ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb23 মার্চ পৃষ্ঠা ৩
  • যারা দুর্যোগের শিকার হয়, তাদের কীভাবে সাহায্য করা যায়?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যারা দুর্যোগের শিকার হয়, তাদের কীভাবে সাহায্য করা যায়?
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনারা কি প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ কাজে সহযোগিতা করেন?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • কীভাবে আমরা সাহায্য করতে পারি?
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
mwb23 মার্চ পৃষ্ঠা ৩

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

যারা দুর্যোগের শিকার হয়, তাদের কীভাবে সাহায্য করা যায়?

এখন প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কোনো দুর্যোগ দেখা দিলে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা ভালোভাবে করার চেষ্টা করা হয়। এই কারণে পরিচালকগোষ্ঠী প্রতিটা শাখা অফিসে দুর্যোগের সময়ে ত্রাণ কাজে সাহায্য করার বিভাগ গঠন করেছেন।

সেই বিভাগের ভাইয়েরা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে জানতে পারে, তখন সেই এলাকার ভাই-বোনদের কোন ধরনের সাহায্যের প্রয়োজন রয়েছে, তা জানার জন্য তারা সঙ্গেসঙ্গে স্থানীয় প্রাচীনদের সঙ্গে যোগাযোগ করে। সেখানে যদি খুব বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং স্থানীয় ভাই-বোনদের পক্ষে সেটার দেখাশোনা করা সম্ভব না হয়, তা হলে শাখা অফিস থেকে যোগ্য ভাইদের নিযুক্ত করা হয়ে থাকে, যাতে তারা সেই কাজে নেতৃত্ব নিতে পারে। সেই ভাইয়েরা স্বেচ্ছাসেবকদের আমন্ত্রণ জানাতে পারে বা নির্দিষ্ট জিনিসপত্র দান করার বিষয়ে বলতে পারে। অথবা তারা স্থানীয়ভাবে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেগুলো বিতরণ করতে পারে।

স্থানীয় ভাইয়েরা যদি নিজেদের মতো করে কাজ করে, তা হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু, উপরে বলা নির্দেশনা অনুযায়ী কাজ করলে অনেক উপকার পাওয়া যায়, যেমন অপ্রয়োজনীয় কাজ ও সমস্যা এড়ানো যায় এবং টাকাপয়সা অথবা জিনিসপত্র অযথা নষ্ট হয় না।

শাখা অফিস যে-ভাইদের নিযুক্ত করে, তারা ঠিক করতে পারে যে, ত্রাণ কাজের জন্য কী পরিমাণ টাকাপয়সা এবং কত জন স্বেচ্ছাসেবকের প্রয়োজন। এ ছাড়া, তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও কথা বলতে পারে, যাতে ত্রাণ কাজ তাড়াতাড়ি করার ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করতে পারে। তাই, কাউকে যদি বলা না হয়, তা হলে নিজে নিজে টাকাপয়সা সংগ্রহ করা, ত্রাণ সামগ্রী পাঠানো অথবা ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া উচিত নয়।

তবে, বিভিন্ন দুর্যোগ ঘটলে আমরা সাহায্য করতে চাই। (ইব্রীয় ১৩:১৬) আমরা আমাদের ভাই-বোনদের ভালোবাসি! তাই, আমরা কী করতে পারি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-বিষয়টা আমরা করতে পারি, তা হল, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের জন্য প্রার্থনা করা এবং তাদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া। এ ছাড়া, আমরা বিশ্বব্যাপী কাজের জন্য দান করতে পারি। পরিচালকগোষ্ঠীর নির্দেশনায় শাখা অফিসগুলো ভালোভাবে বুঝতে পারে, কোথায় সেই দানগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে। আর আমরা যদি এই কাজে অংশ নিতে চাই, তা হলে স্থানীয় নকশা/নির্মাণ স্বেচ্ছাসেবকের জন্য আবেদনপত্র (DC-50) পূরণ করতে পারি।

ব্রাজিলে ভয়াবহ বন্যা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

“ব্রাজিলে ভয়াবহ বন্যা” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। উপর থেকে নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অর্ধেক ডুবে যাওয়া বাড়িঘর ও গাছপালার দৃশ্য।

২০২০ সালে ব্রাজিলে বন্যা হওয়ার পর যিহোবার সাক্ষিরা ত্রাণ কাজে যেভাবে সহযোগিতা করেছে, সেখান থেকে কোন বিষয়টা আপনার ভালো লেগেছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার