বিশেষ অভিযান ১৬ই অক্টোবর—১২ই নভেম্বর!
১ “ধর্মের নামে সংঘটিত মন্দ বিষয়গুলো কি শেষ হবে?” এটা হচ্ছে রাজ্য সংবাদ নং. ৩৭ এর শিরোনাম, যেটা আগামী মাসের শুরু থেকে সারা পৃথিবীতে বিতরণ করা হবে। অক্টোবর মাসের প্রথম দুসপ্তাহ আমরা প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা অর্পণ করব। ১৬ই অক্টোবর সোমবার থেকে শুরু করে ১২ই নভেম্বর রবিবার পর্যন্ত আমরা রাজ্য সংবাদ নং. ৩৭ ব্যাপকভাবে বিতরণ করায় অংশ নেব। অভিযান চলাকালে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা পত্রিকার নতুন সংখ্যাগুলোর সঙ্গে এটা অর্পণ করব।
২ যারা অংশ নিতে পারবে: সক্রিয়ভাবে সুসমাচার ঘোষণা করছে এমন সকলে নিশ্চয়ই পূর্ণরূপে এই কাজে অংশ নিতে চাইবে। কেউ কেউ সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবে। আপনার কি এমন সন্তান বা বাইবেল ছাত্ররা রয়েছে, যারা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি করছে? তারা অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য হয়েছে কি না, সেটা দেখতে তাদেরকে প্রাচীনদের কাছে গিয়ে কথা বলতে সাহায্য করুন। নিষ্ক্রিয় প্রকাশকদের সম্ভবত অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে এই কাজে অংশ নিতে উৎসাহিত করার জন্য প্রাচীনদের তাদের সঙ্গে কথা বলা উচিত।
৩ সমস্ত মণ্ডলীতে তাদের প্রধান ভাষা অনুযায়ী রাজ্য সংবাদ নং. ৩৭ পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে প্রকাশক ও অগ্রগামীরা প্রত্যেকে কমপক্ষে ৫০টা করে কপি পেতে পারেন। আগ্রহী ব্যক্তি যারা এখনও প্রকাশক হয়নি তারা হয়তো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের কাছে বিতরণ করার জন্য পাঁচটা করে কপি পেতে পারে। প্রত্যেকে কটা করে কপি অর্পণ করে, সেই বিষয়ে তাদের রেকর্ড রাখা এবং অক্টোবর ও নভেম্বর মাসের শেষে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট স্লিপের পিছনে তা লিখে দেওয়া উচিত। মণ্ডলী মোট কতগুলো বিতরণ করেছে, সেই সংখ্যাটা সচিব হিসেব করবেন এবং প্রত্যেক মাসের শেষে শাখা অফিসে সেটার রিপোর্ট পাঠাবেন। অভিযান শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্য সংবাদ এর কপিগুলো অবশিষ্ট থাকলে সেগুলোকে পরিচর্যার যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
৪ যা বলবেন: আপনার উপস্থাপনাকে সংক্ষিপ্ত রাখুন, ফলে তা এই বার্তাকে আরও অনেকের কাছে বিতরণ করার সুযোগ করে দেবে। আপনি হয়তো বলতে পারেন: “আমি জনসেবার এক কাজ হিসেবে পৃথিবীব্যাপী এই গুরুত্বপূর্ণ বার্তা বিতরণ করায় অংশ নিচ্ছি। এই কপিটা বিনামূল্যে আপনাকে দেওয়া হচ্ছে। দয়া করে এটা পড়বেন।” বার্তাটা খুবই জোরালো, তাই কৌশলী ও বিচক্ষণ হোন যাতে তর্কবিতর্ক এড়াতে পারেন। ঘরে ঘরে যাওয়ার সময় হয়তো প্রচারের ব্যাগ না নিয়ে যাওয়া উপকারজনক হতে পারে। যেসমস্ত জায়গায় আগ্রহ দেখতে পান, সেগুলোর রেকর্ড রাখার ব্যাপারে নিশ্চিত হোন।
৫ আপনার এলাকায় যেভাবে বিতরণ শেষ করবেন: রাজ্য সংবাদ রাস্তায় সাক্ষ্যদানের সময় বিতরণ করার পরিবর্তে, যতটা সম্ভব ঘরে ঘরে এবং ব্যবসায়িক এলাকায় বিতরণ করার দিকে মনোযোগ দিন। এলাকার স্পর্শকাতর বা সমস্যাপূর্ণ জায়গাগুলোতে যাওয়া এড়িয়ে চলুন। ঘরে পাওয়া যায়নি এমন ব্যক্তিদের বাড়িগুলো নোট করে রাখুন এবং সেই সপ্তাহের অন্য সময়ে বা অন্য কোনো দিনে ফিরে যাওয়ার চেষ্টা করুন। ঘরে পাওয়া যায়নি এমন বাড়িগুলোতে ৬ই নভেম্বর সোমবার থেকে একটা করে কপি দিয়ে আসা শুরু করতে পারেন। কিন্তু, মণ্ডলীর এলাকা যদি বড় থাকে যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ শেষ করা সম্ভব না হয়, তা হলে প্রাচীনরা হয়তো অভিযান চলাকালে যেকোনো সময় রাজ্য সংবাদ সেই বাড়িগুলোতে দিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে, যাদের ঘরে পাওয়া যায়নি।
৬ ‘মহতী বাবিলের’ ধ্বংস দ্রুত এগিয়ে আসছে। তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার আগে লোকেদের তার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। (প্রকা. ১৪:৮; ১৮:৮) ধর্মের নামে সংঘটিত সমস্ত মন্দ বিষয়ের শেষ যে সন্নিকট তা যাতে সকলে জানতে পারে, তাই বিশ্বব্যাপী এই অভিযানে পূর্ণরূপে অংশ নিতে এখনই পরিকল্পনা করুন!