নতুন সীমা অধিবেশন কার্যক্রম
“ঈশ্বরের আজ্ঞা সকল পালন করুন ও জীবিত থাকুন” হল দুইদিনের সীমা অধিবেশন কার্যক্রমের বিষয়বস্তু যেটি ১৯৯৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। (হিতো. ৪:৪) এটি তুলে ধরবে যে কেন ঈশ্বরের আজ্ঞা সকল পালন করা দুর্বহ নয়। এছাড়াও, এটি দেখাবে যে কিভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করা সতেজতা এবং প্রকৃত সুখ আর সেই সাথে ভবিষ্যতের জন্য আশা নিয়ে আসে।—মথি ১১:২৮-৩০; যোহন ১৩:১৭.
খ্রীষ্টের আজ্ঞার বাধ্য হয়ে যারা অধিবেশনে বাপ্তাইজিত হতে ইচ্ছুক তাদের পরিচালক অধ্যক্ষের সাথে কথা বলা উচিত এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থাদি করবেন।—মথি ২৮:১৯, ২০.
একটি সিম্পোজিয়াম সেই ব্যবহারিক উপায়গুলিকে ব্যাখ্যা করবে যেগুলি অনুসরণ করে আমরা ঈশ্বরের প্রতি এবং আমাদের ভাইদের জন্য প্রেম দেখাতে পারি। (যোহন ১৩:৩৪, ৩৫; ১ যোহন ৫:৩) গীতসংহিতা ১৯ ও ১১৯ অধ্যায় থেকে হৃদয়-স্পর্শকারী পরামর্শ কার্যক্রমটিতে অন্তর্ভুক্ত করা হবে। যদিও সহস্রাধিক বছর আগে এই গীতগুলিতে অনুপ্রাণিত উপদেশগুলি লেখা হয়েছিল, আমরা দেখব যে এটি কিভাবে আজকের দিনে ব্যক্তিগতভাবে আমাদের উপকৃত করে।
জনসাধারণের যে বক্তৃতাটি জেলা অধ্যক্ষ দেবেন তার শিরোনাম হল, “ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর।” (উপ. ১২:১৩) সীমা অধ্যক্ষের শেষ বক্তৃতাটি দেখাবে যে কিভাবে যুবক-যুবতীরা এখনই সর্বোত্তম জীবনযাপন করতে পারে এবং কেন অনন্তকালীন ভবিষ্যতের বিষয়ে তাদের প্রত্যয় থাকতে পারে। প্রেমের “রাজকীয় ব্যবস্থা” মেনে জীবনযাপন করে যে অনেক উপকারগুলি লাভ করা যায় সেগুলি উল্লেখ করে জেলা অধ্যক্ষ কার্যক্রম শেষ করেন। (যাকোব ২:৮) সত্যই, এটি এমন একটি অধিবেশন কার্যক্রম যাতে কেউই অনুপস্থিত থাকতে চাইবেন না!