ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৮ পৃষ্ঠা ৬
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত আছেন?
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যারা দুর্যোগের শিকার হয়, তাদের কীভাবে সাহায্য করা যায়?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • সমস্যার সময়ে অন্যদের সাহায্য করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • আপনারা কি প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ কাজে সহযোগিতা করেন?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৮ পৃষ্ঠা ৬

প্রশ্ন বাক্স

◼ কোন বিপর্যয় যখন সরাসরিভাবে আমাদের ভাইদের আঘাত করে, তখন কী করা যেতে পারে?

যদি কোন বিপর্যয় আপনার এলাকাকে আঘাত করে: আতঙ্কিত হবেন না। শান্ত থাকুন আর প্রকৃত মূল্যবান বিষয়টির প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করুন​—⁠সম্পদ নয়, কিন্তু জীবন। আপনার পরিবারের তাৎক্ষণিক শারীরিক চাহিদাগুলির যত্ন নিন। তারপর আপনার পরিস্থিতি ও বর্তমান অবস্থান সম্বন্ধে প্রাচীনদের জানান।

ত্রাণ সাহায্য প্রদানে প্রাচীন এবং পরিচারক দাসেরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদি আগে থেকে বিপর্যয় সম্পর্কে সতর্কবাণী দেওয়া হয়ে থাকে যেমন কিছু বড় বড় ঝড় সম্বন্ধে করা হয়ে থাকে, তাহলে এই ভাইদের নিশ্চিত হওয়া উচিত যে প্রত্যেকে নিরাপদ স্থানে রয়েছেন এবং যদি সময় থাকে, তাহলে প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা ও বিতরণ করা উচিত।

এরপর, বুকস্টাডি পরিচালকদের প্রত্যেক পরিবারের খোঁজখবর করা এবং তাদের মঙ্গলাদির বিষয়ে জিজ্ঞাসা করা উচিত। পরিচালক অধ্যক্ষ অথবা অপর কোন প্রাচীনকে প্রত্যেক পরিবারের পরিস্থিতি সম্বন্ধে জানানো উচিত, এমনকি সকলে যদি ভাল অবস্থায়ও থাকেন। যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে প্রাচীনেরা চিকিৎসার জন্য ব্যবস্থা করার চেষ্টা করবেন। এছাড়া যে কোন বস্তুগত সামগ্রী যেমন খাদ্য, বস্ত্র, আশ্রয় অথবা গৃহের প্রয়োজনীয় দ্রব্যাদিও তারা যোগাবেন। (যোহন ১৩:৩৫; গালা. ৬:১০) স্থানীয় প্রাচীনেরা মণ্ডলীকে আধ্যাত্মিক এবং আবেগগত সমর্থন প্রদান করবেন এবং যত শীঘ্র সম্ভব মণ্ডলীর সভাগুলি পুনরারম্ভ করার ব্যবস্থা করবেন। পরিস্থিতির বিস্তারিত মূল্যায়নের পর, প্রাচীন গোষ্ঠীর পক্ষ থেকে একজন প্রাচীন কোন আঘাত, ক্ষতিগ্রস্ত কিংডম হল অথবা ভাইদের ক্ষতিগ্রস্ত ঘর ও সেই সাথে কোন বিশেষ প্রয়োজনাদি সম্পর্কে জানাতে সীমা অধ্যক্ষের সাথে যোগাযোগ করবেন। তারপর সীমা অধ্যক্ষ পরিস্থিতিটির এক বিবরণসহ শাখা দপ্তরে টেলিফোন করবেন। শাখা দপ্তর তখন প্রয়োজনীয় যে কোন বৃহৎ মাত্রার ত্রাণ ব্যবস্থার আয়োজন করবে।

যদি বিপর্যয় অন্যত্র কোন স্থানে আঘাত করে: আপনার প্রার্থনায় সেই ভাই ও বোনেদের স্মরণ করুন। (২ করি. ১:​৮-১১) আপনি যদি অর্থ সাহায্য প্রদানে ইচ্ছুক, তাহলে আপনি হয়ত আপনার দান সোসাইটির কাছে পাঠাতে পারেন। ঠিকানাটি হল: Watch Tower Society, H-58 Old Khandala Road, Lonavla, MAH 410 401. (প্রেরিত ২:​৪৪, ৪৫; ১ করি. ১৬:​১-৩; ২ করি. ৯:​৫-৭; ডিসেম্বর ১, ১৯৮৫, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২০-২ দেখুন।) তত্ত্বাবধানরত ভাইদের দ্বারা কৃত নির্দিষ্ট অনুরোধ ছাড়া বস্তুসামগ্রী কিংবা দ্রব্যাদি বিপর্যস্ত এলাকায় পাঠাবেন না। এটি এক সুশৃঙ্খল ত্রাণ ব্যবস্থা এবং জিনিসের সঠিক বিতরণকে নিশ্চিত করবে। (১ করি. ১৪:​৪০) অনুগ্রহ করে অপ্রয়োজনীয়ভাবে সোসাইটিকে টেলিফোন করবেন না, কারণ এটি ফোন লাইনকে ব্যস্ত রাখবে যা বিপর্যস্ত এলাকা থেকে আগত ফোনকলগুলির জন্য বাধাস্বরূপ হতে পারে।

সমস্ত কিছু যথার্থভাবে নির্ণয়ের পর, সোসাইটি স্থির করবে যে ত্রাণ কমিটি গঠন করার প্রয়োজন আছে কি না। দায়িত্বশীল ভাইদের জানানো হবে। নেতৃত্বদানকারী প্রাচীনদের সাথে সকলের সহযোগিতা করা উচিত যাতে করে সমস্ত ভাইদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তাগুলি পর্যাপ্তভাবে মেটানো যেতে পারে।​—⁠যিহোবার সাক্ষীবৃন্দ​—⁠ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরাজি), পৃষ্ঠা ৩১০-১৫ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার