুলে যায়, যারা কোন একটি সম্মেলনে যোগদান করবে তাদের যদি স্কুল খোলা থাকে, তাহলে শ্রদ্ধাপূর্বক তাদের শিক্ষক-শিক্ষিকাদের জানাতে হবে যে তাদের ধর্মীয় উপাসনার এই গুরুত্বপূর্ণ অংশটির জন্য তারা শুক্রবার ও শনিবার স্কুলে আসবে না। আপনার কাছাকাছি সম্মেলন কোন্‌টি? ভারতে ১৬টি সম্মেলনের সবকটির স্থানের তালিকা ফেব্রুয়ারি ১৫, ১৯৯৫, প্রহরীদুর্গ-এ দেওয়া হয়েছিল। এখন আপনার মণ্ডলীর সচিব আপনার মণ্ডলীর জন্য আপনাকে বিস্তারিতভাবে জানিয়েছেন। ইংরাজি ছাড়া কান্নাড়া, কোঙ্কানি, গুজরাটি, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালাম, বাংলা এবং হিন্দীতে সম্মেলন অনুষ্ঠিত হবে।

৪ অধিকাংশ স্থানে, শুক্রবার সকাল ৯:৪০-তে কার্যক্রম শুরু হবে এবং রবিবার প্রায় বিকাল ৩:৫০-তে শেষ হবে। শনিবার এবং রবিবারের কার্যক্রম শুরু হবে সকাল ৯:৩০-তে। সাক্ষীদের এবং জনসাধারণকে সকাল ৮:০০ থেকেই স্বাগত জানানো হবে, কিন্তু যারা নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত তাদের তার আগে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে।

৫ আপনি কি উপস্থিত থাকবেন?: আমাদের সকলকে তিনদিনের সম্মেলনে সবটিতেই উপস্থিত থাকতে উৎসাহ দেওয়া হয়েছে। কেন তা? কারণ যিহোবা চান আমরা যেন সেখানে উপস্থিত হই। বর্তমানে আমাদের বিশ্বাস ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উপর তীব্র আক্রমণ করা হয়েছে। পৌল এমন একটি সময়ে “আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি” সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, যখন যিহূদার খ্রীষ্টানেরা অত্যন্ত চাপ ভোগ করছিল। (ইব্রীয় ৩:১২, ১৩; ১০:২৫) ফিলিপীয়রা “কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে” বাস করছিল। তবুও, তারা “জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ” পাচ্ছিল। (ফিলি. ২:১৫) কেন প্রথম শতাব্দীর এই খ্রীষ্টানেরা আলাদা ছিল? কারণ তারা বাধ্যতার সাথে পবিত্র আত্মার পরিচালনাকে অনুসরণ করেছিল যা তাদের পরিচালিত করেছিল “প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত” করে তোলার জন্য মিলিত হতে।—ইব্রীয় ১০:২৪.

৬ পক্ষান্তরে, এই জগৎ আমাদের ভাইদের সাথে মিলিত হতে এবং যিহোবার প্রশংসা করতে আমাদের ইচ্ছাকে দুর্বল করে দিতে আমাদের প্রভাবিত করবে। তাই যিহোবার আত্মার প্রতি বশীভূত হতে এবং তিনদিনের অধিবেশন উপভোগ করতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সমগ্র পরিবারের সাথে উপস্থিত হতে আমরা কি দৃঢ়সংকল্পবদ্ধ? নিয়মিত ভিত্তিতে আমাদের প্রেম ও বিশ্বাসকে দৃঢ় করার প্রয়োজন। এই বিষয়ে যিহোবা আমাদের সাহায্য করতে বাৎসরিক সম্মেলনগুলি যুগিয়েছেন।

৭ গৃহের জন্য একটি সম্পদ নিয়ে যান: সম্মেলন থেকে আপনি কিভাবে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন? এক কথায় এর উত্তর হল “মনোযোগ।” আজকের দিনে উত্তেজনাপ্রবণ, ত্বরান্বিত সমাজে এটি সহজ কাজ নয়। উদ্যমশীল যুবকেরা মনোযোগ দেওয়াকে কষ্টকর বলে মনে করতে পারে, কিন্তু সকলে যারা জেলা সম্মেলনে উপস্থিত থাকে তাদের কাছে এটি সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা যদি আগে থেকে পরিকল্পনা করি, তাহলে আমাদের পক্ষে মনোযোগ দেওয়া সহজ হবে। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘সম্মেলনের বিষয়বস্তু কী?’ তার উপর চিন্তা করুন! ‘কেন আমি যাচ্ছি এবং সেই তিনদিন আমি কী করব? আমার সম্ধ্যাটি কি আমোদপ্রমোদের দ্বারা পূর্ণ হবে অথবা আমি বিশ্রামের এবং সম্মেলনের মুখ্য বিষয়গুলি পুনরালোচনার জন্য পর্যাপ্ত সময় রাখব?’

৮ কিভাবে সভা থেকে উপকৃত হওয়া যায় সেই বিষয়ের উপর ফেব্রুয়ারি ১, ১৯৮৪, প্রহরীদুর্গ (ইংরাজি) “আপনি কি ধ্যান করেন না কি শুধুমাত্র দিবাস্বপ্ন দেখেন?” নামক প্রবন্ধটিতে কিছু প্রস্তাব দেওয়া হয় এবং তারপর এটি এই পরিসমাপ্তিতে আসে: “মানসিক শাসন হল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” যখন একজন বক্তা বক্তৃতা শুরু করেন, আমরা সাধারণত মনোযোগী হই, কিন্তু হয়ত বক্তৃতার কিছুটা অংশ শোনার পর আমরা আমাদের মনকে “অমনোযোগী” হতে দিই। এটিকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি?

৯ অতীতে দেওয়া প্রস্তাবগুলি বারবার উল্লেখ করা প্রসঙ্গোচিত হবে কারণ সেগুলি কার্যকারী। যদি সম্ভব হয়, তাহলে প্রতি রাত্রে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। এটি সবসময় সহজ হয় না, কারণ যাতায়াত হয়ত এর মধ্যে জড়িত থাকতে পারে আর আপনি যদি হোটেলে থাকেন, বাড়ির মত আপনি হয়ত তাড়াতাড়ি ঘুমাতে বা বিশ্রাম নিতে যাবেন না। উত্তম পরিকল্পনা করা সাধারণত আপনাকে প্রয়োজনীয় বিশ্রাম নিতে সুযোগ দেবে।

১০ সাধারণ নোট নেওয়া মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রমাণিত হয়েছে। যদি আপনি খুব বেশি তথ্য লেখার চেষ্টা করেন, তাহলে হয়ত কিছু অত্যাবশ্যকীয় বিষয় পুরোপুরি বাদ পড়ে যেতে পারে। তাই প্রস্তাব হল, কার্যক্রমের উপস্থাপিত বিষয়ের সংক্ষিপ্ত নোট নিন যাতে করে আপনি বাইবেল ছাত্র অথবা কোন অসুস্থ ব্যক্তিকে সারসংক্ষেপ জানাতে পারেন। এমনকি যদি বিশেষ কোন ব্যক্তির জন্য তা নাও হয়, তবুও নোট নেওয়ার আপনার জন্য একটি উদ্দেশ্য থাকবে এবং সম্মেলনের পর আপনি হয়ত যখন রীতিবহির্ভূতভাবে পরিবারের অবিশ্বাসী সদস্যদের কাছে সাক্ষ্যদান করবেন তখন কার্যক্রমের মুখ্য বিষয়গুলি তুলে ধরার সেই সুযোগগুলি পাবেন। নোট নেওয়ার এবং যা শুনেছেন তা বন্টন করার দ্বারা আপনি শীঘ্রই তথ্যটি ভুলে যাবেন না। অভিব্যক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

১১ সম্মেলনস্থল ভাড়া করার ক্ষেত্রে বেশ কিছু ব্যয় জড়িত থাকে, প্রায়ই যার অন্তর্ভুক্ত হল সাউণ্ড উপকরণ, অতিরিক্ত আসন এবং অন্যান্য জিনিসের জন্য অতিরিক্ত খরচ। এইসব খরচ কিভাবে বহন করা হয়? হয় টাকা অথবা চেকের আকারে “ওয়াচ টাওয়ার সোসাইটির” নামে দেওয়া আমাদের স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে। এটি গীতসংহিতা ৯৬:৮ এবং ২ বংশাবলি ৩১:১২ পদের সাথে সামঞ্জস্যপূর্ণ।

১২ ঈশ্বরীয় আচরণের দ্বারা আনন্দিত প্রশংসাকারীগণ যিহোবার সম্মান করে: গতবছর আমাদের আচরণ সম্বন্ধে হোটেল কর্মী ও সম্মেলনস্থলের কর্মীদের কাছ থেকে উৎসাহজনক ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। একজন হোটেল ম্যানেজার বলেছিলেন: “সাক্ষীদের জায়গা দেওয়া সবসময়ের জন্য আনন্দদায়ক কারণ তারা ধৈর্যশীল ও সহযোগিতা করে এবং তাদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখে।” আর একজন হোটেল পরিচালক বলেছিলেন অন্যান্য দলের থেকে সাক্ষীদের মনে হয় বেশ সুখী এবং আরও বেশি সংগঠিত। যদিও এলাকাটিতে হোটেলস্থলে ব্যবহৃত অন্যান্য সম্মেলনের তুলনায় আমাদের সম্মেলন ছিল সবচেয়ে বড়, তিনি বলেছিলেন: “অন্যান্য ক্ষুদ্রতর দলগুলির সাথে তুলনায় আমাদের সামান্যই অভিযোগ ও অসুবিধা হয়েছে।”

১৩ আর একজন হোটেল কর্মী ব্যক্ত করেছিলেন যে সম্প্রতি আমাদের সামনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যার ফলে অনেক ক্ষতি হয়, আর সাথে সাথে চুরি হয়, এমনকি যদিও বা সম্মেলনস্থলটিতে সমস্ত হোটেল কর্মী উপস্থিত ছিল। কিন্তু আমাদের সম্মেলন সম্বন্ধে তিনি বলে চলেন: “আমরা সাক্ষীদের নিয়ে সে সম্বন্ধে চিন্তিত ছিলাম না। . . . তারা যখন এখানে আছে, আমরা কেবলমাত্র এক বা দুইজন রক্ষণকারীকে হাতের কাছে রাখতে চাই আর তা হল শুধুমাত্র মেশিন সংক্রান্ত সম্ভাব্য কোন সমস্যা সারানোর জন্য।”

১৪ আমরা আশা করি পাওয়া সমস্ত রিপোর্টই একইরকমের হবে, কিন্তু দুঃখের বিষয় তা সত্য নয়। একজন সম্মেলন সভাপতি লক্ষ্য করেছিলেন: “অধিবেশনের পর, কিশোর-কিশোরীদের অনেকেই এক বিরাট সংখ্যায় বেশি রাত্রে [হোটেলের] লবিতে জমায়েত হয়ে জোরে হাসাহাসি ও চিৎকার চেঁচামেচি করে। এটি অন্যান্য অতিথিদের অসুবিধার সৃষ্টি করে . . . যারা বিরক্তি প্রকাশ করে। কিছু কিশোর-কিশোরী করিডরে দৌড়াদৌড়ি করতে থাকে, সজোরে দরজা বন্ধ করে যখন তারা অন্যের ঘর পরিদর্শন করে এবং ঘরের মধ্যে খুব জোরে জোরে কথা বলতে থাকে।”

১৫ আর একটি সমস্যা কয়েক বছর যাবৎ দেখা গেছে তা হল অধিবেশন চলাকালীন বহুসংখ্যক ভাইরা করিডরে এবং হলের বাইরে বসে আড্ডা দেয়। গতবছর একটি সম্মেলনে, দানের বাক্সে একজন বাইবেল ছাত্রের একটি নোট পাওয়া গেছে। এটি এইভাবে পড়া হয়: “আমি কখনও এইরকম আঘাত পাইনি যা বক্তৃতা চলাকালীন হলের সামনে শব্দ, কাজ, কথাবার্তা ও অনুপোযুক্ত আচরণ আমি পেয়েছি . . . যদিও আমি এখনও পর্যন্ত একজন সাক্ষী নই, কেবলমাত্র এমন একজন যে ঈশ্বরীয় ভয় ও সম্মান সম্বন্ধে অধ্যয়ন করছি ও শিখছি।” সত্যই, আমরা কেউ এমন ছাপ রাখতে চাই না যে আমরা যিহোবার আয়োজনের প্রতি উপলব্ধিবোধ দেখাই না।

১৬ সব সময়ে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত: ‘কাকে আমি প্রতিনিধিত্ব করছি এবং কেন আমি এই সম্মেলনে যোগদান করছি?’ আমাদের আধ্যাত্মিকতা ও ঈশ্বরীয় ভক্তি আমাদের কথাবার্তা, আচরণ এবং আধ্যাত্মিক আয়োজনের প্রতি উপলব্ধিবোধে প্রকাশ পায়। (যাকোব ৩:১৩; ১ পিতর ২:২, ৩, ১২) ভাইয়েরা যারা বছরের পর বছর বাধা ও নিষেধাজ্ঞা সহ্য করেছে তাদের প্রায়ই সম্মেলনে বেশি মনোযোগী ও সম্মানপূর্বক হতে দেখা যায়, তারা তাদের আসনে বসে বক্তৃতা ও নমুনাগুলির প্রতি নিবিষ্ট থাকে।

১৭ আপনার পোশাক-পরিচ্ছদ আপনার বিষয়ে অনেক কিছু বলে: ১ শমূয়েল ১৬:৭ পদে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে “মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।” সুতরাং, লোকেরা প্রায়ই আমাদের বাহ্যিক দিক দেখে বিচার করে। আমাদের পোশাক-পরিচ্ছদ আরও বেশি করে বিচারের পর্যায়ে আসে, বিশেষকরে, যখন আমরা উপাসনা ও খ্রীষ্টীয় জীবনধারা সম্বন্ধে নির্দেশনার জন্য কোন সম্মেলনে যোগদান করছি। যদি তুমি একজন যুবক হও, স্কুলে যাচ্ছো সেখানে অথবা যদি তোমার জাগতিক কাজ তোমাকে সেই লোকেদের ঘনিষ্ঠ সান্নিধ্যে ঠেলে দেয় যারা জাগতিক জীবনধারা অনুসরণ করে, তাহলে মার্জিত পোশাকের জন্য খ্রীষ্টীয় মানকে ধরে রাখতে হয়ত তা এক চ্যালেঞ্জস্বরূপ হতে পারে।

১৮ সারা পৃথিবীতে পোশাক-পরিচ্ছদের মান বিভিন্ন প্রকারের। খ্রীষ্টানদের কাছ থেকে মার্জিত, পরিপাটী পোশাক পরাই আশা করা হয়। কার এটি নির্ধারণ করা উচিত? স্কুলেতে জাগতিক যুবকদের মত যাতে তাদের কিশোর-কিশোরীরা পোশাক না পরে সেই বিষয়ে পিতামাতারা খেয়াল রাখতে ভুলবেন না। গঠনমূলক নির্দেশনা দেওয়া হয়েছে যা আমাদের সাহায্য করেছে এই অনুভবনশীল ক্ষেত্রে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে। ফেব্রুয়ারি ৮, ১৯৮৭, সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার “পোশাক আপনার জন্য কী অর্থ রাখে?” প্রবন্ধটি পুনরালোচনা করতে আমরা উৎসাহিত করি। গত বছর আমাদের সম্মেলনগুলিতে কী লক্ষ্য করা গিয়েছিল?

১৯ একটি “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনের পর আমরা এই মন্তব্যটি পাই: “এই বছরে সম্মেলনে আমাদের ভাইবোনেরা তাদের পোশাক-পরিচ্ছদ ও আচরণের ক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। . . . কিন্তু, এখনও, কিছু কিছু পরিস্থিতি ও অভ্যাস রয়েছে যার আরও উন্নতির প্রয়োজন আছে।” আর একটি সম্মেলনের পর এইরকম রিপোর্ট করা হয়েছিল যে অমার্জিত পোশাক খুবই লক্ষ্যণীয় ছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে কিছু পোশাক অন্যদের কাছে অপমানকর ছিল। বাইরের কিছু উপস্থিত লোকেরাও অমার্জিত পোশাকের বিষয় উল্লেখ করে। কিছু কাপড় যা দেহকেই বেশি করে দেখাচ্ছিল এবং তা খুবই আঁটসাঁট ছিল।

