রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন
১ অক্টোবর এবং নভেম্বর মাস আমাদের সকলের জন্য ব্যস্ততার মাস হবে। অক্টোবর মাসের প্রথম ১১ দিন যাবৎ আমরা প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার গ্রাহকভুক্তি অর্পণ করব। তারপর, ১২ই অক্টোবর রবিবার থেকে ১৬ই নভেম্বর রবিবার পর্যন্ত আমরা জগদ্ব্যাপী রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণের কাজে যোগ দেব। আমাদের এলাকায় সমস্ত লোকেদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে যাওয়া আমাদের জন্য একটি সুযোগস্বরূপ হবে। এটি হচ্ছে “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?” এই প্রশ্নটির উত্তর। এই বিশেষ অভিযানের সময়ে, আমরা সপ্তাহের দিনগুলিতে রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণ করব। সপ্তাহশেষগুলিতে রাজ্য সংবাদ উপস্থিত করা ছাড়াও, আমরা পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলি তুলে ধরব এবং গ্রাহকভুক্তি অর্পণ করব।
২ কারা অংশ নিতে পারেন? স্বাভাবিকভাবেই, প্রাচীনেরা এই কাজের অগ্রভাগে থাকবেন। প্রত্যেকেই রাজ্য সংবাদ বিতরণ করা উপভোগ করবেন আর নিঃসন্দেহে প্রকাশকদের এক বিরাট সংখ্যা এই অভিযান চলাকালীন এক কিংবা উভয় মাসের জন্যই সহায়ক অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করবেন। অন্যান্য প্রকাশকেরা পরিচর্যায় স্বাভাবিকের চেয়ে আরও বেশি সময় ব্যয় করতে চাইবেন।
৩ আপনার কি এমন এক বাইবেল ছাত্র আছে যে তার জ্ঞান বইটি দিয়ে অধ্যয়নের সাথে ভালভাবে পরিচিত এবং যে শীঘ্রই ক্ষেত্র পরিচর্যায় যুক্ত হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে? সম্ভবত এই সময়ে সে রাজ্য সংবাদ অভিযানের কাজে যুক্ত হওয়ার জন্য এক অবাপ্তাইজিত প্রকাশক হয়ে উঠতে পারে। একটি সহজ উপস্থাপনাই যথেষ্ট যা ট্র্যাক্টটিকে পরিচিত করানোর জন্য প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন হয়ত বলতে পারেন: “এই বার্তাটি এত গুরুত্বপূর্ণ যে এই মাসে এটি জগদ্ব্যাপী ১৬৯টি ভাষায় বিতরণ করা হচ্ছে। আমি চাই আপনারও একটি নিজস্ব কপি থাকুক।” এমনকি ছোট ছেলেমেয়েরাও এই রোমাঞ্চকর কাজে অর্থপূর্ণ অংশ নিতে পারে।
৪ বুকস্টাডি পরিচালকদের তাদের দলের প্রতিটি সদস্যকে রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণের কাজে পূর্ণ অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা উচিত। হয়ত এমন প্রকাশকেরা থাকতে পারেন যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন কিন্তু যারা পরিচর্যায় আবার সক্রিয় হয়ে উঠবেন যদি তাদের প্রয়োজনীয় উৎসাহ প্রদান করা হয়। এই অভিযানের পূর্বে, প্রাচীনদের এদের প্রত্যেক জনের সাথে সাক্ষাৎ করা উচিত এটি দেখার জন্য যে পরিচর্যার এই ক্ষেত্রটিতে তাদের অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গ দিয়ে সাহায্য করার জন্য কী করা যেতে পারে।
