কীভাবে আমরা সাহায্য করতে পারি?
১ পৃথিবীর কিছু অঞ্চলে যখন কোনো দুর্যোগ ঘটার কথা শোনে, তখন যিহোবার সাক্ষিরা প্রায়ই এই প্রশ্নটি করে থাকে যে, “কীভাবে আমরা সাহায্য করতে পারি?” প্রেরিত ১১:২৭-৩০ পদের বিবরণ যেমন দেখায়, প্রথম শতাব্দীর খ্রিস্টানরা যিহূদিয়ায় বসবাসকারী ভাইদের জন্য ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছিল কারণ সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
২ আধুনিক সময়ে, আমাদের সাংগঠনিক সনদপত্রে দাতব্য কাজের জন্য এবং যারা প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট দুর্যোগের দরুন কষ্টভোগ করছে তাদেরকে মানবিক সাহায্য জোগাতে এবং অন্যান্য প্রয়োজনীয় সময়ে অর্থ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
৩ উদাহরণস্বরূপ, গত বছর অনেক ভাইয়েরা দক্ষিণ এশিয়ায় সুনামির দুর্যোগ দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য জুগিয়েছে। সংগঠনের ত্রাণ তহবিলে আর্থিক দান পাঠিয়ে এইরকম অকৃত্রিম সাড়া দেওয়াকে খুবই উপলব্ধি করা হয়েছে। কিন্তু, দান যখন নির্দিষ্টভাবে কোনো একটা দুর্যোগের জন্য দেওয়া হয়ে থাকে, তখন কিছু কিছু দেশের নিয়ম অনুযায়ী এই ধরনের তহবিলকে দাতার দ্বারা উল্লেখিত উদ্দেশ্যে এবং এক নির্ধারিত সময়ের মধ্যেই কেবল ব্যবহার করার প্রয়োজন হয়, তা আমাদের ভাইদের প্রয়োজনগুলো স্থানীয়ভাবে মেটানো হয়ে থাকুক বা না হয়ে থাকুক।
৪ এইজন্য, সুপারিশ করা হচ্ছে যে, মানবিকতার এবং ত্রাণ কাজের জন্য দান যেন পৃথিবীব্যাপী কাজের জন্য দেওয়া হয়। এই তহবিল ত্রাণ কাজের ও সেই সঙ্গে খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের আধ্যাত্মিক প্রয়োজনগুলোর বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোনো কারণে একজন ব্যক্তি যদি ত্রাণ কাজের জন্য দান করতে চান যা পৃথিবীব্যাপী কাজের দানের অন্তর্ভুক্ত নয়, তা হলে সেটাও গ্রহণ করা হবে এবং যেখানে ত্রাণ সাহায্য প্রয়োজন সেখানে ব্যবহার করা হবে। তবে, কোথায় এবং কীভাবে তহবিল ব্যবহার করতে হবে সেই বিষয়ে যদি নির্দিষ্টভাবে উল্লেখ না করে এই ধরনের দান করা হয়, তা হলে সেটাকে উপলব্ধি করা হবে।
৫ আমাদের দান পৃথিবীব্যাপী কাজের জন্য দেওয়ার কারণ মূলত এই যে, এটা কেবল ভবিষ্যৎ ত্রাণ কাজের প্রয়োজনের জন্য সংরক্ষণ করে রাখার চাইতে রাজ্যের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আরও তহবিল পাওয়ার সুযোগ করে দেয়। এটা ইফিষীয় ৪:১৬ পদের এই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে, ‘দেহের বৃদ্ধি সাধন করিতে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিতে’ যা প্রয়োজন আমরা তা দেওয়ার জন্য একসঙ্গে কাজ করি।