২০ অধিকাংশই ভাইবোনেরাই সম্মেলন কক্ষে মার্জিত, সম্মানজনক পোশাক পরে। কিন্তু পরে, হোটেলে অথবা রেস্তরাঁয় কিছু ভাইবোনেরা তখনও তাদের ব্যাজ্‌ পরে থাকা অবস্থায় তারা “স্লীভলেস ব্লাউজ, পুরনো জিনস্‌ এবং ছোট হাফ্‌প্যান্ট পরেছিল।” অবকাশের সময়ে কিছুজনের পোশাকের এই প্রবণতাকে যদি প্রাচীনেরা দেখেন, তাহলে সম্মেলনের আগে এইধরনের পোশাক পরা উপযুক্ত নয়, বিশেষত অভ্যাগত রূপে খ্রীষ্টীয় সম্মেলনে যোগদানের সময় তা সদয় অথচ দৃঢ়তার সাথে বলা উপযুক্ত হবে। অনুগ্রহ করে আপনার বাইবেল ছাত্রদের সাথে যারা সম্মেলনে যোগদান করবে, আচরণ ও পোশাক সম্পর্কে উপরে বর্ণিত নির্দেশনাগুলি পুনরালোচনা করুন।

২১ হোটেল: প্রতি বছর ন্যায়সঙ্গত মূল্যে থাকার জায়গা পেতে যথাযোগ্য প্রচেষ্টা করা হয় যাতে করে কারও উপর অর্থের বোঝা চাপানো না হয়। অনুগ্রহ করে মনে রাখবেন হোটেলের কর্মচারীদের সাথে আচরণের সময়ে ধৈর্য ও সহানুভূতি দেখাতে হবে। যাতায়াতের ফলে আমরা হয়ত ক্লান্ত হয়ে পড়তে পারি এবং যারা থাকার জায়গার জন্য অপেক্ষা করছে তাদের লাইন হয়ত বেশ লম্বা হতে পারে, কিন্তু আপনার ধৈর্য উপেক্ষিত হবে না। এছাড়া প্রথানুসারে আমাদের বখ্‌শিশ দেওয়ার কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন।—জুন ২২, ১৯৮৬, সচেতন থাক! (ইংরাজি)।

২২ ক্যামেরা ও রেকর্ডিং উপকরণগুলি: ক্যামেরা ও রেকর্ডিং উপকরণগুলি সম্বন্ধে সদয়তার সাথে অনুস্মারকগুলি দেওয়া উপযুক্ত হবে। যদি আপনি ক্যামেরা, ভিডিও ক্যামেরা অথবা যে কোন রেকর্ডিং ব্যবহার করতে চান, তাহলে দয়া করে আপনার চারপাশে যারা আছে তাদের প্রতি বিবেচনা দেখাতে ভুলবেন না। অধিবেশনের সময়ে চারিদিকে ঘুরে অথবা এমনকি নিজের স্থান থেকে রেকর্ডিং করা হয়ত অপরের অসুবিধা করতে পারে। সম্মেলনের বৈদ্যুতিক অথবা সাউণ্ড ব্যবস্থার সাথে কোন রেকর্ডিং উপকরণ যেন লাগানো না থাকে অথবা সেটি যেন আসনের ধারে রাস্তাতে বা লোক চলাচলের জায়গাতেও না থাকে। ভিডিও ক্যামেরা অথবা অডিও ক্যাসেট রেকর্ডারে আপনি ছবি নেবেন অথবা কার্যক্রমের অংশ রেকর্ড করবেন কি না সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। ছবি ও রেকর্ড আমাদের পূর্বের স্মৃতিকে মনে করিয়ে দেয় যখন আমরা পরে তা দেখি। এইধরনের সমস্ত উপকরণগুলি পরিমিতরূপে ব্যবহার করা উচিত যাতে তা অন্যদের অসুবিধা না করে অথবা যে কার্যক্রম থেকে আপনি সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন তা যেন অবরোধ না করে। বাড়িতে ফিরে আসার পর, রেকর্ডিং পুনরালোচনা করার সময় কি আপনার হবে? আপনি হয়ত নোট নেওয়া যথাযোগ্য বলে মনে করতে পারেন।

২৩ আসন: “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে আপনি কি আসন সংরক্ষণের ব্যাপারে কোন উন্নতি লক্ষ্য করেছেন? কিছু উন্নতি হয়েছে, কিন্তু এখনও আমাদের এই অনুস্মারকের প্রতি সচেতন হওয়ার প্রয়োজন আছে: একমাত্র আপনার পরিবারের নিকট আত্মীয় এবং যারা আপনার সাথে এসেছেন তাদের জন্যই আসন সংরক্ষণ করে রাখতে পারেন। সম্মেলন কক্ষে আমরা হলাম সমিতির অতিথির মত। স্বেচ্ছাকৃত দানের মাধ্যমেই অডিওটরিয়ামের ভাড়া প্রদান করা হয়। এমন কোন আসন সংরক্ষণ করা কি প্রেমের ও বিবেচনার কাজ হবে যেটিতে কেউ বসবে কি না আমরা নিশ্চিত নই? আমরা দুঃখিত যে আমাদের পক্ষে তাদের জন্য আলাদা জায়গা অথবা ঘরের ব্যবস্থা করা সম্ভব হবে না যাদের পরিবেশ সংক্রান্ত সমস্যা যেমন, অ্যালার্জি আছে।