৫ কখন আমরা পরিচর্যার জন্য মিলিত হতে পারি? এই সমস্ত কাজ দলগত সাক্ষ্যদানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তাকে বোঝায় যা হল সুবিধাজনক এবং ব্যবহারিক উভয়ই। যেখানেই সম্ভব, পরিচর্যার জন্য সভাগুলি সপ্তাহের প্রতিটি দিন, সপ্তাহশেষগুলিতে এবং সন্ধ্যাগুলিতে সংগঠিত হওয়া উচিত। সেগুলি এমন এক সময়ে হওয়া উচিত যাতে করে তা প্রকাশক এবং অগ্রগামীদের সাক্ষ্যদানের সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম করবে। এছাড়া, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পরিবর্তনশীল কাজের কর্মী এবং অন্যান্যদের উপকারের জন্য সন্ধ্যার দিকে মিলিত হওয়ার ব্যবস্থাদিও করা যেতে পারে। পরিচর্যা অধ্যক্ষের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে পর্যাপ্ত পরিমাণে গৃহ থেকে গৃহে পরিচর্যার জন্য এবং ব্যবসায়ী এলাকা হাতে রয়েছে যাতে করে এই কাজে প্রত্যেকে পূর্ণভাবে অংশ নিতে পারেন। যেখানে একটি এলাকাতেই অনেক প্রকাশক আছেন, সেইক্ষেত্রে এলাকার নির্ধারিত বিভাগে কতজন কাজ করবেন সেই বিষয়ে তাদের বিচক্ষণ হওয়া উচিত।
৬ গৃহে থাকে না এইরূপ ব্যক্তিদের সম্বন্ধে কী? কেন তাদের রাজ্য সংবাদ নং. ৩৫ পড়া উচিত তা ব্যাখ্যা করার জন্য আমরা যত বেশি জন সম্ভব, গৃহকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। তাই আপনার সাক্ষাতের সময়ে যদি কেউ গৃহে না থাকে, তাহলে ঠিকানাটি লিখে নিন এবং দিনের অন্য কোন সময়ে পুনরায় সাক্ষাৎ করুন। যদি অভিযানের গত সপ্তাহ ব্যাপী এই গৃহকর্তাদের সাথে আপনার যোগাযোগ করার প্রচেষ্টা অকৃতকার্য হয়ে থাকে, তাহলে আপনি হয়ত দরজার এমন এক স্থানে রাজ্য সংবাদ এর একটি কপি রেখে আসতে পারেন যেখানে সেটি পথচারীর অলক্ষে থেকে যাবে না। বসবাসের এলাকাগুলিতে যারা হয়ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই ব্যক্তিদের কাছে রাজ্য সংবাদ অর্পণ করার জন্য সজাগ থাকুন। যখন গ্রাম্য এলাকাগুলিতে কাজ করছেন এবং যেখানে অভিযানকালীন যতটা সম্পূর্ণ করা যেতে পারে তার চাইতে বেশি এলাকা থাকে সেখানে প্রথম সাক্ষাতে গৃহে নেই এইরূপ গৃহগুলিতে রাজ্য সংবাদ এর একটি কপি হয়ত ছেড়ে আসা যেতে পারে।
৭ আমাদের উদ্দেশ্য কী? ১৬ই নভেম্বর এই অভিযান শেষ হওয়ার পূর্বে মণ্ডলীগুলির তাদের সমস্ত এলাকা সম্পূর্ণ করতে রাজ্য সংবাদ এর সমগ্র সরবরাহ ব্যবহার করার জন্য প্রচেষ্টা করা উচিত। যদি আপনার মণ্ডলীর নির্ধারিত এলাকাটি বেশ বড় হয় এবং যদি কোন সাথীর সাথে কাজ করার চাইতে একাকী কাজ করা নিরাপদও হয়, তাহলে আপনার জন্য তা করা ব্যবহারিক হতে পারে। এটি আপনাকে যত বেশি জন সম্ভব যোগ্য ব্যক্তিদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে সক্ষম করবে। (মথি ১০:১১) ব্রিফকেস ব্যবহার করার চাইতে আপনার হাতে কিছু ট্র্যাক্ট এবং আপনার পকেটে অথবা পয়সার ব্যাগে একটি বাইবেল রাখা হয়ত সুবিধাজনক হতে পারে। যেখানে আগ্রহ দেখা যায় তাদের একটি উত্তম তালিকা রাখতে নিশ্চিত হোন।
৮ আপনি কি আরম্ভ করার জন্য প্রস্তুত? মণ্ডলীর কতগুলি অতিরিক্ত পত্রিকার প্রয়োজন সেই বিষয়ে প্রাচীনেরা পূর্বানুমান করতে পারেন ও সেই অনুসারে তাদের অর্ডার দেওয়া উচিত। রাজ্য সংবাদ নং. ৩৫ অর্ডার দেওয়ার কোন প্রয়োজন নেই, যেহেতু এক প্রেরণ প্রতিটি মণ্ডলীতে পাঠানো হয়েছে। বিশেষ, নিয়মিত এবং সহায়ক অগ্রগামীরা বিতরণের জন্য ২০০টি কপি পাবেন আর মণ্ডলীর প্রকাশকদের প্রত্যেকের জন্য ৪০টি করে কপি ধার্য করা হয়েছে। অর্থাৎ এটি আমাদের জন্য কার্যে নিযুক্তিকরণকে বোঝায়। এই আনন্দকর কাজে অংশ নেওয়ার জন্য আপনি কি উৎসুক? নিঃসন্দেহে আপনি উৎসুক। তাহলে আসুন যতখানি সম্ভব ব্যাপক বিতরণের মাধ্যমে রাজ্য সংবাদ নং. ৩৫ এর গুরুত্বপূর্ণ বাইবেল ভিত্তিক বার্তাটি আমরা প্রদান করি!