আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করুন
১ অনন্তকাল যিহোবার প্রশংসা করা কতই না সম্মানের! সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমরা এখনই আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করতে ও সেগুলোতে সফল হওয়ার জন্য চেষ্টা করতে পারি। এটা বিজ্ঞতার সঙ্গে আমাদের শক্তিকে কাজে লাগাতে সক্ষম করে। (১ করি. ৯:২৬) কোন্ লক্ষ্যগুলো আপনার জন্য বাস্তবসম্মত হবে?
২ বাইবেল অধ্যয়ন: আপনি কি মণ্ডলীর প্রত্যেকটা সভার জন্য প্রস্তুত হন? যদি হন, তা হলে অধ্যয়ন করার সময় গবেষণা ও চিন্তা করার জন্য কি আপনি সময় দেন? উদাহরণ হিসেবে, সাপ্তাহিক প্রহরীদুর্গ পাঠ এবং মণ্ডলীর বই অধ্যয়নের প্রস্তুতি নেওয়ার সময়, আপনি কি কেবল উত্তরগুলোতে দাগ দেন নাকি সেইসঙ্গে উল্লেখিত শাস্ত্রপদগুলো দেখেন এবং যে-ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে তার কারণগুলো সম্বন্ধে চিন্তা করেন? প্রত্যেক সপ্তায় ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের জন্য নির্ধারিত বাইবেল পাঠ থেকে কিছু বিষয়ের ওপর গবেষণা করাকে কি আপনার লক্ষ্য করতে পারেন? এইরকম আধ্যাত্মিক গবেষণার জন্য সময় ও প্রচেষ্টার দরকার কিন্তু তা অনেক পুরস্কার নিয়ে আসে।—হিতো. ২:৪, ৫.
৩ মণ্ডলীর সভাগুলো: আরেকটা লক্ষ্য হল মণ্ডলীর পাঁচটা সভার সবগুলোতে নিয়মিত উপস্থিত থাকা। সহ বিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করার জন্য একটু আগে পৌঁছানো এবং শুরুর গান ও প্রার্থনায় অংশ নেওয়া মণ্ডলীতে ভাল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। এ ছাড়া, আমরা হয়তো প্রত্যেকটা সভায় উত্তর দেওয়ার প্রচেষ্টা করতে পারি এবং আমাদের উত্তরগুলোর মান আরও উন্নত করার জন্য চেষ্টা করতে পারি। অনুচ্ছেদের কোন শাস্ত্রপদ কীভাবে সেই আলোচনার সঙ্গে যুক্ত, তা হয়তো আপনি দেখাতে পারেন অথবা কীভাবে সেই বিষয়বস্তু রোজকার জীবনে প্রযোজ্য, তা উল্লেখ করতে পারেন।—ইব্রীয় ১০:২৪, ২৫.
৪ ক্ষেত্রের পরিচর্যা: কিছু লক্ষ্য স্থাপন করে কাজ করলে আমাদের পরিচর্যা অনেক উন্নত হয়। প্রত্যেক মাসে পরিচর্যায় আপনি কত ঘন্টা ব্যয় করার পরিকল্পনা করবেন, সেই বিষয়ে কি আপনার এক ব্যক্তিগত লক্ষ্য রয়েছে? সেটা সাহায্যকারী বলে কেউ কেউ মনে করেন। অথবা আপনি কি আপনার পরিচর্যার কিছু ক্ষেত্রে উন্নতি করতে পারেন যেমন, ঘরে-ঘরে প্রচার কাজে বাইবেল ব্যবহার করা, আরও অর্থপূর্ণ পুনর্সাক্ষাৎ করা, একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করা অথবা অধ্যয়নে আরও কার্যকারীভাবে শিক্ষা দেওয়া?
৫ বাবামারা, আপনারা কি যিহোবার সেবায় লক্ষ্যগুলো স্থাপন করার জন্য আপনাদের ছেলেমেয়েদের উৎসাহিত করছেন? তাদের দেখতে সাহায্য করুন যে, অগ্রগামী অথবা বেথেল পরিবারের একজন সদস্য হিসেবে সেবা করা হল যিহোবার প্রতি তাদের গভীর উপলব্ধি দেখানোর এক চমৎকার উপায়।—উপ. ১২:১.
৬ আমরা যখন আমাদের কাজগুলোকে পরীক্ষা করি, আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করি আর তারপর সেগুলোতে পৌঁছানোর জন্য কাজ করি, তখন আমরা আমাদের পরিচর্যায় অনেক আনন্দ খুঁজে পাব এবং অন্যদের কাছে উৎসাহের এক উৎস হব।—রোমীয় ১:১২.