২৪ অনেক সম্মেলনে যাদের বিশেষ প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা থাকে, যেমন বয়স্ক ও শারীরিক দিক দিয়ে অক্ষম লোকেদের জন্য। অনুগ্রহ করে নিশ্চিত হয়ে নিন যে, যদি আপনি যোগ্য না হন এই আসনগুলি গ্রহণ করবেন না। এছাড়াও, যাদের বিশেষ প্রয়োজন তাদের সাহায্য করার জন্য সচেতন থাকুন যদি তাদের সঙ্গে কোন দায়িত্বপূর্ণ ব্যক্তি না থাকে।

২৫ আপনার সম্মেলনের খাদ্যের প্রয়োজনের প্রতি যত্ন নেওয়া: যেমন আপনি জানেন, ১৯৯৫ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ঘোষণা করা হয়েছিল: “এখন থেকে জেলা সম্মেলনগুলি, সীমা অধিবেশনগুলি ও বিশেষ অধিবেশন দিনগুলিতে হাল্কা ধরনের জলখাবার পাওয়া যাবে। ক্যাফেটেরিয়ার মাধ্যমে খাবারের কোন ব্যবস্থা থাকবে না। জলখাবারের জায়গায় যা পাওয়া যায় তার সাথে অতিরিক্ত কিছু যোগ দিতে যোগদানকারীরা চাইলে তাদের নিজেদের খাবার নিয়ে আসতে পারে।” তারপর ১৯৯৫ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টে ব্যাখ্যা করা হয়েছিল কেন এই পরিবর্তন করা হয়েছে এবং কিভাবে সম্মেলনে প্রত্যেকে তার নিজস্ব খাদ্যের প্রয়োজনীয়তার যত্ন নিতে পারে সেই বিষয়ে উত্তম উপদেশ দান করেছিল। শুধুমাত্র নিজেদের জন্যই নয়, কিন্তু তাদের বাইবেল ছাত্রদের সাথেও যখন তারা সম্মেলনে যোগদান করতে প্রস্তুত হচ্ছে, ইনসার্টটি পুনরালোচনা করা উত্তম হবে। বাইবেল ছাত্রদের এটি জানিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে সম্মেলনে যোগদানকারী সকলে তাদের নিজেদের খাবার নিয়ে আসতে পারে, যদি তারা হাল্কা জলখাবারের বিভাগ থেকে যা যোগানো হবে তার থেকে আরও ভারিরকমের কিছুর প্রয়োজন মনে করে।

২৬ কিছু বিষয়ের উপর জোর দিতে, অপরাহ্ণে খাবার জন্য আনতে আপনি এই প্রস্তাবিত জিনিসগুলি মনে করতে চাইবেন: হাল্কা, সাধারণ এবং পুষ্টিজনক দ্বিপ্রাহরিক খাবার, ঠিক একইধরনের খাবার যা লোকেরা তাদের কর্মস্থলে প্রায়ই নিয়ে যায়, যেমন স্যাণ্ডউইচ, রুটির সাথে শুকনো তরকারি, বিস্কুট, সেঁকা দ্রব্যগুলি ও তাজা ফল। তরলজাতীয় খাবার সম্মেলন কক্ষে পাওয়া যাবে যার অন্তর্ভুক্ত হতে পারে চা, কফি, সফট্‌ ড্রিঙ্কস্‌ এবং ফলের রস। যদি আপনি আপনার নিজস্ব ছোট শক্ত জলের বোতল আনতে চান, তা আনতে পারেন অবশ্য যদি তা আপনার আসনের নিচে ধরে যায়। কিন্তু, পরিবারের জন্য বড় আকারের জলের পাত্র, মদ্যজাতীয় পানীয় অথবা কাঁচের পাত্র সম্মেলন স্থলে আনা সমুচিত হবে না। অধিবেশন চলাকালীন খাওয়া অথবা হাল্কা জাতীয় খাওয়া এড়িয়ে চলা উচিত। এটি করা হবে আধ্যাত্মিক ভোজ যা পরিবেশিত হচ্ছে তার প্রতি অসম্মান দেখানো।

