কার্যসাধনের এক বৃহৎ দ্বার উন্মুক্ত
১ সুসমাচারের এক উদ্যোগী প্রচারক হিসাবে, পৌল সেই সমস্ত এলাকাগুলি সাগ্রহে খুঁজে বের করেছিলেন, যেখানে প্রয়োজন বৃহৎ ছিল আর যেগুলির মধ্যে একটি ছিল ইফিষ শহর। সেখানে প্রচার কাজে তিনি এতই উত্তম সফলতা লাভ করেছিলেন যে তিনি সহখ্রীষ্টানদের লিখেছিলেন: “আমার সম্মুখে এক দ্বার খোলা রহিয়াছে, তাহা বৃহৎ ও কার্য্যসাধক।” (১ করি. ১৬:৯) পৌল সেই এলাকায় ক্রমাগতভাবে পরিচর্যা করে চলেছিলেন এবং অনেক ইফিষীয়দের বিশ্বাসী হতে সাহায্য করেছিলেন।—প্রেরিত ১৯:১-২০, ২৬.
২ আজকেও কার্যসাধনের প্রতি পরিচালিত করে এমন এক বৃহৎ দ্বার আমাদের জন্য উন্মুক্ত রয়েছে। আমাদের প্রত্যেকের জন্য নিয়মিত অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করার এক মুক্ত আমন্ত্রণ রয়েছে আর যদি সম্ভব হয়, স্বেচ্ছাকৃতভাবে অন্য এক অঞ্চলে যাওয়া এবং হয়ত এক বৃহৎ এলাকাযুক্ত একটি ছোট মণ্ডলীর সাথে কাজ করার। এইভাবে আমাদের প্রচেষ্টা নির্দিষ্ট অঞ্চলগুলিতে যে প্রয়োজন বিদ্যমান তা পূরণ করতে পারে।—২ করিন্থীয় ৮:১৩-১৫ পদের সাথে তুলনা করুন।
৩ আপনি কি একজন নিয়মিত অগ্রগামী হিসাবে পরিচর্যা করতে পারেন? একজন নিয়মিত অগ্রগামী হিসাবে পরিচর্যা করার সম্ভাবনাটি কি আপনি প্রার্থনাপূর্বক বিবেচনা করেছেন? ভারতের ক্ষেত্র প্রকৃতই বৃহৎ ও এক বিশাল একত্রীকরণের কাজ এখনও বাকি রয়েছে। আপনার পরিবার, আপনার মণ্ডলীর প্রাচীনদের, এমনকি আপনার সীমা অধ্যক্ষের সাথে এই বিষয়ে কথা বলুন না কেন। নিয়মিত অগ্রগামীর পরিচর্যা গ্রহণ করতে সক্ষম হওয়ার জন্য কিভাবে আপনি আপনার তালিকাকে পুনরায় সুবিন্যস্ত করতে পারেন সেই বিষয়ে তাদের পরামর্শ চান। বড় পরিবারগুলিতে, সম্পূর্ণ পরিবার কি একজন সদস্যকে অগ্রগামীর কাজ করতে সক্ষম করার জন্য একসাথে সহযোগিতা করতে পারে? যেখানে পরিবার কেবলমাত্র স্বামী ও স্ত্রী নিয়ে গঠিত আর যখন অর্থনৈতিক চাহিদা দুজনকেই পূর্ণ সময়ের জাগতিক কাজ করতে বাধ্য করে না, আপনি কি সন্তান সম্বন্ধে ভাবার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করতে পারেন যাতে করে স্ত্রী কিছু বছরের জন্য নিয়মিত অগ্রগামীর পরিচর্যায় অংশ নিতে পারে?
৪ সাম্প্রতিক দশকগুলিতে, পৃথিবীব্যাপী হাজার হাজার খ্রীষ্টীয় পরিবারগুলি শস্যচ্ছেদনের কাজে পূর্ণ অংশ নেওয়ার জন্য অন্যান্য অঞ্চলগুলিতে গিয়েছে। এক দম্পতি যারা তা করেছিলেন, বলেন: “আমরা সেখানেই যিহোবার পরিচর্যা করতে চেয়েছিলাম যেখানে আমরা তা সর্বোত্তমভাবে করতে পারি।” যদি আপনি এমন এক অঞ্চলে বাস করেন যেখানে একটি বড় মণ্ডলীর দ্বারা এলাকাটি প্রায়ই ভালভাবে সম্পূর্ণ করা হয়েছে আর যদি আপনার অন্য এক অঞ্চলে স্থানান্তরিত হওয়ার সম্মতি থাকে, তাহলে যে স্থান সম্বন্ধে আপনি জানেন যে সেখানে অল্পসংখ্যক রাজ্য ঘোষক আছে, স্বেচ্ছাকৃতভাবে সেখানে যাওয়ার বিষয়টি আপনি কি বিবেচনা করবেন? এমনকি যদিও আপনি নতুন অঞ্চলে একজন নিয়মিত অগ্রগামী হিসাবে পরিচর্যা করতে নাও পারেন আপনার উপস্থিতি হয়ত সেই ছোট মণ্ডলীর জন্য উপকারমূলক হতে পারে। যদি আপনি ইচ্ছুক হন, তাহলে সেই সম্ভাবনাগুলি সম্বন্ধে আপনার মণ্ডলীর প্রাচীনদের অথবা আপনার সীমা অধ্যক্ষের সাথে আপনি কথা বলতে পারেন।
৫ যিহোবার নাম বহন করা এক সুযোগস্বরূপ। আমাদের সকলের পক্ষে অগ্রগামী হওয়া সম্ভব নয় কিন্তু আমাদের প্রত্যেকের সম্ভাবনাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যে কোন ক্ষেত্রেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কার্যসাধনের বৃহৎ দ্বার উন্মুক্ত রয়েছে আমরা সকলে যেন যিহোবার পরিচর্যায় ব্যস্ত থাকি।—১ করি. ১৫:৫৮.