“আমাদের পক্ষে কে যাইবে?”
যিহোবা যখন এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন, তখন যিশাইয় তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশা. ৬:৮) যেহেতু আজকের দিনে শস্য প্রচুর, তাই একই আহ্বান এখনও ধ্বনিত হচ্ছে। আরও পূর্ণ-সময়ের কর্মীদের—নিয়মিত অগ্রগামীদের—জরুরী ভিত্তিতে প্রয়োজন! (মথি ৯:৩৭) আপনি কি স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক? যদি তাই হয়, তাহলে ১৯৯৮ সালের পরিচর্যা বছরের শুরু, ১লা সেপ্টেম্বর, একজন অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করার জন্য উপযুক্ত সময় হবে। একটি আবেদনপত্রের জন্য প্রাচীনদের জিজ্ঞাসা করুন না কেন?