নতুন সীমা অধিবেশন কার্যক্রম
ভয়ের একটা সংজ্ঞা হল “গভীর শ্রদ্ধা এবং সশ্রদ্ধ ভয়, বিশেষ করে ঈশ্বরের প্রতি।” এটা স্বাস্থ্যকর ভয় সম্বন্ধে বর্ণনা করে, যেটাকে শাস্ত্রে “প্রজ্ঞার আরম্ভ” বলে উল্লেখ করা হয়েছে। (গীত. ১১১:১০) অন্যদিকে, আমাদের চারিদিকে শয়তানের জগতে আরেক ধরনের ভয় রয়েছে। যিহোবার প্রতি সশ্রদ্ধ ভয় গড়ে তোলার সঙ্গে সঙ্গে কীভাবে আমরা সেই অস্বাস্থ্যকর অনুভূতিকে এড়াতে পারি? ২০০২ সালের পরিচর্যা বছরের নতুন সীমা অধিবেশন কার্যক্রম এই প্রশ্নের উত্তর দেবে। এর বিষয়বস্তু হল, “ঈশ্বরকে ভয় কর ও তাঁহাকে গৌরব প্রদান কর।” (প্রকা. ১৪:৭) আমরা বুঝতে পারব যে যিহোবার প্রতি ভয় ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসেবে অনেক দিক দিয়ে আমাদের জন্য উপকার নিয়ে আসে।
যদিও ভয় বলতে উদ্বেগ অথবা সাহস হারিয়ে ফেলা এবং কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি না হতে চাওয়াকে বোঝাতে পারে কিন্তু বাইবেল বলে: “ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে।” (গীত. ১২৮:১) অধিবেশন কার্যক্রম আমাদেরকে দেখাবে যে, সত্য উপাসনার পথে আসা বাধাগুলোকে কীভাবে আমরা সফলতার সঙ্গে মোকাবিলা করতে পারি। ঈশ্বরের প্রতি এইরকম স্বাস্থ্যকর ভয় গড়ে তুলতে নতুনদেরকে কীভাবে সাহায্য করা যায় আমরা তা দেখব, যা প্রকৃতপক্ষে তাদেরকে সম্পূর্ণ হৃদয়, প্রাণ, মন ও শক্তি দিয়ে তাঁকে সেবা করতে প্রেরণা দেবে। (মার্ক ১২:৩০) “যাদেরকে আপনি ভালবাসেন তাদের আরও কাছে আসুন” শিরোনামের জেলা অধ্যক্ষের বক্তৃতাটা দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। আমাদেরকে যিহোবা, পরিবার এবং আমাদের খ্রীষ্টান ভাইদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য দিয়াবলের প্রচেষ্টা সম্পর্কে কীভাবে আমরা সতর্ক থাকতে পারি, তিনি তা ব্যাখ্যা করবেন।
দ্বিতীয় দিনের চারভাগের এক সিম্পোজিয়ামের বিষয়বস্তু হল “মানুষকে নয়, যিহোবাকে ভয় করুন।” এটা ব্যাখ্যা করবে আমাদের পরিচর্যা পুরোপুরিভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বা স্কুলে ও কাজের জায়গায় আমাদের আনুগত্য এবং শুদ্ধ বিবেক বজায় রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এমন যে কোন ভয়কে আমাদের কেন ও কীভাবে কাটিয়ে উঠতে হবে। “ঈশ্বরকে ভয় করুন এবং তাঁর আজ্ঞাগুলো পালন করুন” জনসাধারণের এই বক্তৃতাটা প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ে বর্ণিত ধারাবাহিক ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। “যিহোবাকে ভয় করে চলুন” উৎসাহজনক এই নির্দেশনাটা দিয়ে সীমা অধিবেশন শেষ হবে।
ঐশিক পরিচর্যা বিদ্যালয়, আদর্শ পরিচর্যা সভা, বাপ্তিস্মের বক্তৃতা এবং প্রহরীদুর্গ সারাংশ হল এই কার্যক্রমের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে আপনি বাদ দিতে চাইবেন না। আপনার সঙ্গে যোগদান করতে আপনার বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানান। এই অধিবেশনে যারা বাপ্তিস্ম নিতে চান, তাদের যত শীঘ্রি সম্ভব পরিচালক অধ্যক্ষকে তা জানানো উচিত। আমরা সকলেই যিহোবার প্রতি আমাদের স্বাস্থ্যকর ভয় দেখাতে এবং এই অসাধারণ কার্যক্রমের কোন অংশকে বাদ না দিয়ে তাঁর গৌরব করতে চাইব!