যুবক-যুবতীরা—তোমাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলি কী?
১ সুখ আনার ক্ষেত্রে অর্থপূর্ণ কাজ এবং অর্জনযোগ্য লক্ষ্যগুলি কত গুরুত্বপূর্ণ যিহোবা তা জানেন। (আদিপুস্তক ১:২৮; ২:১৫, ১৯ পদ দেখুন।) আজকের দিনে, যিহোবা তাঁর লোকেদের প্রচার করা এবং শিক্ষা দেওয়ার কর্মভার প্রদান করেছেন। এছাড়াও, পরমদেশে অনন্ত জীবন লাভ করার চূড়ান্ত লক্ষ্যটি আমাদের রয়েছে। ইত্যবসরে, আমাদের অগ্রগতিমূলক আধ্যাত্মিক লক্ষ্যগুলি স্থাপন করা প্রয়োজন যদি আমরা আমাদের শক্তি এবং সম্পদগুলিকে ভ্রান্ত পথে পরিচালনা করা এড়াতে চাই।—১ করি. ৯:২৬.
২ যুবক-যুবতীদের জন্য বাস্তবধর্মী লক্ষ্যগুলি: যুবক-যুবতীদের এমন ঐশিক লক্ষ্যগুলি থাকা উচিত যা তাদের ব্যক্তিগত সামর্থ অনুযায়ী সাধ্যের মধ্যে রয়েছে। (১ তীম. ৪:১৫) কিছু খুব অল্পবয়স্কেরা, এমনকি তারা পড়তে শেখার আগেই বাইবেলের বইগুলিকে মুখস্থ করার লক্ষ্য অর্জন করেছে। পারিবারিক অধ্যয়নের মাধ্যমে, সন্তানেরা সভাগুলির জন্য প্রস্তুত হতে শেখে যাতে করে তারা অর্থপূর্ণ মন্তব্যগুলি করার লক্ষ্যে পৌঁছাতে এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করতে পারে। যখন সন্তানেরা ক্ষেত্র পরিচর্যায় তাদের পিতামাতাদের সঙ্গী হয়, তখন তারা সাক্ষ্যদানের ক্ষেত্রে অংশ নিতে শেখে যখন তারা অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার লক্ষ্যের দিকে অগ্রগতি করতে থাকে। পিতামাতাদের তাদের অল্পবয়স্ক সন্তানদের সামনে উৎসর্গীকরণ এবং বাপ্তিস্মের লক্ষ্যটি রাখা উচিত।
৩ যদি তুমি একজন কিশোর বা কিশোরী হও, তাহলে তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলি কী অন্তর্ভুক্ত করে? জীবনে প্রকৃতই গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলিকে কেন্দ্রীভূত করার দ্বারা “এখনই [NW], আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর।” (উপ. ১২:১; গীত. ৭১:১৭) যে মাসগুলিতে বিদ্যালয়ের ছুটি থাকে, সেই সময়ে সহায়ক অগ্রগামীর কাজ কর না কেন? একজন নিয়মিত অগ্রগামী হিসাবে পূর্ণ-সময়ের পরিচর্যা কাজ গ্রহণ করা সম্বন্ধে কি তুমি কখনও চিন্তা করেছ? একটি নতুন ভাষা শেখা সম্বন্ধে কী যাতে করে তুমি ভবিষ্যতে তোমার এলাকায় কিংবা অন্যত্র কোথাও কোন বিদেশী-ভষার দল অথবা মণ্ডলীকে সাহায্য করতে পার? বর্তমানে অনেকে যারা বেথেলে অথবা ভ্রমণ অধ্যক্ষ হিসাবে কিংবা মিশনারী হিসাবে সেবা করছেন, তারা বিদ্যালয়ে থাকাকালীনই বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যাকে তাদের লক্ষ্য হিসাবে স্থাপন করেছিলেন। তুমি নিজেও সেইরূপ কর না কেন?
৪ এখনও যখন অল্পবয়স্ক আছ, যীশুর উদাহরণ অনুকরণ করার প্রচেষ্টা কর। এমনকি মাত্র ১২ বছর বয়সে, তিনি অকপটে আধ্যাত্মিক বিষয়গুলি সম্বন্ধে কথা বলেছিলেন। (লূক ২:৪২-৪৯, ৫২) ব্যক্তিগত অধ্যয়ন করার, প্রতিদিন বাইবেল পড়ার এবং সভাগুলিতে ও পরিচর্যায় পরিপক্ব খ্রীষ্টানদের সাথে নিয়মিতভাবে সাহচর্য লাভের উপকারমূলক লক্ষ্যগুলি নিজের জন্য স্থাপন করা, তোমাকে যীশুর মত ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সাহায্য করবে।