ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৬ পৃষ্ঠা ১
  • আপনি কি ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করছেন?
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করুন’
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করুন
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • দক্ষতার সঙ্গে “আত্মার খড়গ” ব্যবহার করুন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার শিক্ষাদানে প্রত্যয় উৎপাদন করুন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৬ পৃষ্ঠা ১

আপনি কি ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করছেন?

১ যীশু খ্রীষ্ট ছিলেন সর্বমহান শিক্ষক যিনি কখনও পৃথিবীতে জীবিত ছিলেন। তিনি এমনভাবে কথা বলতেন যে তা লোকেদের হৃদয় স্পর্শ করত, তাদের অনুভূতিগুলিকে জাগিয়ে তুলত এবং উত্তম কাজ অনুশীলন করতে তাদের পরিচালিত করত। (মথি ৭:২৮, ২৯) তিনি সর্বদা ঈশ্বরের বাক্যকে তাঁর শিক্ষার ভিত্তি হিসাবে ব্যবহার করতেন। (লূক ২৪:৪৪, ৪৫) তিনি যা জানতেন এবং যে বিষয়ে শিক্ষা দিতেন তার সমস্ত কিছুর জন্য তিনি যিহোবা ঈশ্বরকে প্রশংসা দিয়েছিলেন। (যোহন ৭:১৬) ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করে যীশু তাঁর অনুগামীদের জন্য এক উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছিলেন।—২ তীম. ২:১৫.

২ প্রেরিত পৌলও ঈশ্বরের বাক্য কার্যকারীভাবে ব্যবহার করে এক উল্লেখযোগ্য উদাহরণ রূপে পরিচর্যা করেছিলেন। অন্যদের কাছে শুধুমাত্র শাস্ত্র পাঠ করার চেয়ে তিনি আরও বেশি কিছু করেছিলেন; যা তিনি পাঠ করতেন তা ব্যাখ্যা করতেন এবং তার উপর যুক্তি করতেন এবং যীশুই যে খ্রীষ্ট ছিলেন সেবিষয়ে ঈশ্বরের বাক্য থেকে প্রমাণ তুলে ধরতেন। (প্রেরিত ১৭:২-৪) একইভাবে, বাক্‌পটু শিষ্য আপল্লো “শাস্ত্রে ক্ষমতাবান” ছিলেন এবং সত্যকে ক্ষমতাশালীভাবে উপস্থিত করার জন্য তিনি সেগুলিকে যথার্থভাবে ব্যবহার করেছিলেন।—প্রেরিত ১৮:২৪, ২৮.

৩ ঈশ্বরের বাক্যের একজন শিক্ষক হোন: বাইবেল থেকে উল্লেখ এবং যুক্তি করার দ্বারা সৎ হৃদয়সম্পন্ন লোকেদের শিক্ষাদানের ক্ষেত্রে আধুনিক-দিনের রাজ্য ঘোষকেরা উৎকৃষ্ট সফলতা উপভোগ করেছে। একটি ক্ষেত্রে, একজন ভাই দুষ্ট এবং ধার্মিকের অনিবার্য পরিণাম সম্বন্ধে একজন যাজক এবং তার গির্জার তিন সদস্যের সাথে যুক্তি করার জন্য যিহিষ্কেল ১৮:৪ ও তার সাথে অন্যান্য সম্বন্ধযুক্ত শাস্ত্রপদগুলি ব্যবহার করতে সমর্থ হয়েছিলেন। এর ফল হিসাবে, গির্জার কিছু সদস্য অধ্যয়ন করতে আরম্ভ করে এবং তাদের একজন পরিশেষে সত্যকে গ্রহণ করেছিল। আরেকটি ক্ষেত্রে, কেন যিহোবার সাক্ষীরা বড়দিন এবং জন্মদিন পালন করে না তা একজন বোনকে এক আগ্রহী ব্যক্তির বিরোধী স্বামীর কাছে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। যখন তিনি সরাসরিভাবে যুক্তি (ইংরাজি) বইটি থেকে শাস্ত্রীয় উত্তরগুলি পড়েন তখন ব্যক্তিটি তার সম্মতি প্রকাশ করেন। তার স্ত্রী তার এই স্বীকৃতিতে এত আনন্দিত হয়েছিলেন যে তিনি বলেছিলেন: “আমরা আপনাদের সভাগুলিতে আসব।” আর স্বামীটি সম্মত হয়েছিলেন!

৪ প্রাপ্ত সাহায্যকে ব্যবহার করুন: ঈশ্বরের বাক্য ব্যবহার করতে আমাদের সাহায্য করার জন্য আমাদের রাজ্যের পরিচর্য্যা এবং পরিচর্যা সভার কার্যক্রম উত্তম নির্দেশনা প্রদান করে থাকে। বহু প্রকাশক বিভিন্ন ধরনের প্রস্তাবিত উপস্থাপনাগুলির জন্য উপলব্ধি প্রকাশ করেছেন যেগুলি আমাদের উপকারের জন্য প্রকাশিত ও প্রদর্শিত হয়ে থাকে আর তা খুবই সময়োপযোগী এবং কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। শাস্ত্র থেকে যুক্তি করা নামক বইটি, ঈশ্বরের বাক্যে উল্লেখিত ৭০টির বেশি মুখ্য বিষয়কে কিভাবে যথার্থরূপে ব্যাখ্যা করা যায় সেই সম্বন্ধে এক পর্যাপ্ত ধারণা অন্তর্ভুক্ত করে। জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি বাইবেলের সকল মূল শিক্ষাগুলির একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করে যা নতুনদের বোঝার প্রয়োজন। ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরাজি) এর পাঠ ২৪ ও ২৫ আমাদের দেখায় কিভাবে দক্ষ শিক্ষকেরা সঠিকভাবে ভূমিকা করেন, পড়েন এবং শাস্ত্রপদগুলিকে প্রয়োগ করেন। আমাদের এই সমস্ত সাহায্যগুলির সদ্ব্যবহার করা উচিত যা আমাদের জন্য সহজভাবে প্রাপ্তিসাধ্য।

৫ যখন আমরা ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করি, তখন আমরা দেখব যে যাদের কাছে আমরা প্রচার করি তাদের কাছে এটি “জীবন্ত ও কার্য্যসাধক, . . . এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ণ বিচারক” হয়। (ইব্রীয় ৪:১২) এর থেকে যে সফলতা আমরা উপভোগ করি তা আমাদের আরও বেশি সাহসের সাথে সত্য সম্বন্ধে বলতে পরিচালিত করবে!—প্রেরিত ৪:৩১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার