মন ও হৃদয় উভয়ই স্পর্শ করার জন্য ব্রোশারগুলি ব্যবহার করুন
১ বাইবেলের সত্যকে এমনভাবে উপস্থাপন করা উচিত যেন তা মন ও হৃদয় উভয়ই স্পর্শ করে। তাঁর শ্রোতাদের কাছে সত্যকে ব্যাখ্যা করার সময় যীশু সেই প্রসঙ্গগুলিকে বেছে নিয়েছিলেন যেগুলি তাদের আগ্রহান্বিত ও অনুপ্রাণিত করেছিল। (লূক ২৪:১৭, ২৭, ৩২, ৪৫) আমাদের পরিচর্যার সফলতা ব্যাপকভাবে নির্ভর করে আমাদের শ্রোতাদের আধ্যাত্মিক চাহিদাগুলিকে শনাক্ত করার জন্য আমরা যে প্রচেষ্টা করি তার উপর।
২ পরিচর্যায় আমরা যাদের সঙ্গে সাক্ষাৎ করি তাদের মন ও হৃদয়ে পৌঁছানোর জন্য ব্রোশারগুলি কার্যকারী হাতিয়ার হতে পারে। আগস্ট মাসে উপস্থাপিত প্রত্যেকটি ব্রোশারের বার্তার প্রতি কারা সাড়া দিতে পারেন সে সম্বন্ধে আগে থেকে চিন্তা করুন:
—ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? যে লোকেরা আর্থিক চাপ ভোগ করছেন অথবা যারা মর্মান্তিক ঘটনা অভিজ্ঞতা করেছেন তারা কষ্টমুক্ত এক ভবিষ্যৎ সম্বন্ধে এই সান্ত্বনাদায়ক বার্তাটিকে উপলব্ধি করবেন।
—জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? যে যুবকেরা তাদের ভবিষ্যৎ সম্বন্ধে গুরুতরভাবে চিন্তা করছে, তারা এই ব্রোশারে দেওয়া বাইবেল ভিত্তিক উত্তরগুলি থেকে উপকৃত হবে।
—পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! এই ব্রোশারে দেওয়া অসংখ্য ছবি ও উল্লেখিত শাস্ত্রপদগুলি ছোট বাচ্চাদের এবং যারা অল্প পড়াশোনা জানেন তাদের ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে সাহায্য করবে।
—যে সরকার পরমদেশ নিয়ে আসবে। ঈশ্বরের রাজ্য কিভাবে মানবজাতির কঠিন সমস্যাগুলির সমাধান আনবে সে বিষয়ে এই বার্তাটির প্রতি সরকারের সঙ্গে জড়িত আছেন এমন যে কোন ব্যক্তি হয়ত সাড়া দেবেন।
—আপনার প্রিয়জন যখন মারা যায়। (ইংরাজি) বহু কবরস্থানের তত্ত্বাবধায়কেরা শোকার্ত পরিবারগুলির জন্য এই ব্রোশারের প্রতিলিপিগুলি হাতের কাছে থাকাকে মূল্যবান মনে করেন। সমাধিস্থলে শোকার্তদের সান্ত্বনা প্রদান করতে প্রকাশকেরা এই ব্রোশারটি ব্যবহার করে থাকেন। দুজন বোন সাতজন সদস্যের এক পরিবারের কাছে উপস্থিত হয়েছিলেন যারা একটি কবরের কাছে প্রার্থনা করছিলেন। এই ব্রোশারটি থেকে সান্ত্বনাদায়ক বার্তা জানানোর ফলে পরের দিন সেই পরিবারের মায়ের সঙ্গে একটি বাইবেল অধ্যয়ন শুরু করা গিয়েছিল!
—আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত? একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি হয়ত এই তথ্য সম্বলিত ব্রোশারের প্রমাণিত সত্যের প্রতি সাড়া দিতে পারেন যা খ্রীষ্টীয়জগতের মৌলিক মতবাদের অসত্যতাকে তুলে ধরে।
৩ প্রত্যেকটি ব্রোশারের সঙ্গে নিজে পরিচিত হোন আর আপনার এলাকায় কিভাবে এটিকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে চিন্তা করুন। প্রস্তাবিত উপস্থাপনাগুলির জন্য ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র পিছনের পৃষ্ঠাটি দেখুন। লোকেদের মন ও হৃদয়ে পৌঁছানোর জন্য আপনার প্রচেষ্টাকে যিহোবা আশীর্বাদ করুন।—মার্ক ৬:৩৪.