আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য চিন্তা করেন!
১ অবাধ্য ইস্রায়েল জাতিকে যুক্তি দেখানোর চেষ্টায়, যিহোবা জিজ্ঞাসা করেছিলেন: “তুমি কি জ্ঞাত হও নাই? তুমি কি শুন নাই? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা।” (যিশা. ৪০:২৮) আমরা আমাদের মহান সৃষ্টিকর্তাকে জানি আর জানি যে তিনি আমাদের জন্য কতই না চিন্তা করেন। কিন্তু, লক্ষ লক্ষ লোকেরা আদৌ তিনি আছেন কিনা সেই বিষয়ে সন্দেহ করেন কিংবা তাঁর বিষয়ে তাদের ধারণা বাইবেলের সঙ্গে মেলে না। আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি?
২ এমন একজন সৃষ্টিকর্তা কি আছেন যিনি আমাদের জন্য চিন্তা করেন? (ইংরাজি) নামক নতুন বইটা এইরকম লোকেদের সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে। এটা চিন্তাশীল ব্যক্তিদের বিষয়গুলোর উপর যুক্তি করার জন্য আমন্ত্রণ জানায়। এই বইয়ের আকর্ষক বিষয়বস্তু এবং বিশ্বাস উৎপাদনকারী যুক্তিগুলো পাঠকদের মুগ্ধ করবে।
৩ সৃষ্টিকর্তা বইয়ের সঙ্গে পরিচিত হোন: প্রতিটি অধ্যায়ে কোন্ বিশেষ বিষয়গুলো বোঝানো হয়েছে তা মনে রাখুন। ২ থেকে ৫ অধ্যায় আলোচনা করে যে মহাবিশ্ব, জীবন ও মানুষ কিভাবে অস্তিত্বে এসেছিল এবং এই সবকিছুর পিছনে কে ছিলেন? ৬ থেকে ৯ অধ্যায় বাইবেল ও এর রচয়িতা সম্বন্ধে এবং বিশেষ করে আদিপুস্তকে দেওয়া সৃষ্টির বিবরণ বিশ্বাসযোগ্য কিনা তা পরীক্ষা করে। আর ১০ অধ্যায় সেই প্রশ্নের সঠিক উত্তর দেয় যা মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে ফেলেছে। প্রশ্নটা হল: “সৃষ্টিকর্তা যদি চিন্তা করেই থাকেন, তাহলে এত দুঃখকষ্ট কেন?”
৪ যারা সন্দেহ করেন তাদেরকে যুক্তি দেখানোর চেষ্টা করুন: সৃষ্টিকর্তা বইয়ের ৭৮-৯ পৃষ্ঠায় বেশ কিছু যুক্তি দেওয়া আছে যেগুলো আপনি ঈশ্বরকে ঠিকভাবে জানতে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারেন। তাদের জিজ্ঞাসা করুন: “মহাবিশ্বের কি কোন শুরু ছিল?” বেশিরভাগ লোকই বলবেন যে হ্যাঁ এর এক শুরু ছিল। যদি তারা বলেন যে এর এক শুরু ছিল তাহলে জিজ্ঞাসা করুন: “সেই শুরু করার পিছনে কি কেউ ছিলেন বা এটা আপনা আপনিই শুরু হয়েছিল?” বেশিরভাগ লোকেরাই মেনে নেবেন যে কেউ একজন এটাকে শুরু করেছিলেন। আর এইবার তাদের আমরা শেষ প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারি: “মহাবিশ্বের শুরু কি কোন চিরকালীন বস্তু কিংবা অনন্তকালীন কোন ব্যক্তির দ্বারা হয়েছিল?” এরকম প্রশ্ন করে তাদের সঙ্গে কথা বললে অনেকেই বুঝতে পারবেন যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন।
৫ সৃষ্টিকর্তা বইটা ঠিক তাই যা অনেক লোকের প্রয়োজন। আপনার আত্মীয়স্বজন, সহকর্মী, সহপাঠী এবং পরিচিত অন্যান্যদের বইটা দিন। প্রচারে যাওয়ার সময় এটাকে সঙ্গে নিন যাতে আপনি সেইসব লোকেদের এটা দিতে পারেন যাদের ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ আছে। এই বইটার সঙ্গে আমরা নিজেরা যত বেশি পরিচিত হব, সৃষ্টিকর্তার জন্য আমাদের ভালোবাসা তত বেশি গভীর হবে আর তা আমাদেরকে তাঁর উচ্চ মানদণ্ড মেনে চলতে প্রেরণা যোগাবে।—ইফি. ৫:১; প্রকা. ৪:১১.