২৭ একটি অতিরিক্ত সতর্কীকরণ হল যে হোটেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত হোটেলে রান্না করবেন না এবং যদি তা করার জন্য তারা আয়োজন করে থাকে। এই বিষয়টি গম্ভীরভাবে নেওয়া উচিত যে অপরাহ্ণের বিরতি, হাল্কা জলখাবার নেওয়া এবং আমাদের ভাইবোনেদের সাথে ঐশিক সাহচর্য উপভোগ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। যিহোবার লোক হিসাবে আমরা উপলব্ধি করি যে সম্মেলনগুলিতে আধ্যাত্মিক খাদ্য হল বস্তুগত জিনিসগুলির সাথে তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের সেইমত পরিকল্পনা করা উচিত।

২৮ ভারতে প্রথম “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন শুরু হবে ২০শে অক্টোবর, ১৯৯৫ সাল। আপনার প্রস্তুতি কি শেষ করেছেন আর এখন কি আপনি তিনদিনের আনন্দকর সাহচর্য এবং আধ্যাত্মিক উত্তম বিষয়গুলি উপভোগ করতে প্রস্তুত? আমাদের আন্তরিক প্রার্থনা হল যে যিহোবা এই গ্রীষ্মের সম্মেলনে আপনার ভাইবোনেদের সাথে যোগ দিতে আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন সাথে সাথে কিভাবে যিহোবার আনন্দিত প্রশংসাকারী হওয়া যায় সেই বিষয়ের উপর আমরা মনোযোগ দিই।

জেলা সম্মেলনের অনুস্মারকগুলি

বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা দরকার। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেবার জন্য ঠিক করেছে তারা যেন মার্জিত সাঁতারের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বক্তার দ্বারা বাপ্তিস্ম বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি সংক্ষেপে বাপ্তিস্ম প্রার্থীদের কিছু নির্দেশ দেবেন আর তারপর গান করার আহ্বান জানাবেন। গানের শেষ পদকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গা দেখিয়ে দেবেন। যেহেতু একজনের উৎসর্গের প্রতীক হল বাপ্তিস্ম, সেইজন্য এটি সেই ব্যক্তির এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়, সেখানে তথা-কথিত পার্টনার বাপ্তিস্মের কোন ব্যবস্থা নেই যেখানে দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্মিত হয়।

ব্যাজ্‌ কার্ড: সম্মেলন এবং সম্মেলনে আসাযাওয়ার সময়েও দয়া করে ১৯৯৫ ব্যাজ্‌ কার্ড পরুন। যখন আমরা ভ্রমণ করি তখন উত্তম সাক্ষ্য দিতে এটি প্রায়ই আমাদের সম্ভবপর করে। ব্যাজ্‌ কার্ড এবং হোল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পেতে পারেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। চিকিৎসা-বিষয়ক নির্দেশক কার্ড আপনার সঙ্গে রাখুন। বেথেল পরিবারের সদস্য অথবা অগ্রগামীরা যেন শনাক্তিকরণ কার্ড তাদের কাছে রাখে।

থাকার স্থান: যদি আপনি হোটেলে থাকাতে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে সম্মেলনের রুমিং বিভাগের অধ্যক্ষের কাছে যেতে ইতস্ততবোধ করবেন না, যাতে তিনি আপনাকে তৎক্ষণাৎ আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারেন। মণ্ডলীর সচিব নিশ্চিত হবেন যে ঘরের আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি মনে করেন আপনার থাকার জন্য সংরক্ষিত স্থান বাতিল করা দরকার তাহলে তৎক্ষণাৎ হোটেল এবং সম্মেলনের রুমিং বিভাগকে জানান যাতে করে ঘরটি অন্য কারও জন্য পাওয়া যেতে পারে।

স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে কোন একটি বিভাগে কাজ করার জন্য আপনি কি কিছু সময় করে নিতে পারবেন? কিছু সময়ের জন্যও আমাদের ভাইদের সেবা করা উপকারী এবং সন্তোষজনক হতে পারে। যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে স্বেচ্ছাসেবকের পরিচর্যা বিভাগে গিয়ে যোগাযোগ করুন। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও সাহায্য করতে পারে, কিন্তু তাদের পিতামাতাদের সঙ্গে অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তির সাথে কাজ করতে হবে।

সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যার প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক সমস্যা এড়ানো যেতে পারে। যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে তারা চোর আর অসৎ ব্যক্তিদের শিকার হয়ে থাকে। বড় কোন অনুষ্ঠান চোর আর পকেটমারদের জন্য উত্তম জায়গা। এটি বিজ্ঞতার কাজ হবে না যদি আপনি মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রাখেন। আপনি নিশ্চিত হতে পারেন না যে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে অসৎ ব্যক্তিরা প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার কাছাকাছি রাখুন।

কেবেল টেলিভিশনে যা অনেক হোটেলে পাওয়া যায় অনেক ক্ষেত্রে খারাপ, অশ্লীল চলচ্চিত্র দেখানো হয়। এই প্রলোভনের প্রতি সচেতন থাকুন এবং ছেলেমেয়েদের ঘরেতে তত্ত্বাবধানহীন টিভি দেখতে দেবেন না।

দয়া করে সম্মেলনের বিষয়ে আরও জানবার জন্য সম্মেলন পরিচালকদের ফোন করবেন না। আপনি যে তথ্যাদি চান তার উত্তর যদি প্রাচীনদের কাছ থেকে না পান তাহলে সম্মেলনের ঠিকানাতে লিখুন।

১৯৯৫-৯৬ জেলা সম্মেলন গান সংখ্যা

পূর্বাহ্ণ অপরাহ্ণ

শুক্রবার ৫৭ ৩

৩৩ ১৮৩

৭২ ১৪৮

শনিবার ১০৭ ১০৬

৩৮ ১৯১

১৫২ ৪২

রবিবার ১৮১ ৮৫

২০০ ২১৭

১৫৫ ৪৫

১৯৯৫-৯৬ “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন হলের ঠিকানাগুলি - ভারত

CONVENTION LOCATIONS

OCTOBER 20-22

MAPUCA, Goa. (Konkani & English) Shri Hanuman Natyagraha, Opposite Hotel Satya Heera.

OCTOBER 27-29

NEW DELHI, U.T. (Hindi & English) Talkatora Indoor Stadium, Talkatora Gardens, Near Dr. Ram Manohar Lohia Hospital.

NOVEMBER 10-12

SHIMOGA, Karnataka (Kannada) Daivajna Kalyana Mandira, Dr. Ambedkar Circle.

NOVEMBER 17-19

BOMBAY, Maharashtra. (Hindi) Mahakavi Kalidas Natyamandir, P.K.Road, Mulund (W).

NOVEMBER 24-26

BOMBAY, Maharashtra. (English) Assembly Hall, G-37 South Avenue, 15th Road, Santa Cruz (W).

BANGALORE, Karnataka. (Tamil & English) Guru Nanak Hall, Miller’s Road, Vasanth Nagar, Bangalore, Kar. 560052.

DECEMBER 1-3

PUNE, Maharashtra. (Marathi & English) Jawaharlal Nehru Memorial Hall, 4, Dr. Ambedkar Road.

VIJAYAWADA, Andhra Pradesh. (Telugu & English) Fr. Devaiah Auditorium, Andhra Layola College Campus.

DECEMBER 8-10

ANAND, Gujarat. (Gujarati) Please contact the publishers of this magazine for the hall address.

COIMBATORE, Tamil Nadu. (Tamil) Kumaaran Kalyana Mahal, Opposite Thiruvallur Bus Depot, Mettupalayam Road, Kavundampalayam.

DECEMBER 15-17

GUWAHATI, Assam. (Assamese & English) District Library Auditorium, G.N.B. Road, Dighalipukhuri.

DECEMBER 22-24

CALCUTTA, West Bengal (Bengali & English) Please contact the publishers of this magazine for the hall address.

PORT BLAIR, Andaman Islands (Hindi) Please contact the publishers of this magazine for the hall address.

DECEMBER 29-31

MADRAS, Tamil Nadu (Tamil & English) Kamaraj Arangam, 574-A, Anna Salai (Mount Road), Teynampet.

KOTTAYAM, Kerala (Malayalam) Municipal Grounds.

JANUARY 5-7

CALICUT, Kerala (Malayalam) Sait Maneklal Purshotham Memorial Hall (Gujarati School Auditorium), Beach Road.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার